Breaking
Sunday, January 17, 2021

100 Bengali General Knowledge Questions and Answers PDF | ১০০ টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর

100 Bengali General Knowledge Questions and Answers PDF | ১০০ টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর

100 Bengali General Knowledge Questions and Answers PDF | ১০০ টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর
১০০ টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 100 Bengali General Knowledge Questions and Answers PDF টি। ১০০টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে এই PDF টি বানানো হয়েছে। আগত বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্ন ও উত্তর গুলো তোমাদের সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে PDF টি ডাউনলোড করে নাও।

100 Bengali GK MCQ:-

১. ভারতীয় সংবিধানের কতগুলি সিডিউল আছে ?
ক) ১২ টি
খ) ২৩ টি
গ) ২৬ টি
ঘ) ১১ টি

২. রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
ক) ১৯১১ খ্রিঃ
খ) ১৯১৫ খ্রিঃ
গ) ১৯১৯ খ্রিঃ
ঘ) ১৯৩৪ খ্রিঃ

৩. ওজোন স্তরের ছিদ্রের কারণ __?
ক) মিথেন
খ) আয়োডিন
গ) কার্বলিক অ্যাসিড
ঘ) CFC

4. বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ?
ক) ৫ সেপ্টেম্বর
খ) ৫ অক্টোবর
গ) ৫ নভেম্বর
ঘ) ৫ আগস্ট


৫. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
ক) বি আর আম্বেদকর
খ) সরোজনী নাইডু
গ) শার্দুল ঠাকুর
ঘ) রাজেন্দ্র প্রসাদ

৬. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ইন্দ্রনাথ ঠাকুর
গ) দধীন্দ্রনাথ ঠাকুর
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

৭. ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি ?
ক) ডুংরি লা পাস
খ) বিনিহালপাস
গ) জোলিলা
ঘ) কোনটি নয়

৮. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৭ টি

৯. বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) তামিলনাড়ু
খ) অন্ধ্রপ্রদেশ
গ) সিকিম
ঘ) পশ্চিমবঙ্গ

১০. গান্ধীজী ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন ?
ক) সবরমতী আশ্রম
খ) মহারাষ্ট্র
গ) লক্ষ্ণৌ
ঘ) ত্রিপুরা

১১. “Women's equality day”— কবে পালন করা হয় ?
ক) ৩ জানুয়ারী
খ) ২৬ আগস্ট
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ২৯ মে

১২. অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ?
ক) ১৯৯৮ সালে
খ) ১৯৭৮ সালে
গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৬৭ সালে

১৩. কোন গাছ আংশিক পরজীবী নামে চিহ্নিত ?
ক) ফনিমনসা
খ) চন্দন গাছ
গ) শাল গাছ
ঘ) বট গাছ

১৪. বুদ্ধচরিত কে রচনা করেন ?
ক) বানভট্ট
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) ইন্দিরা গান্ধী
ঘ) অশ্বঘোষ

১৫. বিনয় বসু পিতার নাম কি ছিল ?
ক) রেবতী মোহন বসু
খ) দীনেশ চন্দ্র বসু
গ) তারাকান্ত বসু
ঘ) সুখীনাথ বসু

১৬. পঞ্চশীল নীতির প্রবক্তা কে ?
ক) জহরলাল নেহেরু
খ) মহাত্মা গন্ধি
গ) ইন্দিরা গান্ধী
ঘ) বি আর আম্বেদকর

১৭. বিনয় বসু কত সালে মারা যান ?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৩০ সালে
গ) ১৯৫৬ সালে
ঘ) ১৯৩২ সালে

১৮. পুলিশের হাত থেকে বাঁচতে বিনয় কলকাতা শহরে কার সাহায্যে পালিয়ে আসেন ?
ক) রূপক সেন
খ) সুপতি রায়
গ) দীনেশ গুপ্ত
ঘ) সুভাষচন্দ্র বসু

১৯. ১৯২৮ সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দেন ?
ক) স্বাধীনতা আন্দোলনে
খ) বেঙ্গল ভলান্টিয়ার্স
গ) তেভাগা আন্দোলন
ঘ) যুগান্তর দল

২০. পুলিশ বিনয় বসু কে ধরিয়ে দেওয়ার জন্য কত টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন ?
ক) ৬০০০ রূপি
খ) ৪০০০ রূপি
গ) ৫০০০ রূপি 
ঘ) ৪০৫০ রূপি

২১. বিনয় বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
ক) চট্টগ্রাম
খ) জোড়াসাঁকো
গ) কাওাক
ঘ) ঢাকা

২২. বিনয় বসু মেট্রিক পরীক্ষায় পাশ করার পর কোন স্কুলে ভর্তি হয়েছিলেন ?
ক) মিটফোর্ড মেডিকেল স্কুল
খ) কলেজিয়েট স্কুল
গ) হ্যামিল্টন স্কুল
ঘ) কুমিল্লা জিলা স্কুল

২৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ?
ক) আফ্রিকা
খ) মাদুরাই
গ) নরওয়ে
ঘ) শিকাগো

২৪. পোপের শহর বলা হয় ?
ক) ভ্যাটিকান সিটি
খ) রোম
গ) নবদ্বীপ
ঘ) বেলজিয়াম

২৫. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
ক) বল্লাল ষেণ
খ) লক্ষণ ষেণ
গ) হরিষেণ
ঘ) নাগষেণ

সম্পূর্ণ PDF এর  লিঙ্ক নিচে রয়েছে

File Details:
File Name: 100 Bengali General Knowledge MCQ
File Format: PDF
No. of Pages:14
File Size:1.6 MB
Click Here to Download

No comments:

Post a Comment