Breaking




Friday, October 16, 2020

100 General Science PDF in Bengali for Competitive Exam

100 General Science PDF in Bengali for Competitive Exam

100 General Science PDF in Bengali for Competitive Exam
General Science PDF in Bengali for Competitive Exam
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে General Science PDF in Bengali শেয়ার করছি। বিভিন্ন প্রতিযগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের PDF এ ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকছে। এই PDF টি আপনাদের WBCS, NTPC, RRB Group D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
 


কিছু নমুনা::
১. নাইট্রোজেন কে আবিষ্কার করেছেন ?
উঃ রাদারফোর্ড।

২. মানবদেহে অ্যাপেন্ডিক্স থাকে ___?
উঃ বৃহদান্ত্র।

৩. বায়ু দূষণের ফলে কী কী রোগ হয় ?
উঃ হাঁপানি, এলার্জি, নিউমোনিয়া, এমফাইসেমা ও ব্রংকাইটিস।

৪. ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিল তার নাম কি ছিল ?
উঃ বিগল।

৫. আধুনিক ঘোড়ার নাম কী ?
উঃ ইয়ুকাস।

৬. পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?
উঃ ৯ টি।

৭. HCL কোন কোষ থেকে নির্গত হয় ?
উঃ প্যারাইটাল কোষ।

৮. সবচেয়ে শক্ত ধাতু কোনটি ?
উঃ হীরক।

৯. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
উঃ লিথিয়াম।

১০. পারমাণবিক চুল্লিতে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উঃ সোডিয়াম।

১১. কোশ বিভাজন কাকে বলে ?
উঃ যে প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় তাকে কোশ বিভাজন বলে।

১২. কুকুরের কয়টি ক্রোমোজোম থাকে ?
উঃ ৭৮ টি।

১৪. ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে ?
উঃ অগ্নাশয় থেকে।

১৫. একটি লোকাল হরমোনের নাম ?
উঃ টেস্টোস্টেরন।

১৬. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কী ?
উঃ কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা। 

১৭. ডাবের জল ও ভুট্টার শস্যে কোন হরমোন থাকে?
উঃ কাইনিন।

১৮. কোন্ হরমােনের প্রভাবে উদ্ভিদের আলােকবর্তী চলন হয়?
উঃ অক্সিন।

১৯. IAA র পুরাে নাম কী?
উঃ  ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ।

২০. বৃক্কীয় নালির পুনঃশোষণে সহায়তা করে
উঃ ADH

২১. বস্তুর ভর কোন রাশির দ্বারা সূচিত হয় ?
উঃ প্রযুক্ত বল/ত্বরন

২২. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত ?
উঃ ১২ জোড়া।
২৩. শ্রেণিবিন্যাসের অপর নাম কী ?
উঃ taxonomy।

২৪. কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে ?
উঃ রড কোশ।

২৫. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উঃ ক্ষণপদ।

২৬. উদ্ভিদের ক্ষেত্রে প্রধান সমন্বয়কারী হল _?
উঃ হরমোন।

২৭. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? উঃ অক্সিন।
২৮? জনন কোশের গমন অঙ্গের নাম কী .
উঃ সিলিয়া।

২৯. বল ও সকেট সন্ধির উদাহরণ হল __.
উঃ ঊরু সন্ধি।

৩০. মাছের পখনার সংখ্যা হল
উঃ 7 টি।

৩১. মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটির নাম কী ?
উঃ লঘুমস্তিষ্ক‌।

৩২. বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত
উঃ অ্যাড্রেনাল।

৩৩. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে— এটি কী প্রকারের চলন ?
উঃ ফটোন্যাস্টিক।

৩৪. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটির নাম কি?
উঃ স্ক্লেরা।

৩৫. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশীকে কি বলা হয় ?
উঃ মায়োটোম পেশী। 

৩৬. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ?
উঃ অগ্ন্যাশয় থেকে।

৩৭. ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ?
উঃ ফ্লোরিজেন।

৩৮. ARH— পুরো অর্থ কী ?
উঃ অ্যাড্রেনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন।

৩৯. MIH— পুরো অর্থ কী ?
উঃ মেলানোসাইট ইনহিবিটিং হরমোন।

৪০. PRH— পুরো অর্থ কী ?
উঃ প্রোল্যাকটিন রিলিজিং হরমোন।

৪১. জিন কোথায় থাকে ?
উঃ ক্রোমোজোমে।

৪২. ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয় ?
উঃ নিউক্লিও প্রোটিন।

৪৩. ক্রোমোজোমে ক রকমের প্রোটিন থাকে ?
উঃ দুই রকমের।

৪৪. ক্রোমোজোমের নিউক্লিওজোম রকমের ও কি কি?
উঃ দু-রকমের। যথা— a) DNA b) RNA।

৪৫. উদ্ভিদ ও প্রাণী দেহে ক রকমের কোশ বিভাজন দেখা যায় ?
উঃ তিন রকমের।

৪৬. অ্যামাইটোসিস কিসে দেখা যায় ?
উঃ এককোশী জীবদেহ।
৪৭. মানবদেহে জিনের সংখ্যা কত ?
উঃ ৪০০০০।

৪৮. মানুষের দেহকোশের ক্রোমোজোমের সংখ্যা কত ?
উঃ ৪৬ টি।

৪৯. মানবদেহে অটোজোমের সংখ্যা কত ?
উঃ ৪৪টি।

৫০. ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তাকে কী বলে ?
উঃ ডিপ্লয়েড।
সম্পূর্ণ PDF এর  লিঙ্ক নিচে রয়েছে
❏ File Details:
File Name:General Science PDF in Bengali
File Format: PDF
No. of Pages:5
File Size:0.9 MB
Click Here to Download

No comments:

Post a Comment