Breaking




Monday, June 14, 2021

150 GK MCQ Questions and Answers PDF For WBP Constable Exam | জেনারেল নলেজ ২০২১ PDF

150 GK MCQ Questions and Answers PDF For WBP Constable Exam | জেনারেল নলেজ ২০২১ PDF

150 GK MCQ PDF For WBP Constable Exam
150 GK MCQ PDF For WBP Constable Exam
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে WBP Constable পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১৫০টি জিকের প্রশ্ন উত্তর শেয়ার করছি। আমরা আশা করছি এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।


জেনারেল নলেজ ২০২১ PDF

১. বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ?
ক) অ্যানিমোমিটার
খ) ব্যারোমিটার ☑
গ) অডিওমিটার
ঘ) অ্যাক্সিলারোমিটার

২. উত্তর 24 পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহর গুলির মধ্যে কোনটি ?
ক) আলিপুর
খ) বারাসাত ☑
গ) মেদিনীপুর
ঘ) হাওড়া

৩. কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয় টি কোন শহরে অবস্থিত ?
ক) রায়গঞ্জ ☑
খ) বালুরঘাট
গ) মালদা
ঘ) শিলিগুড়ি

৪. ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য ?
ক) উত্তর প্রদেশ
খ) হরিয়ানা ☑
গ) পশ্চিমবঙ্গ
ঘ) বিহার

৬. ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ?
ক) রিতা ফারিয়া
খ) সুস্মিতা সেন ☑
গ) সুচেতা পাল
ঘ) কিরন দেবী

৫. ভারতের সর্ব প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
ক) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) রাজেন্দ্র প্রসাদ
গ) চক্রবর্তী রাজা গোপালাচারী
ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ ☑

৮. আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী উক্তিটি কার ?
ক) আবুল কালাম আজাদ
খ) নেতাজি সুভাষচন্দ্র বসু
গ) অরবিন্দ ঘোষ ☑
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৭. ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে ?
ক) ওড়িশার বালাসরে ☑
খ) উত্তরপ্রদেশে লক্ষৌনতে
গ) পদুচেরিতে
ঘ) আমেদাবাদে

৯. নিম্নতম জলপ্রপাত গুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
ক) এঞ্জেল ফলস ☑
খ) তুগেলা জলপ্রপাত
গ) ধুয়াধার জলপ্রপাত
ঘ) হুড্রু জলপ্রপাত

১০. বর্তমানে NTPC— এর Chairman and Managing Director কে ?
ক) গুরুদেব সিং ☑
খ) অমিতাভ চৌধুরী
গ) অতনু কুমার দাস
ঘ) সন্দীপ বক্সি

১১. কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল ?
ক) ১৭৭৯ খ্রিঃ
খ) ১৭৭১ খ্রিঃ
গ) ১৭৭৭ খ্রিঃ
ঘ) ১৭৭৪ খ্রিঃ ☑

১২. ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত ?
ক) কলকাতা
খ) শিলিগুড়ি
গ) দেরাদুন ☑
ঘ) মুম্বাই

১৩. ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় ?
ক) ডিগবয় ☑
খ) হুগলি নদী
গ) রাজস্থান
ঘ) কন্যাকুমারী

১৪. ‘India Wins Freedom’— এই গ্রন্থটির রচয়িতা কে ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মৌলানা আবুল কালাম আজাদ ☑
গ) জহরলাল নেহেরু
ঘ) জন মিলটন

১৫. ‘পরশুরাম’— কার ছদ্মনাম ?
ক) অরুণ মিত্র
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) শীর্ষেন্দু মুখার্জি
ঘ) রাজ শেখর বসু ☑

১৬. World Health Day কবে পালন করা হয় ?
ক) ৭ই এপ্রিল ☑
খ) ৫ই মার্চ
গ) ১লা আগস্ট
ঘ) ৯ই নভেম্বর

১৭. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
ক) কোয়েম্বাটুর ☑
খ) কোচিন
গ) মানালি
ঘ) মহারাষ্ট্র

