Breaking




Monday, April 5, 2021

100 GK MCQ PDF For WBCS 2021 Exam

100 GK MCQ PDF For WBCS 2021 Exam

100 GK MCQ PDF For WBCS 2021 Exam
100 GK MCQ PDF For WBCS 2021 Exam
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি জিকের প্রশ্ন উত্তর শেয়ার করছি। আমরা আশা করছি এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।

১. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
ক) লন্ডনে ☑
খ) প্যারিসে
গ) মুম্বাইয়ে
ঘ) আমেদাবাদে

২. Father of Modern India  নামে পরিচিত ?
ক) দাদাভাই নওরোজি
খ) রামমোহন রায় ☑
গ) দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ) ভগৎ সিং

৩. মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি ?
ক) ট্রেড ইউনিয়ন
খ) মজুর মহাজন ☑
গ) কাটার মজুর
ঘ) এগুলির কোনোটিই নয়

৪.  মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে ?
ক) চন্দ্রগুপ্ত মৌর্য ☑
খ) সমুদ্র গুপ্ত
গ) দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ) কেউই নন

৫. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে 'কসাইখানার গণহত্যার' সমতুলয বলে নিন্দা করেছিলেন কে ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মহাত্মা গান্ধী
গ) সি.এফ.এন্ডুজ ☑
ঘ) সুভাষচন্দ্র বসু

৬. কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে ?
ক) রাসবিহারী বসু
খ) গোপালকৃষ্ণ গোখলে ☑
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৭. নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
ক) গ্লাইকোলিসিস
খ) সন্ধান
গ) সাইট্রিক অ্যাসিড চক্র
ঘ) ইলেকট্রন পরিবহন ☑

৮. সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
ক) ১৭৬৮ সালে
খ) ১৭৫৬ সালে
গ) ১৭৮২ সালে ☑
ঘ) ১৮০২ সালে

৯. ভারতের স্বাক্ষরকারী সম্রাট কাকে বলা হয় ?
ক) হরিষেন
খ) স্কন্দগুপ্ত ☑
গ) অজাতশত্রু
ঘ) প্রথম কুমার গুপ্ত

১০. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
A) পাঞ্জাব
B) উত্তরাখণ্ড ☑
C) ঝাড়খন্ড
D) আসাম

১১. তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল ?
ক) ১৯৩৪ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৪৬ সালে ☑
ঘ) ১৯৪৮ সালে

১২. ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?
ক) কলকাতা
খ) নাগপুর ☑
গ) কানপুর
ঘ) দিল্লি

১৩. টাইগার হিল পর্বতের উচ্চতা কত ?
ক) ৫৩০৭ মিঃ ☑
খ) ৫৩৬৭ মিঃ
গ) ৫২৪৫ মিঃ
ঘ) ৪৫৬৩ মিঃ

১৪. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কি ?
ক) মেহেরগড় সভ্যতা
খ) হরপ্পা সভ্যতা ☑
গ) মহেঞ্জোদারো সভ্যতা
ঘ) কোনটি নয়

১৫. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ?
ক) সৈয়দ আহমেদ ☑
খ) সিরাজউদ্দৌলা
গ) নাদির শাহ
ঘ) মীরকাশিম

১৬. বক্সাইট কোন ধাতুর আকরিক ?
ক) লোহা
খ) অ্যালুমিনিয়াম ☑
গ) তামা
ঘ) সোনা

১৭. বিশ্বের সবচেয়ে বেশি লোক বসবাস করে কোন দেশে ?
ক) ভারত
খ) জাপান
গ) আমেরিকা
ঘ) চীন ☑

১৮. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
ক) ১৫৩৬
খ) ১৫২৩
গ) ১৫২৬ ☑
ঘ) ১৫২৯

১৯. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
ক) আসাম
খ) বিহার
গ) পশ্চিমবঙ্গ ☑
ঘ) মহারাষ্ট্র

২০. আলেকজান্ডার কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
ক) ব্যাবিলন
খ) পেল্লা ☑
গ) কারিয়তে
ঘ) ম্যাসিডন

২১. ভারতকে নৃতত্বর জাদুকর কে বলেছন ?
ক) ভিনসেন্ট স্মিথ  ☑
খ) মহাত্মা গান্ধী
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) এদের কেউই নন

২২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন ?
ক) ১৯১১ সালে
খ) ১৯১২ সালে
গ) ১৯১৩ সালে ☑
ঘ) ১৯১৪ সালে

২৩.  পশ্চিমবঙ্গের বর্তমান বন মন্ত্রক কে ?
ক) জাভেদ খান
খ) রাজীব বন্দ্যোপাধ্যায় ☑
গ) সুজিত বসু
ঘ) গৌতম দেব

২৪. ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি ?
ক) তেলেঙ্গানা ☑
খ) পাঞ্জাব
গ) মহারাষ্ট্র
ঘ) গোয়া

২৫. সবিতা কাব্য গ্রন্থটি কার লেখা ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিজন ভট্টাচার্য
গ) সত্যেন্দ্রনাথ দত্ত ☑
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

২৬. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রাজা রামমোহন রায় ☑
গ) মহাত্মা গান্ধী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২৭. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
ক) ডিরোজিও
খ) লেলিন
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) জ্যোতিবা ফুলে ☑

২৮. ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?
ক) মানস ☑
খ) রায়ডাক
গ) তিস্তা
ঘ) মাচু

২৯. ২০২১ সালে ২৬ শে মার্চ কত তম স্বাধীনতা দিবস পালন করল বাংলাদেশ ?
ক) ৪৮ তম
খ) ৪৯ তম
গ) ৫৩ তম
ঘ) ৫০তম ☑

৩০. World Theatre Day কবে পালন করা হয় ?
ক) ২৭ মার্চ ☑
খ) ২৮ মার্চ
গ) ২৯ মার্চ
ঘ) ৩০ মার্চ

৩১. ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি ?
ক) এসকরবিক এসিড ☑
খ) রেটিনাল
গ) সিয়ানোকোবালামিন
ঘ) কোনটি নয়

৩২. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় ?
ক) ২১ জানুয়ারী
খ) ২১ ফেব্রুয়ারি ☑
গ) ২১ মার্চ
ঘ) ২১ এপ্রিল

৩৩. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
ক) ইন্দিরা গান্ধী
খ) বিজয়লক্ষী পন্ডিত
গ) মমতা বন্দ্যোপাধ্যায় ☑
ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়

৩৪. মূল মধ্যরেখার মান কত ?
ক) ৮০ ডিগ্রী
খ) ০ ডিগ্রী ☑
গ) ১২০ ডিগ্রী
ঘ) ৩৬০ ডিগ্রী

৩৫. ভারতীয় সাংবাদিকতার জনক কে ?
ক) M.S
খ) J.A Hickey ☑
গ) বাজপেয়ী
ঘ) এদের কেউই নন

৩৬. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
ক) লাল হরদয়াল ☑
খ) রাজনাথ সিং
গ) মহাত্মা গান্ধী
ঘ) এদের কেউই নন

৩৭. বাঁশের কেল্লা কে স্থাপন করেছিল ?
ক) আলেকজান্ডার
খ) তিতুমীর ☑
গ) দুদুমিয়া
ঘ) এদের কেউই নন

৩৮. ক্লোরিন কে আবিষ্কার করেন ?
ক) টমাস আলভা
খ) স্কোনবিন
গ) ডব্লিউ এইচ
ঘ) শীলে ☑

৩৯. Ability of Man গ্রন্থটি কার লেখা ?
ক) রুশো
খ) স্পিয়ারম্যান ☑
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) এদের কেউই নন

৪০. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
ক) গোদাবরী ☑
খ) মহানন্দা
গ) কৃষ্ণা
ঘ) গঙ্গা

৪১. ভারতের “Rock Garden” কোথায় অবস্থিত ?
ক) Chandigarh ☑
খ) Punjab
গ) Haryana
ঘ) Delhi

৪২. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে?
ক) দ্বিতীয় ভাস্কর ☑
খ) অমিত মিত্র
গ) হরিলাল সেন
ঘ) লীলা মুখার্জি

৪৩. হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ?
ক) উপরাষ্ট্রপতি
খ) অ্যাটর্নি জেনারেল
গ) রাষ্ট্রপতি ☑
ঘ) স্পিকার

