Breaking




Saturday, October 3, 2020

100 Important General Science Question Answers in Bengali | general science questions and answers in Bengali | Science Gk in Bengali (সাধারণ বিজ্ঞান MCQ)

100 Important General Science Question Answers in Bengali | general science questions and answers in Bengali | Science Gk in Bengali (সাধারণ বিজ্ঞান MCQ)

100 Important General Science Question Answers in Bengali | general science questions and answers in Bengali | Science Gk in Bengali (সাধারণ বিজ্ঞান MCQ)
Science Gk in Bengali (সাধারণ বিজ্ঞান MCQ)
নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে 100 Important General Science Question Answers in Bengali PDF. আগত বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর গুলো তোমাদের ভীষণ ভাবে সাহায্য করতে চলেছে।

১. চোখের জলে কোন উৎসেচক থাকে ?
উঃ লাইসোজাইম।
২. পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
উঃ ৯ টি।
৩. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
উঃ সোডা ওয়াটার।
৪. IVF— এর পুরো অর্থ কী ?
উঃ In Vitro fertilization।
৫. “The Origin Of life On Earth''— বইটি কার লেখা ?
উঃ ওপারিন।
৬. আঙ্গুরে কোন এসিড থাকে ?
উঃ টারটারিক, ম্যালিক এসিড।
৭. ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উঃ রোজেন।
৮. সবচেয়ে হালকা মৌলের নাম কী ?
উঃ হাইড্রোজেন।
৯. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?
উঃ ইউরেনিয়াম।
১০. বায়ুকে কী পদার্থ বলা হয় ?
উঃ মিশ্র পদার্থ।
১১. লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন থাকে ?
উঃ ১২০ দিন।
১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উঃ অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়।
১৩. পিতল কিসের মিশ্রণ ?
উঃ তামা ও দস্তা।
১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?
উঃ জন ডাল্টন।
১৫. ‘ফ্লুইড অফ লাইফ'— কাকে বলা হয় ?
উঃ পানিকে।
১৬. কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ ২টি ভাগে।
১৭. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?
উঃ ‘O’ গ্রুপের রক্তে।
১৮. পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?
উঃ ক্লোরোসিস।
১৯. Myocardium— কী দ্বারা গঠিত হয় ?
উঃ অনৈচ্ছিক পেশী।
২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ?
উঃ ৩ জোড়া।
২১. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?
উঃ ইনসুলিন।
২২. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?
উঃ যকৃত।
২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
উঃ প্লুরা।
২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?
উঃ ফুসফুসে।
২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ?
উঃ নাসিকা।
২৬. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ?
উঃ ২ ভাগে।
২৭. ভাইরাসজনিত রোগ বলা হয় _?
উঃ এ্যাজমাকে।
২৮. প্লুরার বাইরের
স্তরটিকে কী বলা হয় ?
উঃ প্যারাইটাল স্তর।
২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ?
উঃ রেচন।
৩০. নেফ্রন কিসের একক ?
উঃ বৃক্কের।
৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা প্রবক্তা কাকে বলা হয় ?
উঃ আরহেনিয়াস।
৩২. একটি জৈব সারের নাম __?
উঃ ইউরিয়া।
৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম ___?
উঃ ক্রিপটন।
৩৪. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ?
উঃ মেরু অঞ্চলে।
৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ?
উঃ ১৯৮১ সালে।
৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয় ?
উঃ লুইপাস্তুরকে।
৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উঃ ক্ষণপদ।
৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?
উঃ সোডিয়াম।
৩৯. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?
উঃ হিলিয়াম।
৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?
উঃ ২০৬ টি।
৪১. মাইক্রো কথার অর্থ কী ?
উঃ অতি ক্ষুদ্র।
৪২. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?
উঃ ৫ থেকে ৬ দিন।
৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?
অপ্সরা।
৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?
উঃ ২২ টি।
৪৫. এস এল পদ্ধতিতে বলের পরম একক কী ?
উঃ নিউটন।
৪৬. লাইসোজোমকে কী বলা হয় ?
উঃ আত্মঘাতীস্থলী।
৪৭. মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ?
উঃ ফুলকা দ্বারা।
৪৮. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ?
উঃ শ্বেত রক্তকণিকাকে।
৪৯. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ?
উঃ হীরক।
৫০. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ?
উঃ মাছ।
৫১. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
উঃ ইথিলিন।
৫২. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?
উঃ ৬ মিটার।
৫৩. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ?
উঃ 33 টি।
৫৪. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ?
উঃ রবার্ট হুক।
৫৫. পেশীর আবরণীকে কী বলা হয় ?
উঃ সারকোলেমা।
সম্পূর্ণ PDF ডাউনলোডের লিঙ্ক নিচে রয়েছে
File Details:
File Name:general science questions and answers in Bengali

File Format: PDF
No. of Pages:4
File Size:847 KB
Click Here to Download

2 comments:

  1. বিভিন্ন বিদ্যা সংক্রান্ত বৈজ্ঞানিক নাম গুলি দিলে খুব ভালো হতো। যেমন মাছ সংক্রান্ত বিদ্যা কে কি বলে

    ReplyDelete