১৮. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?
ক) ১৮৭০ সালে
খ) ১৭৫০ সালে
গ) ১৭৬৪ সালে ☑
ঘ) ১৭৪০ সালে

১৯. হকির জাদুকর কাকে বলা হয় ?
ক) জয়ন্ত ঘোষাল
খ) ধ্যানচাঁদ ☑
গ) অশোক কুমার
ঘ) সুভাষ দত্ত

২০. প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
ক) ১৯৭৫ সালে ☑
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৪৩ সালে
ঘ) ১৯৬০ সালে
২১. রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ কত বছর ?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর ☑

২৩. Non-resident Day— কবে পালন করা হয় ?
ক) ৯ জানুয়ারী ☑
খ) ১২ জুলাই
গ) ২৭ সেপ্টেম্বর
ঘ) ২১ মে

২২. ‘‘সত্য ও অহিংসার ঈশ্বর’’— এই মহান উক্তিটি কার ?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) মহাত্মা গান্ধী ☑
ঘ) চৈতন্যদেব

২৪. ‘বিক্রম সারাভাই স্পেস সেন্টার’— কোথায় অবস্থিত ?
ক) অন্ধ্রপ্রদেশ
খ) গুজরাট
গ) তিরুবন্তপুরম ☑
ঘ) আমেদাবাদ

২৫. ‘মেঘের মিনার’— গ্রন্থটি কার লেখা ?
ক) আশুতোষ মুখোপাধ্যায় ☑
খ) অমিতাভ চৌধুরী
গ) প্রফুল্ল চন্দ্র লাহিড়ী
ঘ) ভবানী সেনগুপ্ত

২৬. অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) ফুটবল
খ) ব্যাডমিন্টন ☑
গ) দাবা
ঘ) বেসবল

২৭. ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ঢাকা হয় ?
ক) শচীন টেন্ডুলকার
খ) রোহিত শর্মা
গ) সৌরভ গঙ্গুলি
ঘ) মহেন্দ্র সিং ধোনি ☑

২৮. UNESCO — কবে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৫৬
খ) ১৯৪৩
গ) ১৯৪৫ ☑
ঘ) ১৯৪৭

২৯. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ?
ক) সুন্দরবন ☑
খ) গঙ্গা নদীর তীরে
গ) পদ্মা নদীর উপকূলে
ঘ) কোনটিই নয়

৩০. দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে ?
ক) কলোরাডো মালভূমি
খ) ছোটনাগপুর মালভূমি ☑
গ) তিব্বতের মালভূমি
ঘ) দাক্ষিণাত্য মালভূমি

৩১. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
ক) উত্তর প্রদেশ
খ) আমেদাবাদ
গ) হরিয়ানা
ঘ) মহারাষ্ট্র ☑

৩২. “ভারতের শেক্সপিয়ার”— কাকে বলা হয় ?
ক) স্বামী বিবেকানন্দ
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) কালিদাস ☑
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৩৩. পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায় ?
ক) গোরুমারা জাতীয় উদ্যান
খ) জলদাপাড়া জাতীয় উদ্যান ☑
গ) বক্সা জাতীয় উদ্যান
ঘ) উপরের কোনটি নয়

৩৪. Startup India প্রকল্প কত সালে চালু হয় ?
ক) ২০১৬ সালে ☑
খ) ২০১৮ সালে
গ) ২০১৪ সালে
ঘ) ২০১৯ সালে

৩৫. Google Cloud এর ভারতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
ক) বিক্রম সিং বেদি ☑
খ) অজয় রায়
গ) মৃন্ময় কুমার
ঘ) সুজয় চক্রবর্তী

৩৬. NABARD— কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৮৬ সালে
খ) ১৯৮২ সালে ☑
গ) ১৯৮০ সালে
ঘ) ১৯৬৭ সালে

৩৭. Jawaharlal Nehru Stadium — ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) কেরালা ☑
খ) চেন্নাই
গ) আমেদাবাদ
ঘ) মেঘালয়

৩৮. অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান ?
ক) ১৯৯২ সালে
খ) ১৯৯৮ সালে ☑
গ) ২০০১ সালে
ঘ) ২০০৪ সালে

৩৯. ‘Father of Indian Football’— কাকে বলা হয় ?
ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ☑
খ) কমল শেঠ
গ) জগন্নাথ দাস
ঘ) হিরণময় সরকার

৪০. নিচের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ফুল ?
ক) পদ্ম
খ) ল্যাভেন্ডার
গ) রাফলেশিয়া ☑
ঘ) কার্নেশন

৪১. ভারতে প্রথম টাঁকশালটি কত সালে স্থাপিত হয় ?
ক) ১৭০৩
খ) ১৮৫৪
গ) ১৭৫৯-৬০ ☑
ঘ) ১৭০৪

৪২. অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?
ক) প্রধানমন্ত্রী
খ) রাজ্যপাল
গ) শিক্ষা মন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি ☑

৪৩. রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন ?
ক) অর্থনীতি
খ) গণিত ☑
গ) পদার্থবিদ্যা
ঘ) রসায়নবিদ্যা

৪৪. নিচের কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) ডিব্রল ☑
খ) লং সার্ভ
গ) চেকমেট
ঘ) হিট উইকেট

৪৫. স্বপনবুড়ো কার ছদ্মনাম ?
ক) বিশ্বজিৎ লাহিড়ী
খ) স্বপন চৌধুরী
গ) রবীন্দ্রনাথ  ঠাকুর
ঘ) অখিল নিয়োগী ☑

৪৬. আলিপুরদুয়ার জেল কত সালে গঠিত হয় ?
ক) ২০১৪ সালের ২৫ শে জুন ☑
খ) ২০১৩ সালের ২২ শে জুন
গ) ২০১৭ সালের ২১ শে জুন
ঘ) ২০১২ সালের ২০ শে জুন

৪৭. কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় ?
ক) ১৯৩০ সালে
খ) ১৯৬৩ সালে ☑
গ) ১৯৩৩ সালে
ঘ) ১৯৮৬ সালে

৪৮. পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে ?
ক) ধর্মপাল
খ) কুমার পাল
গ) রামপাল ☑
ঘ) গোপাল

৪৯. ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতিটি কয় বছরের জন্য কার্যকর হতে চলেছে ?
ক) ৫ বছর ☑
খ) ৬ বছর
গ) ৪ বছর
ঘ) ৩ বছর

৫০. ‘দেওধর ট্রফি’— কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) দাবা
খ) ক্রিকেট ☑
গ) হকি
ঘ) ফুটবল

৫১. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় ?
ক) সতীশ মুখোপাধ্যায়
খ) ডঃ বিধান চন্দ্র রায় ☑
গ) জগদীশচন্দ্র বসু
ঘ) বুদ্ধদেব ভট্টাচার্য

৫২. ‘Atal Pension Yojana’— কত সালে আরম্ভ হয় ?
ক) ২০১৭
খ) ২০১৮
গ) ২০১৯
ঘ) ২০১৫ ☑

৫৩. National Youth Day কবে পালন করা হয় ?
ক) ১০ শে ফেব্রুয়ারি
খ) ১২ ই জানুয়ারি ☑
গ) ২৩ শে ফেব্রুয়ারি
ঘ) ২৮ শে ডিসেম্বর

৫৪. রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয় ?
ক) ১৭৭১ খ্রিঃ
খ) ১৭৭২ খ্রিঃ
গ) ১৭৭৩ খ্রিঃ ☑
ঘ) ১৭১৭ খ্রিঃ

৫৫. স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
ক) ভিটামিন K
খ) ভিটামিন B6
গ) ভিটামিন D
ঘ) ভিটামিন C ☑

৫৬. তারা মাছের গমন অঙ্গের নাম কি ?
ক) নালিপদ ☑
খ) ডানা
গ) লিপিং
ঘ) হন্টর
৫৭. Rainbow Nation নামে পরিচিত কোন দেশ ?
ক) ইংল্যান্ড
খ) ভুটান
গ) পাকিস্তান
ঘ) দক্ষিণ আফ্রিকা ☑

৫৮. Guwahati হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন ?
ক) অরিজিত পান্ডে
খ) সুধাংশু ধুলিয়া ☑
গ) অভিষেক চক্রবর্তী
ঘ) রিমা সেন

৫৯. Green Park International Stadium কোথায় অবস্থিত ?
ক) কানপুর ☑
খ) দিল্লি
গ) জামশেদপুর
ঘ) চেন্নাই

৬০. ‘আর্যভট্ট’ উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয় ?
ক) ১৯৭০
খ) ১৯৭৫ ☑
গ) ১৯৮০
ঘ) ১৯৭৩
৬১. সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯২৭ ☑
খ) ১৯২৪
গ) ১৯২১
ঘ) ১৯৪৩

৬২. ভারতের কেন্দ্রীয় পাঠ গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত ?
ক) মেঘালয়
খ) দিল্লি
গ) ঝাড়খন্ড  
ঘ) পশ্চিমবঙ্গ  ☑

৬৩. নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয় ?
ক) বাড়িঘর
খ) অরণ্য ☑
গ) পশুপাখি
ঘ) নদ-নদী

৬৪. কোন বায়ুকে ‘বাণিজ্য বায়ু’— বলা হয় ?
ক) আয়ন বায়ু ☑
খ) মৌসুমী বায়ু
গ) নিয়ন বায়ু
ঘ) উপরের কোনটি নয়

৬৫. Asian Development Bank— এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) শ্রীলংকা
ঘ) ফিলিপিন্স ☑

৬৬. সম্প্রতি কোথাকার গুচি মাশরুম GI ট্যাগ পেয়েছে ?
ক) হায়দ্রাবাদ
খ) জম্মু-কাশ্মীর ☑
গ) দার্জিলিং
ঘ) উত্তরাখণ্ড

৬৭. নিচের কোনটিকে ‘সুইসাইডাল ব্যাগ’ বলা হয় ?
ক) রাইবোজোম
খ) লাইসোজোম ☑
গ) সেন্ট্রোজোম
ঘ) গলগি বডি

৬৮. দাবা খেলার উৎপওি কোথায় হয় ?
ক) ব্রিটেন
খ) রাশিয়া
গ) ইউরোপ
ঘ) ভারত ☑

৬৯. মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন ?
ক) রাজা রামমোহন রায়
খ) ওয়ারেন হেস্টিংস
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড লিটন ☑

৭০. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) ক্রিকেট
খ) দাবা
গ) ব্যাডমিন্টন ☑
ঘ) বাস্কেটবল

৭১. মুসলিম লীগ কত সালে গঠিত হয় ?
ক) ১৯০৬ ☑
খ) ১৯০৫
গ) ১৯০৩
ঘ) ১৯০১

৭২. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
ক) দামোদর
খ) হুগলি ☑
গ) গঙ্গা
ঘ) ব্রহ্মপুত্র

৭৩. X— রশ্মি কে আবিষ্কার করেন ?
ক) থমসন
খ) আলেকজান্ডার কুক
গ) রন্টজেন ☑
ঘ) টমাস এডিসন

৭৪. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে থাকেন ?
ক) প্রধানমন্ত্রী
খ) উপরাষ্ট্রপতি ☑
গ) প্রথম বিচারপতি
ঘ) লোকসভার স্পিকারের কাছে

