Breaking




Saturday, December 26, 2020

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Important questions and answers about different districts of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Important questions and answers about different districts of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Important questions and answers about different districts of West Bengal
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত ৫০টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোলের দিক থেকে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা জিকের পক্ষ থেকে এটাই চেষ্টা থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো বিনামূল্যে তোমাদের সামনে উপস্থাপন করা। সুতরাং সময় নষ্ট না করে নিচের প্রশ্নের উত্তর গুলো পড়ে নাও। ও সবশেষে PDF এর লিঙ্ক রয়েছে চাইলে ডাউনলোড করে রাখতে পারো।

West Bengal GK:-

1) কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয়- ১৯৮৪।
2) বীরভূম জেলায় কয়টি মহকুমা রয়েছে- ৩ টি।
3) বিখ্যাত কবি বিষ্ণু দে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন- হাওড়া জেলা।
4) উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি- রায়গঞ্জ।
5) সুন্দরবনের মোট কতগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে- ১৩টি।
6) কত কিমি বদ্বীপ জুড়ে সুন্দরবন অবস্থিত- ২৬০ কিমি।
7) মেখলিগঞ্জ মহাকুমা কোন জেলার অন্তর্গত - কোচবিহার জেলা।
8) নদীয়া জেলায় বেশিরভাগ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়- পলি মৃত্তিকা।
9) নদীয়া জেলার সদর শহর এর নাম - কৃষ্ণনগর।
10) বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত- দামোদর।
11) মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত- পাঁচটি।
12) ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় - দুইটি ভাগে।
13) বারাসাত কোন জেলার সদর দপ্তর- উত্তর ২৪ পরগনা।
14) দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত- বঙ্গোপসাগর।
15) কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়- ১৯৬৩ সালে।
16) নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল- নবদ্বীপ জেলা।
17) মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের।
18) পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি- পুরুলিয়া।
19) পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়- বীরভূম জেলা কে।
20) বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া।
21) বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা-কলকাতা।
22) বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত-উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।
23) পরগনা শব্দটি এসেছে কোথা থেকে- ফরাসি শব্দ থেকে।
24) হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত- দুইটি। যথা:-১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।

25) নদিয়া জেলার জলবায়ু কোন প্রকৃতির - উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি।
26) মুর্শিদাবাদ জেলার আকৃতি কি রকম- ত্রিভুজের মত।
27) পুরুলিয়া জেলার মৃত্তিকা কি ধরনের - পরবর্তী মৃত্তিকা।
28) বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত - ৭৫ শতাংশ।
28) বাঁকুড়ার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া।
29) এশিয়ার বৃহত্তম যক্ষা হাসপাতাল কোথায় অবস্থিত- ধুবুলিয়ায়।
30) কাকে ভারতের 'রূঢ়' বলা হত - দুর্গাপুরকে।
31) হুগলী জেলার সদর শহরের নাম কি- চুঁচুড়া।
32) পশ্চিমবঙ্গের কোন এলাকায় শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় - পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।
33) কোচবিহার শব্দের অর্থ কি- কোচ জাতির বাসস্থান।
34) কালিম্পং এর আয়তন কত বর্গ কিমি - ১,০৫৬.৫ বর্গকিমি।
35) আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়- ২০১৪ সালের ২৫ জুন।
36) মিরিক শহর কোথায় অবস্থিত- দার্জিলিং।
37) জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার কত শতাংশ - ৭৩.২৫ শতাংশ।
38) ঝাড়গ্রামের গড় বার্ষিক বৃষ্টিপাত কত মিমি- প্রায় ১,৪০০ মিমি।
39) উত্তর দিনাজপুর জেলা কোন বিভাগের অন্তর্গত - মালদা।
40) কোন কোন মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত - বালুরঘাট এবং গঙ্গারামপুর।
41) মালদা জেলা কিসের জন্য বিখ্যাত- ফজলি আম।
42) কত সালে  নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন - ১৭৫৬ সালে।
43) উওর ২৪ পরগনা জেলার আয়তন কত- ৪,০৯৪ বর্গকিমি।
44) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস কি - মৎস্যচাষ।
45) হাওড়া জেলার জলবায়ু কি ধরনের - উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।
46) পশ্চিমবঙ্গের কোথায় কোন মহকুমার নেই- কলকাতা।
47) মালদা কোন নদীর তীরে অবস্থিত - মহানন্দ।
48) পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় - ডঃ বিধান চন্দ্র রায়কে।
49) পশ্চিমবঙ্গে রবারের চাষ কোথায় হয় - জলপাইগুড়ি।
50) কোন কথা থাকে কলিকাতা নামটির উৎপত্তি হয়েছে- "কিলকিলা" (অর্থাৎ,"চ্যাপ্টা এলাকা")।

◐ File Details:
File Name: Questions and answers related to different districts of West Bengal (bengaligk.in)
File Format: PDF
No. of Pages:04
File Size:0.72 MB
Click Here to Download

No comments:

Post a Comment