100 General Science PDF in Bengali for Competitive Exam
General Science PDF in Bengali for Competitive Exam |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে General Science PDF in Bengali শেয়ার করছি। বিভিন্ন প্রতিযগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের PDF এ ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকছে। এই PDF টি আপনাদের WBCS, NTPC, RRB Group D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
আজকে তোমাদের সঙ্গে General Science PDF in Bengali শেয়ার করছি। বিভিন্ন প্রতিযগিতামূলক পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের PDF এ ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকছে। এই PDF টি আপনাদের WBCS, NTPC, RRB Group D পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
কিছু নমুনা::
১. নাইট্রোজেন কে আবিষ্কার করেছেন ?
উঃ রাদারফোর্ড।
উঃ রাদারফোর্ড।
২. মানবদেহে অ্যাপেন্ডিক্স থাকে ___?
উঃ বৃহদান্ত্র।
৩. বায়ু দূষণের ফলে কী কী রোগ হয় ?
উঃ হাঁপানি, এলার্জি, নিউমোনিয়া, এমফাইসেমা ও ব্রংকাইটিস।
৪. ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিল তার নাম কি ছিল ?
উঃ বিগল।
৫. আধুনিক ঘোড়ার নাম কী ?
উঃ ইয়ুকাস।
৬. পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?
উঃ ৯ টি।
৭. HCL কোন কোষ থেকে নির্গত হয় ?
উঃ প্যারাইটাল কোষ।
৮. সবচেয়ে শক্ত ধাতু কোনটি ?
উঃ হীরক।
৯. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
উঃ লিথিয়াম।
১০. পারমাণবিক চুল্লিতে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উঃ সোডিয়াম।
১১. কোশ বিভাজন কাকে বলে ?
উঃ যে প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় তাকে কোশ বিভাজন বলে।
১২. কুকুরের কয়টি ক্রোমোজোম থাকে ?
উঃ ৭৮ টি।
১৪. ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে ?
উঃ অগ্নাশয় থেকে।
১৫. একটি লোকাল হরমোনের নাম ?
উঃ টেস্টোস্টেরন।
১৬. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কী ?
উঃ কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা।
১৭. ডাবের জল ও ভুট্টার শস্যে কোন হরমোন থাকে?
উঃ কাইনিন।
১৮. কোন্ হরমােনের প্রভাবে উদ্ভিদের আলােকবর্তী চলন হয়?
উঃ অক্সিন।
১৯. IAA র পুরাে নাম কী?
উঃ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ।
২০. বৃক্কীয় নালির পুনঃশোষণে সহায়তা করে
উঃ ADH
২১. বস্তুর ভর কোন রাশির দ্বারা সূচিত হয় ?
উঃ প্রযুক্ত বল/ত্বরন
২২. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত ?
উঃ ১২ জোড়া।
২৩. শ্রেণিবিন্যাসের অপর নাম কী ?
উঃ taxonomy।
উঃ taxonomy।
২৪. কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে ?
উঃ রড কোশ।
২৫. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উঃ ক্ষণপদ।
২৬. উদ্ভিদের ক্ষেত্রে প্রধান সমন্বয়কারী হল _?
উঃ হরমোন।
২৭. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? উঃ অক্সিন।
২৮? জনন কোশের গমন অঙ্গের নাম কী .
উঃ সিলিয়া।
২৯. বল ও সকেট সন্ধির উদাহরণ হল __.
উঃ ঊরু সন্ধি।
৩০. মাছের পখনার সংখ্যা হল
উঃ 7 টি।
৩১. মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটির নাম কী ?
উঃ লঘুমস্তিষ্ক।
৩২. বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত
উঃ অ্যাড্রেনাল।
৩৩. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে— এটি কী প্রকারের চলন ?
উঃ ফটোন্যাস্টিক।
৩৪. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটির নাম কি?
উঃ স্ক্লেরা।
৩৫. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশীকে কি বলা হয় ?
উঃ মায়োটোম পেশী।
৩৬. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ?
উঃ অগ্ন্যাশয় থেকে।
৩৭. ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ?
উঃ ফ্লোরিজেন।
৩৮. ARH— পুরো অর্থ কী ?
উঃ অ্যাড্রেনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন।
৩৯. MIH— পুরো অর্থ কী ?
উঃ মেলানোসাইট ইনহিবিটিং হরমোন।
৪০. PRH— পুরো অর্থ কী ?
উঃ প্রোল্যাকটিন রিলিজিং হরমোন।
৪১. জিন কোথায় থাকে ?
উঃ ক্রোমোজোমে।
৪২. ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয় ?
উঃ নিউক্লিও প্রোটিন।
৪৩. ক্রোমোজোমে ক রকমের প্রোটিন থাকে ?
উঃ দুই রকমের।
৪৪. ক্রোমোজোমের নিউক্লিওজোম রকমের ও কি কি?
উঃ দু-রকমের। যথা— a) DNA b) RNA।
৪৫. উদ্ভিদ ও প্রাণী দেহে ক রকমের কোশ বিভাজন দেখা যায় ?
উঃ তিন রকমের।
৪৬. অ্যামাইটোসিস কিসে দেখা যায় ?
উঃ এককোশী জীবদেহ।
৪৭. মানবদেহে জিনের সংখ্যা কত ?
উঃ ৪০০০০।
উঃ ৪০০০০।
৪৮. মানুষের দেহকোশের ক্রোমোজোমের সংখ্যা কত ?
উঃ ৪৬ টি।
৪৯. মানবদেহে অটোজোমের সংখ্যা কত ?
উঃ ৪৪টি।
৫০. ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তাকে কী বলে ?
উঃ ডিপ্লয়েড।
সম্পূর্ণ PDF এর লিঙ্ক নিচে রয়েছে
❏ File Details:
File Name:General Science PDF in Bengali
File Format: PDF
No. of Pages:5
File Name:General Science PDF in Bengali
File Format: PDF
No. of Pages:5
No comments:
Post a Comment