৭৫. কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয় ?
ক) হরিয়ানা
খ) পাঞ্জাব ☑
গ) রাজস্থান
ঘ) পশ্চিমবঙ্গ

৭৬. Australian Open কত সালে আরম্ভ হয় ?
ক) ১৯০৫ ☑
খ) ১৯০৬
গ) ১৯০৭
ঘ) ১৯০৮

৭৭. কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় ?
ক) ১৯৬২
খ) ১৯৬৮
গ) ১৯৬১ ☑
ঘ) ১৯৭৪

৭৮. সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
ক) আলু
খ) তুলা
গ) সার
ঘ) পাট ☑

৭৯. ডান্ডি পদযাত্রা কবে শুরু হয় ?
ক) ১৯২৩
খ) ১৯৩০ ☑
গ) ১৯৪৩
ঘ) ১৯৪৬

৮০. ২০২০ সালে কোন ভারতীয় ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে ?
ক) রোহিত শর্মা ☑
খ) মহেন্দ্র সিং ধোনি
গ) বিরাট কোহলি
ঘ) যুবরাজ সিং

৮১."টেনিদা" চরিত্রের স্রষ্টা কে?
ক) নারায়ন গঙ্গোপাধ্যায় ☑
খ) প্রেমেন্দ্র মিত্র
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রাজশেখর বসু

৮২. Akhil Kumar নিচের কোন খেলার সাথে যুক্ত?
ক) দাবা
খ) ব্যাডমিন্টন
গ) ফুটবল
ঘ) বক্সিং ☑

৮৩. অস্কার পুরস্কার কত সালে দেওয়া হয়?
ক) 1950
খ) 1930
গ) 1929 ☑
ঘ) 1996

৮৪. বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি?
ক) হামিংবার্ড ☑
খ) ঈগল
গ) ময়ূর   
ঘ) কাঞ্জি

৮৫.  International Monetary fund এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) প্যারিস
খ) ওয়াশিংটন ☑
গ) নিউইয়র্ক  
ঘ) রোম
৮৬. "The History of British India"বইটির লেখক কে?
ক) জেমস মিল ☑
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) রাজা রামমোহন রায়

৮৭. ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল?
ক) 1940
খ) 1941
গ) 1942 ☑
ঘ) 1936

৮৮. ISRO কত সালেChandrayaan–1 লঞ্চ করে?
ক) 2008 ☑
খ) 2005  
গ) 2010  
ঘ) 2009

৮৯. এ বছর কত জন পদ্ম পুরষ্কার(২০২১) পেয়েছেন?
ক) ১১৯ ☑
খ) ১২০
গ) ১৩২
ঘ) ১৭৪

৯০. চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
ক) টেবিল টেনিস
খ) খো খো ☑
গ) ব্যাডমিন্টন
ঘ) হকি

৯১. World Theatre Day কবে পালন করা হয় ?
ক) 7 এপ্রিল
খ) 27 মার্চ ☑
গ) 21 মে
ঘ) 29 জুলাই

৯২. Golden Girl— এটি কার আত্মজীবনী ?
ক) মেরি কম
খ) পি টি ঊষা ☑
গ) সুষমা স্বরাজ
ঘ) ইন্দিরা গান্ধী

৯৩. সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি ছিল ?
ক) শরৎচন্দ্র বসু
খ) জানকীনাথ বসু ☑
গ) হরিদয়াল বসু
ঘ) জিতেন্দ্র নাথ বসু

৯৪. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
ক) সুইজারল্যান্ড
খ) সুইডেন
গ) ব্রিটেন ☑
ঘ) রাশিয়া

৯৫. পান্না হীরক খনি কোথায় অবস্থিত ?
ক) উওরপ্রদেশ
খ) মধ্য্প্রদেশ ☑
গ) কর্নাটক
ঘ) পশ্চিমবঙ্গ

