Breaking




Friday, September 18, 2020

বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট-Bengali Pedagogy Practice Set Part-1

বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট-Bengali Pedagogy Practice Set Part-1

বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট-Bengali Pedagogy Practice Set Part-1
বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট
নমস্কার বন্ধুরা আজকে Primary TET পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট -  Bengali Pedagogy Practice Set Part-1 শেয়ার করছি। মোট ২০টি প্রশ্ন নিয়ে এই প্র্যাক্টিস সেট টি তৈরী করা হয়েছে। এই প্রাক্টিস সেট গুলো প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের আরও একধাপ এগিয়ে রাখবে। সুতরাং আর দেরি না করে নিচে প্র্যাক্টিস সেট টি দেখে নাও বা পিডিএফ ডাউনলোড করে নাও।

বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট:-

১. বানান সংশোধনের অন্যতম উপায় হলো ___?
ক) নিয়মিত সাহিত্য পাঠ
খ) ছন্দ
গ) গান গাওয়া
ঘ) জোরে পড়া
২. মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে একটি দৃশ্য শ্রাব্য মাধ্যম হল __?
ক) গ্রামোফোন
খ) টেলিভিশন
গ) চার্ট
ঘ) রেডিও
৩. ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করার কথা কোন কমিশন বলেছেন ?
ক) স্বামীনাথন কমিশন
খ) রাধাকৃষ্ণন কমিশন
গ) কোঠারি কমিশন
ঘ) কেলকার কমিশন
৪. শিক্ষার ক্ষেত্রে ইংরেজীর দ্বিতীয় ভাষা হিসেবে ভূমিকা রয়েছে মুখ্যত ?
ক) চিন্তা
খ) চাকরি
গ) সাহিত্য
ঘ) যোগাযোগ
৫. মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের উদ্দেশ্য —?
ক) উচ্চারণ
খ) অভিনয়
গ) মূর্ত বিষয় থেকে বিমুর্ত বিষয়ে যাওয়ার নীতি
ঘ) লেখাপড়া
৬. শ্রেণী পঠনের ব্যবস্থাকে সার্থক করে তুলতে হলে চাই __?
ক) শিক্ষকের বন্ধুত্বের মতো ভূমিকা
খ) শিক্ষার্থীদের উপযোগী পাঠক্রম
গ) (ক) এবং (খ) দুটোই
ঘ) কোনটিই নয়
৭. বর্তমান শিক্ষাব্যবস্থায় কেমন ?
ক) মনস্তাত্ত্বিক
খ) বৈষয়িক
গ) প্রাতিষ্ঠানিক
ঘ) বৈপ্লবিক
৮. মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য কি ?
ক) কথা বলা
খ) ব্যবসা বাণিজ্য
গ) সরকারি চাকরি
ঘ) সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ
৯. মাতৃভাষা হল _?
ক) কথ্য ভাষা
খ) চিন্তার ভাষা
গ) সহজ ভাষায়
ঘ) মানুষের মনের ভাষা
১০. মাতৃভাষা পাঠ __?
ক) দুঃখ দেয়
খ) আনন্দ দেয়
গ) পরশ্রীকাতর করে
ঘ) উদাসীন করে
১১. ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হল __?
ক) মাতৃভাষা
খ) পরিভাষা
গ) ইংরেজি
ঘ) বিদেশি
১২. Spelling drill - কী ?
ক) মুখস্ত কর
খ) শব্দ নির্বাচন
গ) শব্দ শুদ্ধিকরণ
ঘ) অক্ষর পরিবর্তনের মাধ্যমে শব্দের রূপান্তর ঘটানো
১৩. বানান শেখানোর একটি মাধ্যম কি ?
ক) রেডিও
খ) ক্যামেরা
গ) ব্ল্যাকবোর্ড
ঘ) জিভ
১৪. যুক্তাক্ষর এর গঠন ও উচ্চারণ শিক্ষার্থীদের শেখা দরকার _?
ক) বক্তৃতা দেওয়ার জন্য
খ) বানান শেখানোর জন্য
গ) পরীক্ষার উত্তর লেখার জন্য
ঘ) মুখস্ত করার জন্য
১৫. প্রথম প্রাথমিক স্তরে একটি শিশু আগ কি শিখবে ?
ক) কবিতা
খ) অক্ষর
গ) বর্ণ
ঘ) ভাষা
১৬. প্রাক প্রাথমিক স্তরে একটি শিশুকে কি শেখানো উচিত ?
ক) শৃংখলাবদ্ধ করে
খ) ভালোবেসে
গ) খেলার মাধ্যমে
ঘ) প্রহার করে
১৭. প্রাক প্রাথমিক স্তরে একটি শিশুর বয়স কত হবে ?
ক) দুই থেকে পাঁচ বছর
খ) আড়াই বছর
গ) তিন বছর
ঘ) চার বছর
১৮. ভাষা শিক্ষার প্রথম স্তর কোনটি ?
ক) প্রথমিক পর্ব
খ) নিম্ন-মাধ্যমিক পর্ব
গ) প্রাক-প্রাথমিক পর্ব
ঘ) মাধ্যমিক পর্ব
১৯. প্রাথমিক স্তরে একটি শিশুর বয়স কত হবে ?
ক) পাঁচ বছর
খ) ছয় বছর
গ) ছয় থেকে দশ বছর
ঘ) নয় বছর
২০. পঞ্চম শ্রেণীর একটা ছাত্র কোন পর্বে পরে ?
ক) প্রাথমিক পর্ব
খ) মাধ্যমিক পর্ব
গ) নিম্ন-মাধ্যমিক পর্ব
ঘ) প্রাক মাধ্যমিক পর্ব

File Details:
File Name: Bengali Pedagogy Practice Set Part-1
File Format: PDF
No. of Pages:2
File Size:838 KB
Click Here to Download

1 comment: