২৫০টি জিকের প্রশ্ন ও উত্তর
২৫০টি জিকের প্রশ্ন ও উত্তর |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি WBP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি জন্য ২৫০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর এর PDF টি শেয়ার করছি। আমরা আশা করছি WBP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF টি আপনাদের সাহায্য করবে।
জিকের প্রশ্ন ও উত্তর
1. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ প্রমথ চৌধুরী
2. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
3. ‘ধূসর পান্ডুলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
4. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উঃ Sarojini Naidu
5. গ্রিসের রাজধানীর নাম কি ?
উঃ এথেন্স
6. ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
উঃ ৫ বছর
7. ICJ কোথায় অবস্থিত ?
উঃ নেদারল্যান্ড
8. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
9. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ রেটিনাল
10. National science Day কবে পালন করা হয় ?
উঃ 28 ফেব্রুয়ারি
11. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
উঃ ১৮৫৫ সালে
12. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ শিলিগুড়ি
13. IPL 2021 এর টাইটেল স্পন্সর কে হল ?
উঃ Vivo
14. ‘মা’ প্রকল্প আরম্ভ করেছে কোন রাজ্য সরকার ?
উঃ পশ্চিমবঙ্গ
15. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?
উঃ ব্যাঙ্গালুরু
16. মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?
উঃ বহরমপুর
17. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ Atmaram Pandurang
18. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম ?
উঃ ব্রাজিল
19. RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
20. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
উঃ হরিষেন
21. নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ?
উঃ ভুটান
22. I-Leagve কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ফুটবল
23. ভারতের গ্লাসগো বলা হয় ?
উঃ হাওড়া
24. সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
25. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৫৫৬
26. নন্দকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ ওড়িশা
27. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সত্যজিৎ রায়
28. অনিলা দেবী কার ছদ্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
29. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ তাপ্তি
30. CIL এর ফুল ফর্ম কি ?
উঃ Coal India Limited
31. P. V. Sindhu কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
32. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘দেশবন্ধু’ নামে পরিচিত ?
উঃ চিত্তরঞ্জন দাস
33. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
34. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?
উঃ ১৯১৯ সালে
35. DNA— এর ফুল ফর্ম কি ?
উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
36. নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ মৎস চাষ
37. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?
উঃ শুটিং
38. মনিপুরের রাজধানীর নাম কি ?
উঃ ইম্ফল
39. National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ই জনুয়ারি
40. ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?
উঃ ১৮১৮
41. উড়ন্ত মাছের দেশ বলা হয় ?
উঃ বার্বাডোস
42. কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
43. বীরবল কার ছদ্মনাম ?
উঃ প্রমথ চৌধুরী
44. Wankhede Stadium কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
45. ‘বুদ্ধচরিত’ কে রচনা করেন ?
উঃ অশ্বঘোষ
46. মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী ?
উঃ ভাগীরথী
47. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
48. সম্প্রতি আসামের নতুন D.S.P হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে ?
উঃ হিমা দাস
49. Rajasthan এর রাজধানীর নাম কি ?
উঃ জয়পুর
50. ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৮৬
51. Canada Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ গলফ
52. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৮১৭
53. কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?
উঃ 2017
54. ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?
উঃ 1930
55. কোন ক্রিকেটার সর্ব প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
উঃ শচীন তেন্ডুলকার
56. Bandipur National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
57. ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
উঃ M. Venkaiah Naidu
58. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ স্ফিগমোম্যানোমিটার
59. ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনের নাম কি ?
উঃ নীলগিরি প্যাসেঞ্জার
60. NSG কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1986
61. NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ ব্রাসেলস
62. বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা মোট কতগুলি ?
উঃ 25 টি
63. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উঃ 5ই জুন
64. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
65. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?
উঃ 23শে সেপ্টেম্বর
66. "সাইবেরিয়ার নীল নয়ন" বা "সাইবেরিয়ার মুক্তা" নামে পরিচিত ছিল ?
উঃ বৈকাল হ্রদ
67. ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশের কোন নদীর উপর নির্মিত হয়েছে ?
উঃ শতদ্রু নদী
68. "পঞ্চতন্ত্র "কে রচনা করেছেন ?
উঃ বিষ্ণু শর্মা
69. নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ সেতার
70. 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শঙ্খ ঘোষ
71. যাযাবর কার ছদ্মনাম ?