৯৬. ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় ?
ক) বেঙ্গালুরু ☑
খ) কলকাতা
গ) দিল্লি
ঘ) হরিয়ানা

৯৭. ২০২০ তে কত তম Infantry Day পালন করা হয় ?
ক) ৭৯ তম
খ) ৬৯ তম
গ) ৬৭ তম
ঘ) ৭৪ তম ☑

৯৮. সংবিধান সভার অধিবেশন কবে হয় ?
ক) ৬ ডিসেম্বর ১৯৪৬ সালে ☑
খ) ১৫ জানুয়ারী ১৯৪৯ সালে
গ) ১১ নভেম্বর ১৯৩৪ সালে
ঘ) ১৯ মে ১৯৫৬ সালে

৯৯. হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন ?
ক) সমুদ্রগুপ্ত
খ) হর্ষবর্ধন ☑
গ) অশোক
ঘ) প্রথম কুলোতুঙ্গ

১০০. কালো গান্ধী কাকে বলা হয় ?
ক) মহাত্মা গান্ধী
খ) নেলসন ম্যান্ডেলা ☑
গ) সি ডব্ল কার্নাইল
ঘ) কাউকে নয়

১০১. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় ?
ক) সুন্দরবন ☑
খ) মহা নদীর মোহনা
গ) ভিতরকণিকা
ঘ) কোনোটিই নয়

১০২. ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় ?
ক) কাইনিন ☑
খ) Oestrogen
গ) Thymosin
ঘ) FSH

১০৩. বিদ্যাসাগর কত সালে “সিআইই”— উপাধি পান ?
ক) ১৮৮০ সালে ☑
খ) ১৮৭৮ সালে
গ) ১৮৬৭ সালে
ঘ) ১৮৮৯ সালে

১০৪. ভগৎ সিং কত সালে মারা যান ?
ক) ১৯৩১ সালে ☑
খ) ১৯৩২ সালে
গ) ১৯৩৩ সালে
ঘ) ১৯৩৪ সালে

১০৫. মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি ☑
খ) আরবি
গ) উর্দু
ঘ) বাংলা

১০৬. পেশোয়া পদের বিলোপ সাধন করেন ?
ক) লর্ড হেস্টিংস ☑
খ) দ্বিতীয় বাজিরাও
গ) মাধব রাও
ঘ) এদের কেউই নন

১০৭. লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় ?
ক) বীরভূম
খ) কৃষাণ ঘাট
গ) লাহোর
ঘ) বিজয় ঘাট ☑

১০৮. আলজেরিয়ার প্রধান ভাষা কি ?
ক) আরবি ☑
খ) ইসলামিক
গ) বাংলা
ঘ) ইংরেজি

১০৯. মার্টিন লুথার কিং কত সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ?
ক) ১৯৪৬ সালে
খ) ১৯৬৪ সালে ☑
গ) ১৯২৯ সালে
ঘ)  ১৯০৩ সালে

১১০. সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম ?
ক) ফড়িং
খ) চিংড়ি ☑
গ) তাঁরা মাছ
ঘ) এগুলির কোনোটিই নয়

১১১. ইরাকের জাতীয় খেলা কোনটি ?
ক) রেলসিং
খ) ফুটবল ☑
গ) বাস্কেটবল
ঘ) টেনিস

১১২. সম্রাট অশোকের শাসন কালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
ক) গোয়া
খ) আমেদাবাদ
গ) পাটলিপুত্র ☑
ঘ) মুম্বাই

১১৩. ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
ক) মৃদঙ্গ
খ) পিয়ানো
ঘ) সরোদ ☑
ঘ) সন্তর
১১৪. নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে ?
ক) নীলগিরি
খ) অমরকন্টক ☑
গ) আরাবল্লী
ঘ) কোনোটিই নয়

১১৫. কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয় ?
ক) ১৬ ই আগস্ট ☑
খ) ১৬ ই জুলাই
গ) ১৬ ই নভেম্বর
ঘ) ১৬ মার্চ

