Breaking




Tuesday, August 17, 2021

100 GK MCQ Questions and Answers PDF For WBP Constable Exam | জেনারেল নলেজ ২০২১ PDF

100 GK MCQ Questions and Answers PDF For WBP Constable Exam | জেনারেল নলেজ ২০২১ PDF

100 GK MCQ Questions and Answers PDF For WBP Constable Exam | জেনারেল নলেজ ২০২১ PDF
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য ১০০ জিকে
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে WBP Constable পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি জিকের প্রশ্ন উত্তর শেয়ার করছি। আমরা আশা করছি এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।



পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য ১০০ জিকে

 

১. মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন ?
ক) বাবর
খ) দ্বিতীয় বাহাদুর শাহ ☑
গ) শাহজাহান
ঘ) নাদির শাহ

২. কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
ক) উত্তর প্রদেশ
খ) মহারাষ্ট্র
গ) তামিলনাড়ু
ঘ) ওড়িশা ☑

৩. ‘বমডিলা পাস’ কোথায় অবস্থিত ?
ক) কেরালা
খ) মনিপুর
গ) অরুণাচল প্রদেশ ☑
ঘ) রাজস্থান

৪. নন্দকানন জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) মেঘালয়
খ) রাজস্থান
গ) ওড়িশা ☑
ঘ) উত্তরাখণ্ড

৫. ‘টাইটানিক’ চলচ্চিত্রের পরিচালক কে ?
ক) জেমস ক্যামেরন ☑
খ) ক্যাথি বেটস
গ) কনরাড বাফ
ঘ) এদের কেউই নন

৬. কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয় ?
ক) ১৮৪০
খ) ১৮৩৫ ☑
গ) ১৮৯০
ঘ) ১৮৫০

৭. গোরা উপন্যাস কার লেখা ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর ☑
খ) সুকুমার রায়
গ) চন্দ্র শেখর বসু
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৮. মেঘালয়ের রাজধানীর নাম কি ?
ক) শিলং ☑
খ) তুরা
গ) বাঘমারা
ঘ) আমপাতি

৯. Durand Cup কত সালে আরম্ভ হয় ?
ক) ১৮৮২
খ) ১৮৯০
গ) ১৮৬০
ঘ) ১৮৮৮ ☑

১০. প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে ?
ক) গণদেবতা ☑
খ) গোরা
গ) পথের পাঁচালী
ঘ) অহিংসা

১১. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারকের নাম কি ?
ক) এম ফাতিমা বিবি ☑
খ) রুমা পাল
গ) ইন্দিরা ব্যানার্জি
ঘ) ফাতিমা খাতুন

১২. ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয় ?
ক) আগ্ৰা
খ) দিল্লি ☑
গ) মুম্বাই
ঘ) শিলিগুড়ি

১৩. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি ?
ক) মাউন্ট এভারেস্ট
খ) আলাস্ক রেঞ্জ
গ) আন্দিজ ☑
ঘ) রকি

১৪. নিচের মধ্যে কে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?
ক) রাজা জগন্নাথ সিংহ ☑
খ) হরিমোহন রায়
গ) বিনয় সেন
ঘ) মানবেন্দ্র দাস

১৫. ঘূর্ণিঝড় আইলা-র নামকরণ করে কোন দেশ ?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) মালদ্বীপ ☑
ঘ) ভুটান

১৬. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন ☑
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) অর্গান

১৭. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয় কত সালে ?
ক) ১৯৫১ সালে ☑
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৫ সালে
ঘ) ১৯৫৭ সালে

১৮. বিক্রমশিলা বিদ্যালয়ের কে প্রতিষ্ঠা করেন ?
ক) গোপাল
খ) ধর্মপাল ☑
গ) মহিপাল
ঘ) গোবিন্দ পাল

১৯. কোন শীলাকে সমস্ত শিলার জনক বলা হয় ?
ক) পাললিক শিলা
খ) আগ্নেয় শিলা ☑
গ) রূপান্তরিত শিলা
ঘ) কোনটি নয়

২০. Masters Tournament কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) ফুটবল
খ) ক্রিকেট
গ) গলফ ☑
ঘ) হকি

২১. আরব সাগরের রানী বলা হয় ?
ক) মুম্বাইকে
খ) গুজরাটকে
গ) হায়দ্রাবাদকে
ঘ) কোচিনকে ☑

