Breaking




Monday, May 10, 2021

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা PDF

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা PDF

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা PDF
পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা PDF
Hi Aspirants,
আজকের আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের নামের তালিকা টি শেয়ার করছি। কে কোন ক্ষেত্রে প্রথম ছিলেন তা এই তালিকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নষ্ট না করে PDF টি ডাউনলোড করে নাও।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী-মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের প্রথম শহীদ মহিলা-মাতঙ্গিনী হাজরা
পশ্চিমবঙ্গের প্রথম নোবেল জয়ী মহিলা-মাদার টেরিজা
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল-পদ্মজা নাইডু
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার (ফিজিশিয়ান)-কাদম্বিনী গাঙ্গুলি
পশ্চিমবঙ্গের প্রথম এভারেস্ট আরোহণকারী মহিলা-শ্রিপা মজুমদার
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক-রানু ঘোষ
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আন্টার্কটিকা জয়ী-সুদীপ্তা সেনগুপ্ত
প্রথম মহিলা ব্যারিস্টার-রোজিনা গুহ
পশ্চিমবঙ্গের প্রথম অ্যাকাদেমি পুরস্কার প্রাপক মহিলা-মৈত্রেয়ী দেবী
পশ্চিমবঙ্গের প্রথম M.A-চন্দ্রমুখি বসু
পশ্চিমবঙ্গের প্রথম D.O.S-অসীমা চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা-আশাপূর্ণা দেবী
পশ্চিমবঙ্গের প্রথম  মহিলা পাইলট-দুর্বা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ থেকে প্রথম মিস ইউনিভার্স হন-সুস্মিতা সেন
এভারেস্ট জয়ী-বাচেন্দ্রী পাল

❏ File Details:
File Name: The first woman of West Bengal in various fields
File Format: PDF
No. of Pages:2
File Size:0.6 MB
Click Here to Download

No comments:

Post a Comment