Breaking




Monday, November 30, 2020

Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains

Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains

Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains
Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে descriptive bengali report writing পিডিএফ শেয়ার করছি। আগত psc clerkship mains | miscellaneous mains | icds mains পরীক্ষাগুলোর জন্য bengali report বা বাংলা প্রতিবেদন রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নষ্ট না করে পড়ে নাও ও চাইলে পিডিএফ টি ডাউনলোড করে রাখতে পারো।
যে সমস্ত বিষয়গুলি থাকছে:-
১) সংস্কৃত জাতীয় শিক্ষানীতি
২) ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের রসায়ন
৩) সেভ ড্রাইভ সেভ লাইফ
সংস্কৃত জাতীয় শিক্ষানীতি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০শে জুলাই,২০২০:-  গত ৩৪ বছরের ব্যবধানে বৃহত্তর রতবদল আসতে চলেছে জাতীয় শিক্ষানীতিতে। অতিমারি করোনার পরিস্থিতিতেই ২৯শে জুলাই ২০২০ পাশ হয়ে গেল জাতীয় শিক্ষানীতি ২০২০।
               এই শিক্ষা নীতিতে বলা হয়েছে :-
১০+২ শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ৫+৩+৩+৮ পদ্ধতি লাভ হবে।
২০২৫ সালের মধ্যে সকলকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে।
পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বাধ্যতামূলক।
নবম-দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার চালু হবে, ইচ্ছানুযায়ী বিষয় নিতে পারবে।
স্নাতক এর সময়সীমা বেড়ে হবে ৪ বছর।
বি.এড ২০৩০ সালের পর থেকে চার বছরে হবে।
এম. বিল এর বিলুপ্তি হবে।
            বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্তি মূলক শিক্ষায় জোর দিয়ে কতটা স্কুল ছুটের সংখ্যা কমানো যাবে তার উপর সময়ের হাত।

ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের রসায়ন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৫শে অক্টোবর :- বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীনের পারস্পরিক সম্পর্কের এক শুরু সুতোর উপর দণ্ডায়মান। অর্থনৈতিক ক্ষমতার মানদণ্ডের লড়াইয়ে করোনা পরিস্থিতি এক নতুন সমস্যার সৃষ্টি করেছে।
          ইতিপূর্বে ১৯৬২ এর যুদ্ধ ভারত চীনের অভ্যন্তরীণ বাণিজ্য বধ সেজেছে। তবুও ভারত-চীনের ইলেকট্রিক যন্ত্রাংশ, অন্যদিকে চীন-ভারতের তুলো, নুন, মাছ, প্রভৃতির উপর নির্ভরশীল।

২০২০ বর্তমান অধিকারী করোনার সূত্রপাত চীন থেকে হওয়ার পর বিশ্বের বাকি দেশগুলোর মতো ভারত ও চীনকে এড়িয়ে চলছে। ১১ই মে ২০২০ ভারত চীনের মধ্যে ঘটা সংঘর্ষের প্রতিবাদে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী প্রায় ১১৮ টি চাইনিজ একে নিষিদ্ধ ঘোষণা করেছেন। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) এখনো অস্থিরতার আগুন বর্তমান।

  সেভ ড্রাইভ সেভ লাইফ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪শে অক্টোবর, ২০২০:- বর্ধিষ্ণু পথ দুর্ঘটনার বাড় বাড়ন্তকে আয়ওে আনতে পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালের ৮ই জুলাই সাধারণ জনসাধারণের সতর্কীকরণের উদ্দেশ্যে এই প্রচার অভিযানের সূচনা করেন।
       বিভিন্ন আইনানুগ সংস্কার কর্তা-ব্যক্তিদের উপস্থিতিতে ঘোষণা করা হয় যে —
❏ দু-চাকার গাড়ি রাত ১০টার পর নিষিদ্ধ করা হয়েছে।
❏ এই প্রচারাভিযান অবশ্যই বিদ্যালয় পাঠক্রমে অন্তর্ভুক্ত হবে।
❏ পথ সর্তকতা বিষয়ক বিভিন্ন মনোর বিজ্ঞাপনের বন্দোবস্ত করা হবে।
❏ শিরস্ত্রাণ বা হেলমেট ছাড়া গাড়ি চালালে অবশ্যই ফাইন দিতে হবে।
                কলকাতা পুলিশ প্রশাসন নিরবচ্ছিন্ন প্রক্রিয়ায় পথ দুর্ঘটনার পরিমাণ কমাতে বিভিন্ন পদ্ধতি যেমন — হ্যান্ডবিল বিলি, ধারাভাষ্য সম্প্রচার, ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে সচেষ্ট হয়েছেন। এই সর্বাঙ্গীণ চেষ্টার প্রভাবে গত দু'বছরে কলকাতার বুকে পথ দুর্ঘটনার ঘটনা প্রায় ৩৫% হ্রাস পেয়েছেন বলে পুলিশ প্রধান জানিয়েছেন।

 সম্পূর্ণ PDF-এর লিঙ্ক নিচে রয়েছে

File Details:
File Name: Bengali report writing for psc clerkship PDF
File Format: PDF
No. of Pages:3
File Size:1.00 MB
Click Here to Download

No comments:

Post a Comment