২২. সুইডেনের রাজধানী কোথায় অবস্থিত ?
ক) বার্লিন
খ) ব্রাসেলস
গ) রোম
ঘ) স্টকহোম ☑

২৩. ‘নাথুলা পাস’— কোথায় অবস্থিত ?
ক) সিকিম ☑
খ) দার্জিলিং
গ) গ্যাংটক
ঘ) হরিয়ানা

২৪. সম্প্রতি স্পেসএক্স একটি রকেট এ কতগুলি স্যাটেলাইট লঞ্চ করে বিশ্ব রেকর্ড করেছে ?
ক) ১১৪
খ) ১৫০
গ) ১৪৩ ☑
ঘ) ১৮৬

২৫. উত্তরাখণ্ডে একদিনের জন্য কে মুখ্যমন্ত্রী হয়েছিল ?
ক) সৃষ্টি গোস্বামী ☑
খ) জয়া সেন
গ) মধুমিতা সরকার
ঘ) অনুরিমা সেন

২৬. ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত ?
ক) রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-লোকসভা
খ) রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-রাজ্যসভা
গ) রাষ্ট্রপতি-লোকসভা- রাজ্যসভা ☑
ঘ) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

২৭. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন ?
ক) বিশ্বনাথন আনন্দ ☑
খ) যতীন সেন
গ) পঙ্কজ গোস্বামী
ঘ) অভিনব রায়

২৮. মৌমাছি পালনকে কি বলা হয় ?
ক) এপিকালচার ☑
খ) এভিকালচার
গ) সেরিকালচার
ঘ) প্রনকালচার

২৯. ভারতে রেপো রেট কে ঘোষণা করে ?
ক) প্রধানমন্ত্রী
খ) সুপ্রিম কোর্ট
গ) রাষ্ট্রপতি
ঘ) RBI ☑

৩০. Hiroshima Day কবে পালন করা হয় ?
ক) ৯ জানুয়ারী
খ) ১৫ সেপ্টেম্বর
গ) ৬ আগস্ট ☑
ঘ) ২৭ জুলাই

৩১. ভারতের কোন রাজ্যে প্রথম 'Fire Park' তৈরি হয়েছে?
ক) উড়িষ্যা ☑
খ) তামিলনাড়ু
গ) পশ্চিমবঙ্গ   
ঘ) বিহার
৩২. হ্যালির ধূমকেতু কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে?  
ক) ইলিয়াম হার্সেল  
খ) চার্লস মেসিয়ার
গ) গ্যালিলিও   
ঘ) এডমান্ড হ্যালি ☑

৩৩. বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছে?
ক) সুমিত্রা মহজন
খ)ওম বিড়লা ☑
গ) হামিদ আনসারি
ঘ) এদের মধ্যে কেউই নন
 
৩৪. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন?  
ক) প্রণব মুখার্জি ☑
খ) প্রতিভা পাতিল
গ) রামনাথ কোবিন্দ   
ঘ) সর্বপল্লী রাধাকৃষ্ণন

৩৫. বীরাঙ্গনা কাব্যটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর   
খ) মাইকেল মধুসূদন দত্ত ☑
গ) রামরাম বসু   
ঘ) পল্লীকবি জসীমউদ্দীন

৩৬. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন?  
ক) প্রমথ চৌধুরী ☑
খ) অধীর সেন   
গ) বীরবল দাস   
ঘ) অর্জুন সেন

৩৭. বর্তমানে অ্যাপেল CEO কে?
ক) সুন্দর পিচাই  
খ) টিম কুক ☑
গ) মার্ক জুকারবার্গ   
ঘ) জেফ বেজোস

৩৮. পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প কোথায় রয়েছে?
ক) মুর্শিদাবাদ  
খ) শিলিগুড়ি
গ) ভাগবতপুর ☑
ঘ) শিলিগুড়ি

৩৯. জহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত?
ক) মুম্বাই ☑
খ) চেন্নাই   
গ) পশ্চিমবঙ্গ
ঘ) গুজরাট

৪০. National Legal Services –এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) কেরালা   
খ) নতুন দিল্লি ☑
গ) রাজস্থান
ঘ) পাঞ্জাব

৪১. ভারতের কোন রাজ্যের উপকূল করমন্ডল বলা হয়?
ক) অন্ধ্রপ্রদেশ  
খ) জম্মু-কাশ্মীর   
গ) তামিলনাড়ু ☑
ঘ) উড়িষ্যা

৪২. রেনাল স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
ক) ভিটামিন C
খ) ভিটামিন D
গ) ভিটামিন A ☑
ঘ) ভিটামিন K

৪৩. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় ?
ক) তামিলনাড়ু
খ) মেঘালয়
গ) উত্তর প্রদেশ ☑
ঘ) কর্ণাটক

৪৪. কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ?
ক) ১৯০১ ☑
খ) ১৯২০
গ) ১৯৭০
ঘ) ১৯৪৫

৪৫. ‘Ukai Hydro Power Station’— ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) তামিলনাড়ু
খ) গুজরাট ☑
গ) বিহার
ঘ) উড়িষ্যা

৪৬. “Bharat Parv-2021”— এর উদ্বোধন করেছেন ?
ক) ওম বিড়লা ☑
খ) নরেন্দ্র মোদী
গ) রামনাথ কোবিন্দ
ঘ) যোগী আদিত্যনাথ

৪৭. ‘Global Family Day’— কবে পালন করা হয় ?
ক) ৯ জানুয়ারি
খ) ১১ জানুয়ারি
গ) ১ জানুয়ারি ☑
ঘ) ৫ জানুয়ারি

৪৮. WhatsApp Banking পরিষেবা আরম্ভ করেছে কোন ব্যাঙ্ক ?
ক) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
খ) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
গ) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ঘ) ব্যাঙ্ক অফ বরোদা ☑

৪৯. মাইকেল কিন্ডো কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
ক) হকি ☑
খ) ফুটবল
গ) ভলিবল
ঘ) বাস্কেটবল

৫০. Union Budget নামে মোবাইল অ্যাপ্লিকেশন টি কে লঞ্চ করেছেন ?
ক) যোগী আদিত্যনাথ
খ) নির্মলা সীতারামণ ☑
গ) রামনাথ কোবিন্দ
ঘ) নরেন্দ্র মোদী

৫১. “কৃষি সঞ্জীবনী ভ্যান”— লঞ্চ করেছে কোন রাজ্য সরকার ?
ক) সিকিম রাজ্য সরকার
খ) কর্ণাটক রাজ্য সরকার ☑
গ) তামিলনাড়ু রাজ্য সরকার
ঘ) গোয়া রাজ্য সরকার

৫২. Pravasi Bharatiya Divas— কবে পালন করা হয় ?
ক) ১৯ জানুয়ারি
খ) ১১ জানুয়ারি
গ) ৯  জানুয়ারি ☑
ঘ) ৩০ জানুয়ারি

৫৩. ৫১ তম International Film Festival of India (IFFI) এ ফোকাস কান্ট্রি হিসেবে  বেছে নেওয়া হয়েছে কোন দেশকে ?
ক) আমেরিকা
খ) নেপাল
গ) ভুটান
ঘ) বাংলাদেশ ☑

৫৪. মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে ?
ক) বারাক ওবামা
খ) জো বাইডেন ☑
গ) ডোনাল্ড ট্রাম
ঘ) বিল ক্লিনটন

৫৫. “National Girl Child Day”— কবে পালন করা হয় ?
ক) ২৪শে জানুয়ারি ☑
খ) ২রা জানুয়ারি
গ) ১৪ই জানুয়ারি
ঘ) ২৭শে জানুয়ারি

৫৬. ৬ দিনে ১ মিলিয়ন ভ্যাকসিন দেওয়া প্রথম দেশ কোনটি ?
ক) চীন
খ) জাপান
গ) আমেরিকা
ঘ) ভারত ☑

৫৭. ৫১ তম International Film Festival of India অনুষ্ঠিত হয়েছে ?
ক) গোয়াতে ☑
খ) দিল্লিতে
গ) কোলকাতাতে
ঘ) মুম্বাইয়ে

৫৮. সরকারি দপ্তরে Green ট্যাগ দেওয়ার ঘোষণা করেছেন ?
ক) কেরালা সরকার ☑
খ) গোয়া সরকার
গ) উত্তরপ্রদেশ সরকার
ঘ) তামিলনাড়ু সরকার

৫৯. “বিন্দু সাগর ক্লিনআপ প্রকল্প”— লঞ্চ করেছে ?
ক) কেন্দ্র সরকার
খ) পশ্চিমবঙ্গ সরকার
গ) আসাম সরকার
ঘ) উড়িষ্যা সরকার ☑

৬০. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘আরোগ্য মেলার’ উদ্বোধন করলেন ?
ক) হরিয়ানা
খ) গুজরাট
গ) উত্তর প্রদেশ ☑
ঘ) কেরালা

৬১. সম্প্রতি ভারত বাংলাদেশকে কত মিলিয়ন ভ্যাকসিনের ডোজ প্রদান করেছে ?
ক) ২ ☑
খ) ৪
গ) ৫
ঘ) ৮

৬২. AURA ক্রেডিট কার্ড লঞ্চ করেছে কোন ব্যাঙ্ক ?
ক) SBI
খ) Axis Bank ☑
গ) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ঘ) পাঞ্জাব ব্যাঙ্ক

৬৩. চোখের আলো প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার ?
ক) গুজরাট
খ) মনিপুর
গ) পশ্চিমবঙ্গ ☑
ঘ) উত্তরাখান্ড

৬৪. Driverless Metro Car  এর উদ্বোধন কে করেছে ?
ক) নরেন্দ্র মোদি
খ) রাজনাথ সিং ☑
গ) ওম বিড়লা
ঘ) নিশীথ কুমার

৬৫. DRDO এ বছর কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ?
ক) ৪৫
খ) ৭৪
গ) ৬৩ ☑
ঘ) ৮৯

৬৬. কোথায় ভগবতী ও অলকানন্দা গঙ্গার সাথে মিশেছে?
ক)রুদ্রপ্রয়াগ
খ)দেবপ্রয়াগ ☑
গ)গঙ্গোত্রী
ঘ)এলাহাবাদ

৬৭. রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোন ধারায় বলা হয়েছে?  
ক)৬১ নং ধারা ☑   
খ)৬৬ নং ধারা
গ)৩৫৬ নং ধারা   
ঘ)৭৫ নং ধারা

৬৮. ভারত পথিক বলে কাকে অভিহিত হয়?
ক) স্বামী বিবেকানন্দ   
খ)রাজা রামমোহন রায় ☑  
গ)কালীপ্রসন্ন সিংহ   
ঘ)লর্ড ক্যানিং

৬৯. Waterman of India কাকে বলা হয়?  
ক) রাজেন্দ্র সিং ☑
খ) বিনোদ কুমার   
গ) মানিক ঠাকুর   
ঘ) কাউকেই নয়

৭০. BCCI— এর বর্তমান সভাপতি কে ?
ক) মহেন্দ্র সিং ধোনি
খ) কপিল দেব
গ) সুরেশ রায়না
ঘ) সৌরভ গঙ্গোপাধ্যায় ☑

৭১. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাগ”— উক্তিটি কার ?
ক) অশ্বিনী কুমার দত্ত
খ) জওহরলাল নেহেরু
গ) অরবিন্দ ঘোষ
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ☑

৭২. সিপাহী বিদ্রোহের অপর নাম কি ?
ক) কোল বিদ্রোহ
খ) সাঁওতাল বিদ্রোহ
গ) মহাবিদ্রোহ ☑
ঘ) নৌবিদ্রোহ

৭৩. অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয় ?
ক) ৪ বছর
খ) ৬ বছর
গ) ৫ বছর ☑
ঘ) ৭ বছর

৭৪. কলকাতায় প্রথম কত সালে মেট্রো পরিষেবা চালু হয় ?
ক) ১৯৫৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৭৮ সালে
ঘ) ১৯৮৪ সালে ☑


৭৫. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নীচের কোন  জেলাটি ছিল না ?
ক) কোচবিহার ☑
খ) হাওড়া
গ) দার্জিলিং
ঘ) মুর্শিদাবাদ

৭৬. কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ?
ক) হোসেন সাহেব
খ) আকবর
গ) শেরশাহ ☑
ঘ) লর্ড ডালহৌসি

৭৭. ইন্টারনেটের জনক কে ?
ক) ডেমলার
খ) তাহসিন মল্লিক
গ) ভিনটন জি কার্ফ ☑
ঘ) এদের কেউই নন

৭৮. GST কোন দেশে প্রথম চালু হয় ?
ক) ফ্রান্স ☑
খ) চীন
গ) আমেরিকা
ঘ) বাংলাদেশ

৭৯. নিচের মধ্যে কে 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন?  
ক) শ্যামা প্রসাদ মুখার্জী ☑   
খ) রামলাল কুমার  
গ) দিনেশ সিং   
ঘ) অজিত রায়

৮০. The Dark Room গ্রন্থটি কার লেখা ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) আর কে নারায়ন ☑  
গ) উমেশ বন্দ্যোপাধ্যায়
ঘ) কেউই নন