১১৬. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
ক) বন্দিপুর জাতীয় উদ্যান
খ) মরুভূমি জাতীয় উদ্যান
গ) কুদ্রেমুখ জাতীয় উদ্যান
ঘ) জিম করবেট জাতীয় উদ্যান ☑

১১৭. লেফটেনান্ট গভর্নর রয়েছে __?
ক) উত্তরপ্রদেশে
খ) উত্তরাখণ্ডে
গ) কেন্দ্রশাসিত অঞ্চলে ☑
ঘ) আদালতে

১১৮. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় ?
ক) ইরাক
খ) পাকিস্তান
গ) রাশিয়া
ঘ) শিকাগো ☑

১১৯. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?
ক) রাজা রামমোহন রায়
খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ☑
গ) মহাত্মা গান্ধী
ঘ) বিজয় সেন

১২০. দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৭৮৪ সালে ☑
খ) ১৭৮৫ সালে
গ) ১৭৮৬ সালে
ঘ) ১৭৮৭ সালে

১২১. ‘World Philosophy Day’— কবে পালন করা হয় ?
ক) ১৯শে ডিসেম্বর
খ) ১৯শে নভেম্বর ☑
গ) ১৯শে মার্চ
ঘ) ১৯শে ফেব্রুয়ারি

১২২. ‘World's Best City 2021’— এর তালিকায় দিল্লি কত তম স্থানে রয়েছে ?
ক) ৬০
খ) ৬১
গ) ৬২ ☑
ঘ) ৬৩

১২৩. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
ক) ভিটামিন এ ☑
খ) ভিটামিন বি
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি

১২৪. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ?
ক) লাল
খ) বেগুনি ☑
গ) সাদা
ঘ) হলুদ

১২৫. A Writers People— লিখেছেন ?
ক) বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল ☑
খ) ম্যাক্সমুলার
গ)  সুভাষচন্দ্র বসু
ঘ) চার্লস ব্যাবেজ
১২৬. আধুনিক চীনের জনক কাকে বলা হয় ?
ক) মাও সেতুং
খ) সান ইয়াৎ সেন ☑
গ) শি জিনপিং
ঘ) এদের কেউই নন

১২৭. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
ক) কর্ণাটক ☑
খ) ত্রিপুরা
গ) মধ্যপ্রদেশ
ঘ) উড়িষ্যা

১২৮. বাতাস কোন ধরনের পদার্থ ?
ক) মৌলিক
খ) যৌগিক
গ) মিশ্র ☑
ঘ) কোনটি নয়

১২৯. উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি ?
ক) পাইরোমিটার ☑
খ) পাইরানোমিটার
গ) সাইক্রোমিটার
ঘ) মাল্টিমিটার

১৩০. বিশাখাপত্তনম বন্দর টি কোথায় অবস্থিত ?
ক) কর্ণাটক
খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
গ) পশ্চিমবঙ্গ
ঘ) অন্ধ্রপ্রদেশ ☑

১৩১. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘তাসের দেশ’ নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন ?
ক) মহাত্মা গান্ধী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) নেতাজি সুভাষচন্দ্র বসু ☑
ঘ) জীবনানন্দ দাশ

১৩২. কাহনা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
ক) মধ্যপ্রদেশ ☑
খ) পশ্চিমবঙ্গ
গ) উত্তরাখান্ড
ঘ) উত্তর প্রদেশ

১৩৩. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ক) বিদ্যাসাগর
খ) ঈশ্বর গুপ্ত
গ) স্বামী দয়ানন্দ সরস্বতী ☑
ঘ) অনুপম দাস

১৩৪. ‘মনসব’ কথার অর্থ কি ?
ক) স্থান
খ) পদমর্যাদা ☑
গ) সেনাপতি
ঘ) সময়

১৩৫. ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন ?
ক) ফ্লেমিং
খ) ড্যানিয়েল গাব্রিয়েল ☑
গ) কুক
গ) আন্দ্রে সেলসিয়াস

১৩৬. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ ☑
খ) জওহরলাল নেহেরু
গ) লাল বাহাদুর শাস্ত্রী
ঘ) অখিল কুমার

১৩৭. NTPC— কত সালে স্থাপিত হয় ?
ক) ১৯৭০
খ) ১৯৪৯
গ) ১৯৭৫ ☑
ঘ) ১৯৮০

১৩৮. Sardar Vallabhbhai Patel International Airport কোথায় অবস্থিত ?
ক) মুম্বাই
খ) দিল্লি
গ) হায়দ্রাবাদ
ঘ) আমেদাবাদ ☑

১৩৯. ‘জাতীয় আইন দিবস’ হিসেবে পরিচিত কোন দিনটি ?
ক) ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ☑
খ) ১৯৪৭ সালের ২২ নভেম্বর
গ) ১৯৪৩ সালের ২৬ নভেম্বর
ঘ) ১৯৪৮ সালের ২১ নভেম্বর

১৪০. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
ক) নরেন গোসাই
খ) খান আবদুল গফফর খান ☑
গ) আবুল কালাম
ঘ) জয়প্রকাশ নারায়ন

১৪১. আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি ?
ক) সম্বর
খ) বৈকাল
গ) কাস্পিয়ান সাগর ☑
ঘ) চিল্কা
১৪২. হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত ?
ক) রাহুল দ্রাবিড়
খ) কপিল দেব ☑
গ) আকাশ চোপড়া
ঘ) সুরেশ রায়না

১৪৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কি ?
ক) কমলাকান্ত ☑
খ) মৌমাছি
গ) ভোরের পাখি
ঘ) বনফুল

১৪৪. ভারতের তোতাপাখি কাকে বলা হয় ?
ক) যতীন দাসকে
খ) আমির খসরুকে ☑
গ) আবুল ফজলকে
ঘ) হরি সেনকে

১৪৫. ‘বৃহৎসংহিতা’ গ্রন্থটির রচয়িতা কে ?
ক) বিনা কুমার
খ) বরাহমিহির ☑
গ) বিশাখা দত্ত
ঘ) ভবানী সিংহ

১৪৬. দুদুমিয়া কে ছিলেন ?
ক) ফরাজি আন্দোলনের নেতা ☑
খ) চিপকো আন্দোলনের নেতা
গ) কোল বিদ্রোহের নেতা
ঘ) সিপাহী বিদ্রোহের নেতা

১৪৭. মরু অঞ্চলের উদ্ভিদের কি বলা হয় ?
ক) মেসোফাইট
খ) জেরোফাইট ☑
গ) আইসো ফাইট
ঘ) লেকট্রোফাইট

১৪৮. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) বাংলাদেশের ঢাকা
খ) ভারতের আমেদাবাদ
গ) নেপালের কাঠমান্ডু ☑
ঘ) ভূটানের থিম্পু

১৪৯. ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কত সালে ?
ক) ৯ ডিসেম্বর ১৯৪৬ সালে ☑
খ) ১০ ডিসেম্বর ১৯৪৬ সালে
গ) ২৩ ডিসেম্বর ১৯৪৬ সালে
ঘ) ২৬ ডিসেম্বর ১৯৪৬ সালে

১৫০. ‘জাতীয় পর্যটন দিবস’ কবে পালন করা হয় ?
ক) ২৫ শে জানুয়ারি ☑
খ) ২৯ শে জানুয়ারি
গ) ২৩ শে জানুয়ারি
ঘ) ২১ শে জানুয়ারি

পিডিএফ এর লিঙ্ক নিচে রয়েছে
File Details:
File Name: GK PDF For WBP Constable Exam
File Format: PDF
No. of Pages:19
File Size:0.90MB

2 comments: