বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট-Bengali Pedagogy Practice Set Part-1
বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট |
বাংলা পেডাগোজী প্রাক্টিস সেট:-
১. বানান সংশোধনের অন্যতম উপায় হলো ___?
ক) নিয়মিত সাহিত্য পাঠ ☑
খ) ছন্দ
গ) গান গাওয়া
ঘ) জোরে পড়া
২. মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে একটি দৃশ্য শ্রাব্য মাধ্যম হল __?
ক) গ্রামোফোন
খ) টেলিভিশন ☑
গ) চার্ট
ঘ) রেডিও
৩. ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করার কথা কোন কমিশন বলেছেন ?
ক) স্বামীনাথন কমিশন
খ) রাধাকৃষ্ণন কমিশন ☑
গ) কোঠারি কমিশন
ঘ) কেলকার কমিশন
৪. শিক্ষার ক্ষেত্রে ইংরেজীর দ্বিতীয় ভাষা হিসেবে ভূমিকা রয়েছে মুখ্যত ?
ক) চিন্তা
খ) চাকরি
গ) সাহিত্য
ঘ) যোগাযোগ ☑
৫. মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানের উদ্দেশ্য —?
ক) উচ্চারণ
খ) অভিনয়
গ) মূর্ত বিষয় থেকে বিমুর্ত বিষয়ে যাওয়ার নীতি ☑
ঘ) লেখাপড়া
৬. শ্রেণী পঠনের ব্যবস্থাকে সার্থক করে তুলতে হলে চাই __?
ক) শিক্ষকের বন্ধুত্বের মতো ভূমিকা
খ) শিক্ষার্থীদের উপযোগী পাঠক্রম
গ) (ক) এবং (খ) দুটোই ☑
ঘ) কোনটিই নয়
৭. বর্তমান শিক্ষাব্যবস্থায় কেমন ?
ক) মনস্তাত্ত্বিক ☑
খ) বৈষয়িক
গ) প্রাতিষ্ঠানিক
ঘ) বৈপ্লবিক
৮. মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য কি ?
ক) কথা বলা
খ) ব্যবসা বাণিজ্য
গ) সরকারি চাকরি
ঘ) সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ ☑
৯. মাতৃভাষা হল _?
ক) কথ্য ভাষা
খ) চিন্তার ভাষা
গ) সহজ ভাষায়
ঘ) মানুষের মনের ভাষা ☑
১০. মাতৃভাষা পাঠ __?
ক) দুঃখ দেয়
খ) আনন্দ দেয় ☑
গ) পরশ্রীকাতর করে
ঘ) উদাসীন করে
১১. ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হল __?
ক) মাতৃভাষা ☑
খ) পরিভাষা
গ) ইংরেজি
ঘ) বিদেশি
১২. Spelling drill - কী ?
ক) মুখস্ত কর
খ) শব্দ নির্বাচন
গ) শব্দ শুদ্ধিকরণ
ঘ) অক্ষর পরিবর্তনের মাধ্যমে শব্দের রূপান্তর ঘটানো ☑
১৩. বানান শেখানোর একটি মাধ্যম কি ?
ক) রেডিও
খ) ক্যামেরা
গ) ব্ল্যাকবোর্ড ☑
ঘ) জিভ
১৪. যুক্তাক্ষর এর গঠন ও উচ্চারণ শিক্ষার্থীদের শেখা দরকার _?
ক) বক্তৃতা দেওয়ার জন্য
খ) বানান শেখানোর জন্য ☑
গ) পরীক্ষার উত্তর লেখার জন্য
ঘ) মুখস্ত করার জন্য
১৫. প্রথম প্রাথমিক স্তরে একটি শিশু আগ কি শিখবে ?
ক) কবিতা
খ) অক্ষর
গ) বর্ণ
ঘ) ভাষা ☑
১৬. প্রাক প্রাথমিক স্তরে একটি শিশুকে কি শেখানো উচিত ?
ক) শৃংখলাবদ্ধ করে
খ) ভালোবেসে
গ) খেলার মাধ্যমে ☑
ঘ) প্রহার করে
১৭. প্রাক প্রাথমিক স্তরে একটি শিশুর বয়স কত হবে ?
ক) দুই থেকে পাঁচ বছর ☑
খ) আড়াই বছর
গ) তিন বছর
ঘ) চার বছর
১৮. ভাষা শিক্ষার প্রথম স্তর কোনটি ?
ক) প্রথমিক পর্ব
খ) নিম্ন-মাধ্যমিক পর্ব
গ) প্রাক-প্রাথমিক পর্ব ☑
ঘ) মাধ্যমিক পর্ব
১৯. প্রাথমিক স্তরে একটি শিশুর বয়স কত হবে ?
ক) পাঁচ বছর
খ) ছয় বছর
গ) ছয় থেকে দশ বছর ☑
ঘ) নয় বছর
২০. পঞ্চম শ্রেণীর একটা ছাত্র কোন পর্বে পরে ?
ক) প্রাথমিক পর্ব ☑
খ) মাধ্যমিক পর্ব
গ) নিম্ন-মাধ্যমিক পর্ব
ঘ) প্রাক মাধ্যমিক পর্ব
File Details:
File Name: Bengali Pedagogy Practice Set Part-1
File Format: PDF
No. of Pages:2
File Size:838 KB
Click Here to Download
Please sir joined this group
ReplyDelete