৮১. সংবিধানের অভিভাবক বলা হয়?
ক) রাষ্ট্রপতিকে
খ) উপরাষ্ট্রপতি কে   
গ) সুপ্রিম কোর্ট কে ☑
ঘ) পার্লামেন্ট কে

৮২. পথের পাঁচালী কত সালে মুক্তি পায়?
ক) ১৯৬৭ সালে
খ) ১৯৪৫ সালে   
গ) ১৯৫৫ সালে ☑  
ঘ) ১৯৬৮সালে

৮৩. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী?  
ক) মান্না দে ☑   
খ) নুরুল আমিন  
গ) পন্ডিত জহরলাল নেহেরু  
ঘ) লর্ড ডালহৌসি

৮৪. সবরমতি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?  
ক) কারাকোরাম   
খ) আরাবল্লী ☑
গ) পশ্চিমঘাট   
ঘ) কোনোটিই নয়

৮৫. ভারতের ডেট্রয়েট নামে পরিচিত?  
ক) কলকাতা  
খ) দিল্লি  
গ) পাঞ্জাব   
ঘ) চেন্নাই ☑

৮৬. কাদম্বরী উপন্যাসের রচয়িতা কে ?
ক) হর্ষবর্ধন
খ) বানভট্ট ☑
গ) ঈশ্বর গুপ্ত
ঘ) লালমোহন রায়

৮৭. ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) কবাডি
খ) ক্রিকেট ☑
গ) টেবিল টেনিস
ঘ) ফুটবল

৮৮. খণ্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত ?
ক) উড়িষ্যা ☑
খ) পশ্চিমবঙ্গ
গ) বিহার
ঘ) তামিলনাড়ু

৮৯. ‘স্বদেশ বান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
ক) রাজা রামমোহন রায়
খ) শচীন্দ্র কুমার
গ) অশ্বিনী কুমার দত্ত ☑
ঘ) গোপালকৃষ্ণ গোখলে

৯০. ‘চিনুক’ শব্দটির অর্থ কি ?
ক) তুষারপাত
খ) তুষার ভক্ষক ☑
গ) ভঙ্গিল পর্বত
ঘ) ঋতু

৯১. ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে ?
ক) কর্ণাটক
খ) রাজস্থান
গ) মধ্যপ্রদেশ ☑
ঘ) কেরালা

৯২. পূর্বা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) মধ্যপ্রদেশ ☑
খ) উড়িষ্যা
গ) পশ্চিমবঙ্গ
ঘ) দিল্লি

৯৩. দানসাগর এবং অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা কে ?
ক) বানভট্ট
খ) বল্লাল সেন ☑
গ) ইলতুৎমিস
ঘ) স্কন্দগুপ্ত

৯৪. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
ক) ভিটামিন এ

 খ) ভিটামিন ডি
গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন কে

৯৫. ‘নবান্ন নাটক’টি কার লেখা ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) দীনবন্ধু মিত্র
গ) বিজন ভট্টাচার্য ☑
ঘ) শম্ভু ঘোষ

৯৬. ‘আন্তর্জাতিক নারী দিবস’— কবে পালন করা হয় ?
ক) ৮ই মে
খ) ৮ই মার্চ ☑
গ) ৭ই সেপ্টেম্বর
ঘ) ৫ই ডিসেম্বর

৯৭. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
ক) উমেশচন্দ্র ব্যানার্জি ☑
খ) দাদাভাই নৌরোজি
গ) বিধানচন্দ্র রায়
ঘ) সুরেন্দ্রনাথ দত্ত

৯৮. ‘A nation in making’— গ্রন্থটির রচয়িতা কে ?
ক) দ্বারকানাথ ঠাকুর
খ) স্বামী দয়ানন্দ সরস্বতী
গ) জন মার্শাল
ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি  ☑

৯৯. পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হিসেবে পরিচিত কোন জায়গা ?
ক) দুর্গাপুর
খ) শিলিগুড়ি
গ) ময়ূরেশ্বর ☑
ঘ) দার্জিলিং

১০০. রাণাঘাট কোন নদীর তীরে অবস্থিত ?
ক) চুর্ণী ☑
খ) ভাগীরথী
গ) হুগলি
ঘ) কুলিক

 পিডিএফ এর লিঙ্ক নিচে রয়েছে

File Details:
File Name: ১০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:13
File Size:0.68MB

2 comments: