Breaking




Sunday, September 13, 2020

Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam | 100 General Knowledge PDF in Bengali

Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam | 100 General Knowledge PDF in Bengali

Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam
Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam
নমস্কার বন্ধুরা, আজকে WB Forest Bana Sahayak পদে নিয়োগের প্রস্তুতির জন্য Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam পিডিএফ টি সম্পূর্ন ফ্রীতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পিডিএফ টিতে তোমরা ১০০ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর পেয়ে যাবে, যা তোমাদের WB Forest Bana Sahayak পদের মৌখিক পরীক্ষার জন্য ভীষণ ভাবে সাহায্য করবে।

বন সহায়ক পদে নিয়োগ পদ্ধতি:- অফিশিয়াল নোটিশ অনুযায়ী এই পদে নিয়োগের জন্য কোনরূপ লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই বা প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ে যে বিষয় গুলো রয়েছে সেগুলি হল:-
বাংলা পড়ার ক্ষমতাঃ ৩০ নম্বর।
বাংলা লেখার ক্ষমতাঃ ৩০ নম্বর।
ইংরেজি বা হিন্দি পড়ার ক্ষমতাঃ ১০ নম্বর।
সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষাঃ ২০ নম্বর।
বনজ কাজের জন্য ব্যক্তিত্বের ফিটনেসঃ ১০ নম্বর।
মোটঃ ১০০ নম্বর।
বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকছে। আমরা আশা করছি এই ২০ নম্বরের প্রস্তুতির ক্ষেত্রে এই পিডিএফ তোমাদের ভীষণ ভাবে সাহায্য করবে‌।
সুতরাং আমার সময় নষ্ট না করে Bengali GK Questions and Answers PDF টি ডাউনলোড করে নাও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।

➤ কিছু নমুনা প্রশ্ন:-
১. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
উঃ মাছরাঙ্গা।
২. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উঃ ভুটান।
৩. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ?
উঃ ২৩ টি।
৪. দামোদর নদকে আগে কি বলা হত ?
উঃ বাংলার দুঃখ।
৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?
উঃ গঙ্গা বদ্বীপ সমভূমি।
৬. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ?
উঃ মালদা জেলায়।
৭. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?
উঃ তাঁত শিল্প।
৮. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
উঃ আমেদাবাদ।
৯. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উঃ পশ্চিমবঙ্গের বিষড়ায়।
১০. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?
উঃ রানীগঞ্জে।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ?
উঃ জলপাইগুড়ি।
১২. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
উঃ ২২শে এপ্রিল.
১৪. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উঃ ৫ জুন।
১৫. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?
উঃ ৫৩৭ টি।
১৬. বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উঃ ৯৭ টি।
১৭. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অসমে।
১৮. ‘Indian Tiger project’— কবে চালু হয় ?
উঃ ১৯৭৩ সালে।
১৯. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উঃ ২১ শে মার্চ।
২০. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উঃ ৬ টি।
২১. সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
২২. গোরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
২৩. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ?
উঃ ১৫ টি।
২৪. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
২৫. বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৮০ সালে।
২৬. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?
উঃ ১৮৭৫ সালে।
২৭. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ?
উঃ ১৮৯২ সালে।
২৮. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি ?
উঃ পশ্চিমবঙ্গের মালভূমি।
২৯. কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় ?
উঃ ১৯৭৯ সালে।
৩০. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
৩১. দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি ?
ক) গন্ধেশ্বরী নদী।
৩২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?
উঃ বাংলা।
৩৩. পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?
উঃ ছাতিম।
৩৪. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?
উঃ মেছো বিড়াল।
৩৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উঃ কলকাতা।
৩৬. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?
উঃ বঙ্গোপসাগর।
৩৭. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?
উঃ ১৯৮৭ সালে।
৩৮. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?
উঃ ১৫ মে।
৩৯. ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে ?
উঃ ২০০২ সালে।
৪০. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গ।
নিচের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ PDF টি ডাউনলোড করে নিন
File Details:
File Name: Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam
File Format: PDF
No. of Pages:5
File Size:880 KB
Click Here to Download

No comments:

Post a Comment