উঃ বিনয় মুখোপাধ্যায়
72. World NGO Day কবে পালন করা হয় ?
উঃ 27 শে ফেব্রুয়ারি
73. Yellow Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল
74. বিহারের রাজধানীর নাম কি ?
উঃ পাটনা
75. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?
উঃ লর্ড ডালহৌসি
76. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উঃ মাদাম কামা
77. CNG এর ফুল ফর্ম কি ?
উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
78. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
উঃ কাভারাত্তি
79. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?
উঃ ২৪
80. কোন ভারতীয় কোম্পানি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্লেট স্থাপন করতে চলেছে ?
উঃ ওমেগা সিকি
81. সম্প্রতি কোন শহর 'কার্বন ওয়াচ' লাঞ্চ করেছেন ?
উঃ চন্ডিগড়
82. বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?
উঃ 22 শে মার্চ
83. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শ্রীগুপ্ত
84. ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয় ?
উঃ তিন
85. ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ?
উঃ ৫
86. 'দ্য স্পিরিট অফ ইসলাম' এর রচয়িতা কে ?
উঃ সৈয়দ আমীর আলী
87. বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা ?
উঃ অ্যানথ্রাসাইট
88. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর -জেনারেল কে ছিলেন ?
উঃ চার্লস জন ক্যানিং
89. কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি ?
উঃ রেগুর
90. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?
উঃ আর্যভট্ট
91. মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?
উঃ 4
92. Hardik Pandya কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ক্রিকেট
93. পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে ?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
94. ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল ?
উঃ Major Dhyan Chand Khel Ratna Award
95. বাংলার প্রথম সংবাদ পত্রের নাম কি ?
উঃ সমাচার দর্পণ
96. কোন ধরনের নৃত্যের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ?
উঃ ভরতনাট্যম নৃত্য
97. ডেনমার্কের রাজধানীর নাম কি ?
উঃ কোপেনহেগেন
98. কোন দেশের সরকারি নথি বা ঘোষণাপত্রের নাম অরেঞ্জ বুক ?
উঃ Netherlands
99. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উঃ অ্যাডাম স্মিথ
100. 'ভারতের মেকিয়াভেলি' কাকে বলা হয় ?
উঃ চাণক্য
101. নিচের মধ্যে কোন শহরটি রূপনারায়ন নদীর তীরে অবস্থিত ?
উঃ তমলুক
102. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে ?
উঃ দক্ষিণ 24 পরগনা
103. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
104. বীরভূম জেলার সদর শহর এর নাম কি ?
উঃ সিউড়ি
105. HIV এর ফুল ফর্ম কি ?
উঃ Human immunodeficiency virus
106. নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?
উঃ কেঁচো
107. নীললোহিত কার ছদ্মনাম ?
উঃ সুনিল গঙ্গোপাধ্যায়
108. Madhya pradesh এর রাজধানীর নাম কি ?
উঃ Bhopal
109. বেসিনের সন্ধি কত সালে হয়েছিল ?
উঃ ১৮০২
110. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উঃ আমেদাবাদ
111. সম্প্রতি International Yoga Festival আরম্ভ হয়েছে কোথায় ?
উঃ ঋষিকেশ
112. 'পরিণীতা' উপন্যাস কে রচনা করেন ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
113. Anupama Gokhale কোন খেলার সাথে যুক্ত ?
উঃ দাবা
114. ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?
উঃ রাজস্থান
115. জার্মানির মুদ্রার নাম কি ?
উঃ ইউরো
116. সার্ক এ কতগুলো সদস্য দেশ রয়েছে ?
উঃ ৮
117. IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন, ডি. সি.
118. আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
উঃ চার্লস ব্যাবেজ
119. বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?
উঃ 24 শে মার্চ
120. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৭৫
121. নিচের মধ্যে কোন শহরটিকে Pink City বলা হয় ?
উঃ জয়পুর
122. প্রতিবছর কবে World Hearing Day হিসেবে পালন করা হয় ?
উঃ ৩ রা মার্চ
123. Actual Pongala Utsav উদযাপিত হয়েছে _?
উঃ কেরালায়
124. অস্ট্রেলিয়ার ভারতের হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?
উঃ Manpreet Vohra
125. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ আসাম
126. চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ?
উঃ বন সংরক্ষণ
127. স্বাধীন ভারতে কবে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ?
উঃ ১৯৬২
128. Rajya sabha এর চেয়ারম্যান কে ?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু
129. RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?
উঃ Saktikanta Das
130. PAN -এর পুরো অর্থ কি ?
উঃ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
131. ভারতের কোন রাজ্যে SEZ প্রথম গঠিত হয় ?
উঃ গুজরাট
132. কুমার বোস কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উঃ তবলা
133. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ খিজির খান
134. 'দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?
উঃ আকবর
135. আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
উঃ তানসেন
136. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ দোদাবেতা
137. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উঃ হীরাকুদ
138. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
139. চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ ছত্রিশগড়
140. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ মুসী
141. গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ আলু
142. 'দুর্গেশনন্দিনী' গ্রন্থটি কার লেখা ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
143. প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?
উঃ কেঁচোকে
144. আমির খসরু পেশায় কি ছিলেন ?
উঃ লেখক, কবি, গায়ক
145. করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার ?
উঃ মহাত্মা গান্ধী
146. ফেনোল কি হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
147. বিদ্রোহী কবিতাটি কার লেখা ?
উঃ কাজী নজরুল ইসলাম
148. 'সাতপুরা জাতীয় উদ্যান' টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
149. সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি ?
উঃ শুক্র
150. 'উদ্ভিদের জীবন আছে' এটি কে আবিষ্কার করেন ?
উঃ জগদীশচন্দ্র বসু
151. পরমাণুতে সবচেয়ে ভারী কণার নাম কি ?
উঃ নিউট্রন
152. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
উঃ প্রতিভা পাটিল
153. ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?
উঃ দাদাসাহেব ফালকে
154. অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে ?
উঃ চার্লস ডারউইন
155. গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি ?
উঃ গান্ধী নগর
156. ডাবল ফল্ট শব্দটি কিসের সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
157. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১১৯১
158. ভিয়েনা কোন দেশের রাজধানী ?
উঃ অস্ট্রিয়া
159. Nokrek National Park কোথায় অবস্থিত ?
উঃ মেঘালয়
160. কোন দেশের গোয়েন্দা সংস্থা Mossad ?
উঃ Israel
161. Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
162. পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় ?
উঃ পামির মালভূমি
163. Planning Commission কত সালে গঠিত হয় ?
উঃ ১৯৫০
164. কোন পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ?
উঃ হিন্দু পেট্রিয়ট
165. সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয় ?
উঃ ১৮৫৫
166. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ জ্যোতিবা ফুলে
167. HTML এর ফুল ফর্ম কি ?
উঃ Hypertext markup language
168. Hariprasad Chaurasia কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উঃ বাঁশি
169. Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?
উঃ নিউ দিল্লি
170. United Nations Day কবে পালন করা হয় ?
উঃ 24 শে অক্টোবর
171. আর্জেন্টিনার রাজধানী হল- ?
উঃ বুয়েনোস আইরেস
172. জরাসন্ধ কার ছদ্মনাম ?
উঃ চারুচন্দ্র চক্রবর্তী
173. পঞ্চ নদের দেশ কাকে বলা হয় ?
উঃ পাঞ্জাব
174. পর্তুগালের রাজধানীর নাম কি ?
উঃ লিসবন
175. ম্যাডেন ওভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
176. CRPF Derector Genaral (DG) এর অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন ?
উঃ Kuldiep Singh
177. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৭৫৭
178. বেসরকারী চাকরীতে 75% সংরক্ষণের অনুমোদন দিয়েছে?
উঃ হরিয়ানা রাজ্যের রাজ্যপাল
179. সম্প্রতি শ্রীলংকা কটি দেশের সঙ্গে কলম্বো বন্দরে West Container Terminal (WCT) তৈরি করতে চলেছে ?
উঃ ২
180. National Highway Authority of India (NHAI) কত ঘন্টার মধ্যে 25.54 কিলোমিটার রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করলো ?
উঃ 18 ঘন্টা
181. IFC এর ফুল ফর্ম কী ?
উঃ International Finance Corporation
182. National Panchayati Raj Day কবে পালন করা হয় ?
উঃ ২৪শে এপ্রিল
183. প্রথম বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন ?
উঃ আশাপূর্ণা দেবী
184. কে রসরাজ নামে খ্যাত ছিলেন ?
উঃ অমৃতলাল বসু
185. দক্ষিণ 24 পরগনা জেলা সদরের নাম কি ?
উঃ আলিপুর
186. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের রচয়িতা হলেন - ?
উঃ পাণিনি
187. International Tennis Federation— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ লন্ডন
188. ‘প্লাস্টিক মানি’ কাকে বলা হয় ?
উঃ ক্রেডিট কার্ড
189. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
190. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল ?
উঃ তক্ষশীলা
191. নাট্য শাস্ত্রের রচয়িতা কে ?
উঃ ভরত মুনি
192. থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কি ?
উঃ তামরাই
193. GPS এর ফুল ফর্ম কি ?
উঃ গ্লোবাল পজিশনিং সিস্টেম
194. ILO— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
195. ভ্যানতাওং জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ মিজোরাম
196. Midday Meal Scheme কত সালে আরম্ভ হয় ?
উঃ ১৯৯৫
197. অপরাজিতা দেবী করা ছদ্মনাম ?
উঃ রাধারানী দেবী
198. Malaysia এর রাজধানীর নাম কি ?
উঃ কুয়ালালামপুর
199. ডঃ বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?
উঃ ১৯৬১
200. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ কলহন
201. নিচের মধ্যে কোন শহরকে ‘আরব সাগরের রানী’ বলা হয় ?
উঃ কোচিন
202. সম্প্রতি প্রয়াত Chuni Goswami কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ ফুটবল
203. ভারতের জাতীয় পতাকার নকশাকার হলেন- ?
উঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া
204. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত ?
উঃ ৫
205. শান্ত মন্ডল বলা হয় ?
উঃ স্ট্রাটোস্ফিয়ার
206. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ?
উঃ প্রমথ চৌধুরী
207. ফেনোল কী হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
208. National Education Day কবে পালন করা হয় ?
উঃ ১১ ই নভেম্বর
209. মহেঞ্জোদারো শব্দের অর্থ কি ?
উঃ মৃতের স্তূপ
210. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উঃ উত্তর প্রদেশ
211. কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদ কে ?
উঃ ডাল হ্রদ
212. Peru এর রাজধানীর নাম কি ?
উঃ লিমা
213. ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয় ?
উঃ ১৯৫০
214. ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় ?
উঃ চিত্রকূট জলপ্রপাত কে
215. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ?
উঃ দ্বিতীয় ভাস্কর
216. আমাদের রাজ্যে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে ?
উঃ 2টি
217. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
উঃ দ্বিতীয় শ্রেণি
218. গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উঃ ম্যানোমিটার
219. প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় ?
উঃ 9ই জানুয়ারি
220. লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ কাজী নজরুল ইসলাম
221. রানীগঞ্জ কয়লা খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে
222. ডুয়ার্স শব্দের অর্থ কি ?
উঃ দরজা
223. হান্টার কমিশন কত সালে গঠিত হয় ?
উঃ ১৮৮২
224. 'বিশ্ব অরণ্য দিবস' কবে পালন করা হয় ?
উঃ 21 শে মার্চ
225. 'Smriti Mandhana' নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
226. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড
227. 'ছন্দের জাদুকর 'কাকে বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত
228. WB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন ডি.সি.
229. পদ্মানদীর মাঝি উপন্যাস টির রচয়িতা কে ?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের
230. ছত্রিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয় ?
উঃ ২০০০
231. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের রচয়িতা কে ?
উঃ পাণিনি
232. ভারতের প্রথম সবাক ছবির নাম কি ?
উঃ আলম আরা
233. কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সুনীল গঙ্গোপাধ্যায়
234. 'বঙ্গবিভূষণ' সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উঃ ২০১১
235. Defence Food Research Leboratory কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
236. সিকিমের রাজধানীর নাম কি ?
উঃ গ্যাংটক
237. Men's T20 তে ৩০০০ রান পূরণ করার প্রথম ক্রিকেটার হলেন ?
উঃ বিরাট কোহলি
238. Electric Vehicle Capital হতে চলেছে ?
উঃ দিল্লি
239. থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উঃ Thai baht
240. ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা কে ?
উঃ ভানু আথাইয়া
241. বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
242. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উঃ ৭ ই এপ্রিল
243. পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উঃ কাইটিন
244. শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ?
উঃ ১৯২২
245. রামমোহন রায় কে ‘ভারত পথিক’ বলে কে সম্মান জানিয়েছেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
246. বাংলা গেজেট পএিকার সম্পাদক কে ?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের
247. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উঃ লালা লাজপত রায়
248. ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ?
উঃ মাদাম কামা
249. নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ?
উঃ অ্যানি বেসান্ত
250. বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
উঃ প্রমথ চৌধুরী
2. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
3. ‘ধূসর পান্ডুলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
4. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উঃ Sarojini Naidu
5. গ্রিসের রাজধানীর নাম কি ?
উঃ এথেন্স
6. ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
উঃ ৫ বছর
7. ICJ কোথায় অবস্থিত ?
উঃ নেদারল্যান্ড
8. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
9. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ রেটিনাল
10. National science Day কবে পালন করা হয় ?
উঃ 28 ফেব্রুয়ারি
11. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
উঃ ১৮৫৫ সালে
12. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ শিলিগুড়ি
13. IPL 2021 এর টাইটেল স্পন্সর কে হল ?
উঃ Vivo
14. ‘মা’ প্রকল্প আরম্ভ করেছে কোন রাজ্য সরকার ?
উঃ পশ্চিমবঙ্গ
15. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?
উঃ ব্যাঙ্গালুরু
16. মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?
উঃ বহরমপুর
17. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ Atmaram Pandurang
18. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম ?
উঃ ব্রাজিল
19. RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
20. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
উঃ হরিষেন
21. নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ?
উঃ ভুটান
22. I-Leagve কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ফুটবল
23. ভারতের গ্লাসগো বলা হয় ?
উঃ হাওড়া
24. সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
25. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৫৫৬
26. নন্দকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ ওড়িশা
27. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সত্যজিৎ রায়
28. অনিলা দেবী কার ছদ্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
29. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ তাপ্তি
30. CIL এর ফুল ফর্ম কি ?
উঃ Coal India Limited
31. P. V. Sindhu কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
32. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘দেশবন্ধু’ নামে পরিচিত ?
উঃ চিত্তরঞ্জন দাস
33. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
34. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?
উঃ ১৯১৯ সালে
35. DNA— এর ফুল ফর্ম কি ?
উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
36. নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ মৎস চাষ
37. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?
উঃ শুটিং
38. মনিপুরের রাজধানীর নাম কি ?
উঃ ইম্ফল
39. National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ই জনুয়ারি
40. ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?
উঃ ১৮১৮
41. উড়ন্ত মাছের দেশ বলা হয় ?
উঃ বার্বাডোস
42. কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
43. বীরবল কার ছদ্মনাম ?
উঃ প্রমথ চৌধুরী
44. Wankhede Stadium কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
45. ‘বুদ্ধচরিত’ কে রচনা করেন ?
উঃ অশ্বঘোষ
46. মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী ?
উঃ ভাগীরথী
47. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
48. সম্প্রতি আসামের নতুন D.S.P হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে ?
উঃ হিমা দাস
49. Rajasthan এর রাজধানীর নাম কি ?
উঃ জয়পুর
50. ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৮৬
51. Canada Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ গলফ
52. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৮১৭
53. কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?
উঃ 2017
54. ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?
উঃ 1930
55. কোন ক্রিকেটার সর্ব প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
উঃ শচীন তেন্ডুলকার
56. Bandipur National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
57. ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
উঃ M. Venkaiah Naidu
58. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ স্ফিগমোম্যানোমিটার
59. ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনের নাম কি ?
উঃ নীলগিরি প্যাসেঞ্জার
60. NSG কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1986
61. NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ ব্রাসেলস
62. বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা মোট কতগুলি ?
উঃ 25 টি
63. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উঃ 5ই জুন
64. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
65. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?
উঃ 23শে সেপ্টেম্বর
66. "সাইবেরিয়ার নীল নয়ন" বা "সাইবেরিয়ার মুক্তা" নামে পরিচিত ছিল ?
উঃ বৈকাল হ্রদ
67. ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশের কোন নদীর উপর নির্মিত হয়েছে ?
উঃ শতদ্রু নদী
68. "পঞ্চতন্ত্র "কে রচনা করেছেন ?
উঃ বিষ্ণু শর্মা
69. নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ সেতার
70. 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শঙ্খ ঘোষ
71. যাযাবর কার ছদ্মনাম ?
উঃ বিনয় মুখোপাধ্যায়
72. World NGO Day কবে পালন করা হয় ?
উঃ 27 শে ফেব্রুয়ারি
73. Yellow Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল
74. বিহারের রাজধানীর নাম কি ?
উঃ পাটনা
75. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?
উঃ লর্ড ডালহৌসি
76. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উঃ মাদাম কামা
77. CNG এর ফুল ফর্ম কি ?
উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
78. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
উঃ কাভারাত্তি
79. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?
উঃ ২৪
80. কোন ভারতীয় কোম্পানি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্লেট স্থাপন করতে চলেছে ?
উঃ ওমেগা সিকি
81. সম্প্রতি কোন শহর 'কার্বন ওয়াচ' লাঞ্চ করেছেন ?
উঃ চন্ডিগড়
82. বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?
উঃ 22 শে মার্চ
83. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শ্রীগুপ্ত
84. ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয় ?
উঃ তিন
85. ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ?
উঃ ৫
86. 'দ্য স্পিরিট অফ ইসলাম' এর রচয়িতা কে ?
উঃ সৈয়দ আমীর আলী
87. বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা ?
উঃ অ্যানথ্রাসাইট
88. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর -জেনারেল কে ছিলেন ?
উঃ চার্লস জন ক্যানিং
89. কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি ?
উঃ রেগুর
90. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?
উঃ আর্যভট্ট
91. মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?
উঃ 4
92. Hardik Pandya কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ক্রিকেট
93. পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে ?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
94. ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল ?
উঃ Major Dhyan Chand Khel Ratna Award
95. বাংলার প্রথম সংবাদ পত্রের নাম কি ?
উঃ সমাচার দর্পণ
96. কোন ধরনের নৃত্যের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ?
উঃ ভরতনাট্যম নৃত্য
97. ডেনমার্কের রাজধানীর নাম কি ?
উঃ কোপেনহেগেন
98. কোন দেশের সরকারি নথি বা ঘোষণাপত্রের নাম অরেঞ্জ বুক ?
উঃ Netherlands
99. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উঃ অ্যাডাম স্মিথ
100. 'ভারতের মেকিয়াভেলি' কাকে বলা হয় ?
উঃ চাণক্য
101. নিচের মধ্যে কোন শহরটি রূপনারায়ন নদীর তীরে অবস্থিত ?
উঃ তমলুক
102. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে ?
উঃ দক্ষিণ 24 পরগনা
103. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
104. বীরভূম জেলার সদর শহর এর নাম কি ?
উঃ সিউড়ি
105. HIV এর ফুল ফর্ম কি ?
উঃ Human immunodeficiency virus
106. নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?
উঃ কেঁচো
107. নীললোহিত কার ছদ্মনাম ?
উঃ সুনিল গঙ্গোপাধ্যায়
108. Madhya pradesh এর রাজধানীর নাম কি ?
উঃ Bhopal
109. বেসিনের সন্ধি কত সালে হয়েছিল ?
উঃ ১৮০২
110. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উঃ আমেদাবাদ
111. সম্প্রতি International Yoga Festival আরম্ভ হয়েছে কোথায় ?
উঃ ঋষিকেশ
112. 'পরিণীতা' উপন্যাস কে রচনা করেন ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
113. Anupama Gokhale কোন খেলার সাথে যুক্ত ?
উঃ দাবা
114. ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?
উঃ রাজস্থান
115. জার্মানির মুদ্রার নাম কি ?
উঃ ইউরো
116. সার্ক এ কতগুলো সদস্য দেশ রয়েছে ?
উঃ ৮
117. IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন, ডি. সি.
118. আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
উঃ চার্লস ব্যাবেজ
119. বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?
উঃ 24 শে মার্চ
120. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৭৫
121. নিচের মধ্যে কোন শহরটিকে Pink City বলা হয় ?
উঃ জয়পুর
122. প্রতিবছর কবে World Hearing Day হিসেবে পালন করা হয় ?
উঃ ৩ রা মার্চ
123. Actual Pongala Utsav উদযাপিত হয়েছে _?
উঃ কেরালায়
124. অস্ট্রেলিয়ার ভারতের হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?
উঃ Manpreet Vohra
125. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ আসাম
126. চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ?
উঃ বন সংরক্ষণ
127. স্বাধীন ভারতে কবে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ?
উঃ ১৯৬২
128. Rajya sabha এর চেয়ারম্যান কে ?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু
129. RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?
উঃ Saktikanta Das
130. PAN -এর পুরো অর্থ কি ?
উঃ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
131. ভারতের কোন রাজ্যে SEZ প্রথম গঠিত হয় ?
উঃ গুজরাট
132. কুমার বোস কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উঃ তবলা
133. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ খিজির খান
134. 'দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?
উঃ আকবর
135. আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
উঃ তানসেন
136. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ দোদাবেতা
137. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উঃ হীরাকুদ
138. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
139. চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ ছত্রিশগড়
140. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ মুসী
141. গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ আলু
142. 'দুর্গেশনন্দিনী' গ্রন্থটি কার লেখা ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
143. প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?
উঃ কেঁচোকে
144. আমির খসরু পেশায় কি ছিলেন ?
উঃ লেখক, কবি, গায়ক
145. করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার ?
উঃ মহাত্মা গান্ধী
146. ফেনোল কি হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
147. বিদ্রোহী কবিতাটি কার লেখা ?
উঃ কাজী নজরুল ইসলাম
148. 'সাতপুরা জাতীয় উদ্যান' টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
149. সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি ?
উঃ শুক্র
150. 'উদ্ভিদের জীবন আছে' এটি কে আবিষ্কার করেন ?
উঃ জগদীশচন্দ্র বসু
151. পরমাণুতে সবচেয়ে ভারী কণার নাম কি ?
উঃ নিউট্রন
152. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
উঃ প্রতিভা পাটিল
153. ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?
উঃ দাদাসাহেব ফালকে
154. অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে ?
উঃ চার্লস ডারউইন
155. গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি ?
উঃ গান্ধী নগর
156. ডাবল ফল্ট শব্দটি কিসের সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
157. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১১৯১
158. ভিয়েনা কোন দেশের রাজধানী ?
উঃ অস্ট্রিয়া
159. Nokrek National Park কোথায় অবস্থিত ?
উঃ মেঘালয়
160. কোন দেশের গোয়েন্দা সংস্থা Mossad ?
উঃ Israel
161. Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
162. পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয় ?
উঃ পামির মালভূমি
163. Planning Commission কত সালে গঠিত হয় ?
উঃ ১৯৫০
164. কোন পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ?
উঃ হিন্দু পেট্রিয়ট
165. সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয় ?
উঃ ১৮৫৫
166. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ জ্যোতিবা ফুলে
167. HTML এর ফুল ফর্ম কি ?
উঃ Hypertext markup language
168. Hariprasad Chaurasia কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উঃ বাঁশি
169. Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?
উঃ নিউ দিল্লি
170. United Nations Day কবে পালন করা হয় ?
উঃ 24 শে অক্টোবর
171. আর্জেন্টিনার রাজধানী হল- ?
উঃ বুয়েনোস আইরেস
172. জরাসন্ধ কার ছদ্মনাম ?
উঃ চারুচন্দ্র চক্রবর্তী
173. পঞ্চ নদের দেশ কাকে বলা হয় ?
উঃ পাঞ্জাব
174. পর্তুগালের রাজধানীর নাম কি ?
উঃ লিসবন
175. ম্যাডেন ওভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
176. CRPF Derector Genaral (DG) এর অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন ?
উঃ Kuldiep Singh
177. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৭৫৭
178. বেসরকারী চাকরীতে 75% সংরক্ষণের অনুমোদন দিয়েছে?
উঃ হরিয়ানা রাজ্যের রাজ্যপাল
179. সম্প্রতি শ্রীলংকা কটি দেশের সঙ্গে কলম্বো বন্দরে West Container Terminal (WCT) তৈরি করতে চলেছে ?
উঃ ২
180. National Highway Authority of India (NHAI) কত ঘন্টার মধ্যে 25.54 কিলোমিটার রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করলো ?
উঃ 18 ঘন্টা
181. IFC এর ফুল ফর্ম কী ?
উঃ International Finance Corporation
182. National Panchayati Raj Day কবে পালন করা হয় ?
উঃ ২৪শে এপ্রিল
183. প্রথম বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন ?
উঃ আশাপূর্ণা দেবী
184. কে রসরাজ নামে খ্যাত ছিলেন ?
উঃ অমৃতলাল বসু
185. দক্ষিণ 24 পরগনা জেলা সদরের নাম কি ?
উঃ আলিপুর
186. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের রচয়িতা হলেন - ?
উঃ পাণিনি
187. International Tennis Federation— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ লন্ডন
188. ‘প্লাস্টিক মানি’ কাকে বলা হয় ?
উঃ ক্রেডিট কার্ড
189. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
190. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল ?
উঃ তক্ষশীলা
191. নাট্য শাস্ত্রের রচয়িতা কে ?
উঃ ভরত মুনি
192. থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কি ?
উঃ তামরাই
193. GPS এর ফুল ফর্ম কি ?
উঃ গ্লোবাল পজিশনিং সিস্টেম
194. ILO— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
195. ভ্যানতাওং জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ মিজোরাম
196. Midday Meal Scheme কত সালে আরম্ভ হয় ?
উঃ ১৯৯৫
197. অপরাজিতা দেবী করা ছদ্মনাম ?
উঃ রাধারানী দেবী
198. Malaysia এর রাজধানীর নাম কি ?
উঃ কুয়ালালামপুর
199. ডঃ বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?
উঃ ১৯৬১
200. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ কলহন
201. নিচের মধ্যে কোন শহরকে ‘আরব সাগরের রানী’ বলা হয় ?
উঃ কোচিন
202. সম্প্রতি প্রয়াত Chuni Goswami কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ ফুটবল
203. ভারতের জাতীয় পতাকার নকশাকার হলেন- ?
উঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া
204. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত ?
উঃ ৫
205. শান্ত মন্ডল বলা হয় ?
উঃ স্ট্রাটোস্ফিয়ার
206. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ?
উঃ প্রমথ চৌধুরী
207. ফেনোল কী হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
208. National Education Day কবে পালন করা হয় ?
উঃ ১১ ই নভেম্বর
209. মহেঞ্জোদারো শব্দের অর্থ কি ?
উঃ মৃতের স্তূপ
210. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উঃ উত্তর প্রদেশ
211. কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদ কে ?
উঃ ডাল হ্রদ
212. Peru এর রাজধানীর নাম কি ?
উঃ লিমা
213. ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয় ?
উঃ ১৯৫০
214. ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় ?
উঃ চিত্রকূট জলপ্রপাত কে
215. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ?
উঃ দ্বিতীয় ভাস্কর
216. আমাদের রাজ্যে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে ?
উঃ 2টি
217. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
উঃ দ্বিতীয় শ্রেণি
218. গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উঃ ম্যানোমিটার
219. প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় ?
উঃ 9ই জানুয়ারি
220. লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ কাজী নজরুল ইসলাম
221. রানীগঞ্জ কয়লা খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে
222. ডুয়ার্স শব্দের অর্থ কি ?
উঃ দরজা
223. হান্টার কমিশন কত সালে গঠিত হয় ?
উঃ ১৮৮২
224. 'বিশ্ব অরণ্য দিবস' কবে পালন করা হয় ?
উঃ 21 শে মার্চ
225. 'Smriti Mandhana' নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
226. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড
227. 'ছন্দের জাদুকর 'কাকে বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত
228. WB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন ডি.সি.
229. পদ্মানদীর মাঝি উপন্যাস টির রচয়িতা কে ?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের
230. ছত্রিশগড় রাজ্যটি কত সালে গঠিত হয় ?
উঃ ২০০০
231. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের রচয়িতা কে ?
উঃ পাণিনি
232. ভারতের প্রথম সবাক ছবির নাম কি ?
উঃ আলম আরা
233. কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সুনীল গঙ্গোপাধ্যায়
234. 'বঙ্গবিভূষণ' সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উঃ ২০১১
235. Defence Food Research Leboratory কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
236. সিকিমের রাজধানীর নাম কি ?
উঃ গ্যাংটক
237. Men's T20 তে ৩০০০ রান পূরণ করার প্রথম ক্রিকেটার হলেন ?
উঃ বিরাট কোহলি
238. Electric Vehicle Capital হতে চলেছে ?
উঃ দিল্লি
239. থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
উঃ Thai baht
240. ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক মহিলা কে ?
উঃ ভানু আথাইয়া
241. বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
242. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উঃ ৭ ই এপ্রিল
243. পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় ?
উঃ কাইটিন
244. শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ?
উঃ ১৯২২
245. রামমোহন রায় কে ‘ভারত পথিক’ বলে কে সম্মান জানিয়েছেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
246. বাংলা গেজেট পএিকার সম্পাদক কে ?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের
247. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উঃ লালা লাজপত রায়
248. ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন ?
উঃ মাদাম কামা
249. নিখিল ভারত হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ?
উঃ অ্যানি বেসান্ত
250. বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name:"জিকের প্রশ্ন ও উত্তর"
File Format: PDF
No. of Pages:18
File Size:0.70MB
File Format: PDF
No. of Pages:18
File Size:0.70MB
No comments:
Post a Comment