৪৪. গৌড়ীয় সমাজের প্রথম সভাপতি কে ছিলেন ?
ক) দেবেন্দ্রনাথ
খ) রাধাকান্ত দেব ☑
গ) রামমোহন রায়
ঘ) এদের কেউই নন

৪৫. মাকড়সার রেচন অঙ্গের নাম কি ?
ক) নেফ্রিডিয়া
খ) ফ্লেম কোষ
গ) কক্সাল গ্ৰন্থি ☑
ঘ) দেহতল

৪৬. মরফিন এর উপাদান হলো ___?
ক) আফিং ☑
খ) তামাক
গ) সিঙ্কোনা
ঘ) কোনটি নয়

৪৭. সারে জাহাঁ সে আচ্ছা গানটির স্রষ্টা কে ?
ক) রবীনাথ ঠাকুর
খ) মহাত্মা গান্ধী
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) মুহাম্মদ ইকবাল ☑

৪৮. ‘My Experiments with Truth’— পুস্তকটি কার লেখা ?
ক) জহরলাল নেহেরু
খ) মহাত্মা গান্ধী ☑
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৪৯. জলঢাকা নদীটির দৈর্ঘ্য কত ?
ক) ১৯৮ কিলোমিটার
খ) ১৯২ কিলোমিটার ☑
গ) ১৯৭ কিলোমিটার
ঘ) ১৭৯ কিলোমিটার

৫০. বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে ?
ক) গঙ্গা
খ) দামোদর ☑
গ) তিস্তা
ঘ) জলঢাকা

৫১. ক্ষত্রিয় কুলাবতংস— এটি কার উপাধি ?
ক) শিবাজী শাহজী ভোঁসলে ☑
খ) আসফ খান
গ) শাহজি
ঘ) জাহাঙ্গীর

৫২. ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা ছিল ?
ক) ১২ টি
খ) ১৪ টি ☑
গ) ১৮ টি
ঘ) ২২ টি

৫৩. লোদী বংশের সুচনাকে করেছিলেন ?
ক) বাহলুল খান লোদি ☑
খ) সুলতান ইব্রাহিম লোদি
গ) খানুয়ার লোদি
ঘ) এদের কেউই নন

৫৪. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?
ক) অজিতনাথ
খ) সুপার্শ্বনাথ
গ) ঋষভনাথ ☑
ঘ) মহাবীর

৫৫. খলজি বা খিলজী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
ক) জালাল উদ্দিন ফিরোজ ☑
খ) আলাউদ্দিন খলজি
গ) ইলতুৎমিস
ঘ) সৈয়দ মুস্তাফা সিরাজ

৫৬. Sun Set Law কবে চালু হয় ?
ক) ১৭৮৭ সালে ১২ মে
খ) ১৭৮৯ সালে ২৩ জানুয়ারী
গ) ১৭৮৮ সালে ৩১ ডিসেম্বর
ঘ) ১৭৯৩ সালে ২২ মার্চ ☑

৫৭. সম্প্রতি কোথায় রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরি হতে চলেছে ?
ক) লখনৌতে ☑
খ) আমেদাবাদ
গ) এিপুরা
ঘ) মিজোরাম

৫৮. Exam Warriors এর নতুন সংস্করণ এর উদ্বোধন করলেন ?
ক) নরেন্দ্র মোদী ☑
খ) অমিত শাহ
গ) রামনাথ কোবিন্দ
ঘ) নির্মলা সীতারামন

৫৯. দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৭৮৪ সালে ☑
খ) ১৭৮৫ সালে
গ) ১৭৮৬ সালে
ঘ) ১৭৮৭ সালে

৬০. গান্ধীজী একজন অর্ধনগ্ন ফকির— উক্তিটি কে করেছিলেন ?
ক) অটল বিহারি বাজপেয়ি
খ) চার্চিল ☑
গ) বিনোবা ভাবে
ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু

৬১. আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল ?
ক) ১৯০০ সালে
খ) ১৯০১ সালে
গ) ১৯
২ সালে ☑
ঘ) ১৯০৩ সালে

৬২. E-mail এর নির্মাতা কে?
ক) Ray Tomlinson ☑
খ) Jerry Yang এবং David Filo
গ) Sabeer Bhatia
ঘ) Larry Page এবং Sergey Brin

৬৩. নিকোবর দ্বীপপুঞ্জের নাম স্বরাজ দ্বীপ কে করেছিলেন ?
ক) সুভাষচন্দ্র বসু ☑
খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
গ) জহরলাল নেহেরু
ঘ) এদের কেউই নন

৬৪. প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে অনুষ্ঠিত হয়েছিল ?
ক) ২রা সেপ্টেম্বর ১৯৪৫
খ) ২৩শে অক্টোবর ১৯৩৪
গ) ১৬ই আগস্ট ১৯৪৬ ☑
ঘ) ২৮শে মার্চ ১৯৪০

৬৫. আমাদের রাজ্যে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে?
A) ৫ টি
B) ৭ টি
C) ৩ টি
D) ২ টি ☑

৬৬. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল ?
ক) ৭ সেপ্টেম্বর ১৯৩১ সালে ☑
খ) ৯ নভেম্বর ১৯৪৩ সালে
গ) ১২ মার্চ ১৯৩২
ঘ) ১৮ আগস্ট ১৯৪৭

৬৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
ক) সরোজিনী নাইডু
খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ☑
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) মনমোহন ঘোষ

৬৮. ‘অপরিচিতা’ কবিতাটি কার লেখা ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) নরেন্দ্র দেব ☑
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৬৯. জে.পি নামে জনপ্রিয়ভাবে পরিচিত ছিলেন ?
ক) জয়প্রকাশ নারায়ন ☑
খ) জয়ন্ত ঠাকুর
গ) বিজয় শর্মা
ঘ) জগদিশচন্দ্র বন্দোপাধ্যায়

৭০. সহজানন্দ সরস্বতী ভারতের কিসের নেতা ছিলেন ?
ক) কৃষকের নেতা ☑
খ) ফরাজি আন্দোলনের নেতা
গ) সাঁওতাল বিদ্রোহের
ঘ) কোনটিই নয়

৭১. “কালু”— কার ডাক নাম ?
ক) লর্ড আরউইন
খ) সূর্যসেন ☑
গ) জয়প্রকাশ নারায়ণ
ঘ) বি আর আম্বেদকর

৭২. ভারতের কোন রাজ্যে সর্বাধিক লবণ উৎপাদিত হয় ?
ক) আমেদাবাদ
খ) গুজরাট ☑
গ) সিকিম
ঘ) মধ্যপ্রদেশ

৭৩. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত ?
ক) ভঙ্গিল পর্বত
খ) ক্ষয়জাত পর্বত ☑
গ) স্তুপ পর্বত
ঘ) কোনটি নয়

৭৪. তিমি মাছের শ্বাস অঙ্গের নাম কি ?
ক) ত্বক
খ) ফুসফুস ☑
গ) ফুলকা
ঘ) বহিঃ ফুলকা

৭৫. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) অন্ধ্রপ্রদেশ ☑
খ) রাজস্থান
গ) তামিলনাড়ু
ঘ) ঝাড়খন্ড

৭৬. অন্নপূর্ণা-১ পর্বতটি  রয়েছে কোথায় ?
ক) ভুটান
খ) পাকিস্তান
গ) চীন
ঘ) নেপাল ☑

৭৭. ২০২১ সালে পুরুষ T-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?
ক) ইংল্যান্ড
খ) ভারতে ☑
গ) পাকিস্তান
ঘ) আমেরিকা

৭৮. ভারত ও চীনের সীমান্ত দৈর্ঘ্য কত ?
ক) ২০৪৫ কিমি
খ) ৩৬৮৯ কিমি
গ) ৩৪৮৮ কিমি ☑
ঘ) ৪৫৩১ কিমি

৭৯. বিশ্বের প্রথম ‘শীপ টানেল’ কোথায় তৈরি হতে চলেছে ?
ক) জাপানে
খ) নরওয়েতে ☑
গ) চীনে
ঘ) ভারতে

৮০. প্রতিবছর কবে ‘International Day of Happiness’— পালন করা হয় ?
ক) ২০ মার্চ ☑
খ) ১৯ মার্চ
গ) ১৮ মার্চ
ঘ) ২২ মার্চ

৮১. চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?
ক) বিজয়ালয়
খ) কুলতুঙ্গ
গ) রাজেন্দ্রচোল ☑
ঘ) এদের কেউই নন

৮২. নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
ক) ৫ বছর
খ) ৪ বছর
গ) ৬ বছর ☑
ঘ) ৭ বছর

৮৩. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
ক) খিজির খাঁ ☑
খ) আলাউদ্দিন আলম শাহ
গ) মোবারক শাহ
ঘ) এদের কেউই নন

৮৪. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ?
ক) কল্যাণ সুন্দরাম
খ) সুকুমার সেন ☑
গ) আর.কে ত্রিবেদী
ঘ) সুনিল আরোরা

৮৫. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের কয়টি পর্যায় রয়েছে ?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি ☑
ঘ) ছয়টি

৮৬. স্বপনবুড়ো কার ছদ্মনাম ?
ক) বিশ্বজিৎ লাহিড়ী
খ) স্বপন চৌধুরী
গ) রবীন্দ্রনাথ  ঠাকুর
ঘ) অখিল নিয়োগী ☑

৮৭. ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?
ক) ১৯১৩
খ) ১৯১৬
গ) ১৯১১ ☑
ঘ) ১৯২৩

৮৮. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন ?
ক) মহম্মদ আলি ☑
খ) নবাব সলিমুল্লাহ
গ) মিহির সেন
ঘ) সৌকৎ আলি

৮৯. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
ক) দাদাভাই নৌরজি ☑
খ) এ. ও. হিউম
গ) জে. বি. কৃপালিনী
ঘ) আবুল কালাম আজাদ

৯০. Harijan Sevak Sangh কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ক) দাদাভাই নৌরজি
খ) মহাত্মা গান্ধী ☑
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) এদের কেউই নন

৯১. সম্প্রতি IOB Trendy সেভিংস একাউন্ট লঞ্চ করেছে-?
ক) Indian Overseas Bank (IOB) ☑
খ) RBI
গ) State Bank of India
ঘ) United Bank

৯২. সম্প্রতি মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন ?
ক) Tapas Nagpal
খ) Hemant Nagrale ☑
গ) Uday Sharma
ঘ) Santosh Kumar

৯৩. সম্প্রতি কোথাকার কৃষকেরা ফ্রেস ফ্রুট কেক মুভমেন্ট আরম্ভ করেছে ?
ক) কেরালার
খ) মহারাষ্ট্রের ☑
গ) পশ্চিমবঙ্গের
ঘ) পাঞ্জাবের

৯৪. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?
ক) কলকাতা
খ) মুম্বাই
গ) ব্যাঙ্গালুরু ☑
ঘ) হায়দ্রাবাদ

৯৫. উড়ন্ত মাছের দেশ বলা হয় ?
ক) আইসল্যান্ড
খ) বার্বাডোস ☑
গ) কিউবা
ঘ) কানাডা

৯৬. ভারতের গ্লাসগো বলা হয় ?
ক) শিলিগুড়ি
খ) হাওড়া ☑
গ) মুম্বাই
ঘ) পাটনা

৯৭. মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?
ক) বহরমপুর ☑
খ) নবগ্রাম
গ) ফারাক্কা
ঘ) ভরতপুর

৯৮. World Trade Organisation এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) জেনেভা ☑
খ) প্যারিস
গ) মুম্বাই
ঘ) বাংলাদেশ

৯৯. ‘স্বদেশ বান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
ক) রাজা রামমোহন রায়
খ) শচীন্দ্র কুমার
গ) অশ্বিনী কুমার দত্ত ☑
ঘ) গোপালকৃষ্ণ গোখলে

১০০. Driverless Metro Car  এর উদ্বোধন কে করেছে ?
ক) নরেন্দ্র মোদি
খ) রাজনাথ সিং ☑
গ) ওম বিড়লা
ঘ) নিশীথ কুমার


PDF এর লিঙ্ক নিচে রয়েছে


File Details:
File Name: 100 GK MCQ PDF For WBCS 2021 Exam
File Format: PDF
No. of Pages:13
File Size:0.70MB

No comments:

Post a Comment