Breaking




Thursday, September 16, 2021

GK Practice Set in Bengali | জেনারেল নলেজ প্র্যাকটিস সেট পর্ব-১

GK Practice Set in Bengali | জেনারেল নলেজ প্র্যাকটিস সেট পর্ব-১

GK Practice Set in Bengali | জেনারেল নলেজ প্র্যাকটিস সেট পর্ব-১
জেনারেল নলেজ প্র্যাকটিস সেট পর্ব-১
আগত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে GK Practice Set in Bengali PDF শেয়ার করছি। এই জেনারেল নলেজ প্র্যাকটিস সেট গুলোর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি GK Practice Set PDF in Bengali টি ডাউনলোড করে নাও।
জেনারেল নলেজ প্র্যাকটিস সেট

1. বান্ধবগড় জাতীয় উদ্যান টি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A. উত্তরাখণ্ড
B. কর্ণাটক
C. ঝাড়খন্ড
D. মধ্যপ্রদেশ

2. সিঙ্গালিলা জাতীয় উদ্যান টি কত সালে স্থাপিত হয় ?
A. ১৯৮০ সালে
B. ১৯৭৫ সালে
C. ১৯৮৬ সালে
D. ১৯৬৫ সালে

3. ঘূর্ণিঝড় 'ফণীর' নামকরণ করেছে কোন দেশ -
A. ভারত
B. নেপাল
C. ওমান
D. বাংলাদেশ

4. প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
A ১৯৪০ সালে
B ১৯৩০ সালে
C ১৯৩২ সালে
D ১৯৩৭ সালে

5. ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A. ১৮৭৬ সালে  
B. ১৮২৯ সালে
C. ১৮৪০ সালে
D. ১৯৩৯ সালে

6. ভারতের বর্তমান রেল মন্ত্রী হলেন -
A. নীতিশ রায়
B. নিশীথ প্রামানিক
C. অশ্বিনী বৈষ্ণব
D. লালমোহন সেন

7. 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
A. ভারত
B. ইংল্যান্ড
C. শ্রীলংকা
D. বাংলাদেশ

8.কত সালে জাপান সরকার রাসবিহারী বসুকে সম্মানসূচক "সেকেন্ড অর্ডার অব দি মেরিট অব দি রাইজিং সান" খেতাবে ভূষিত করে ?
A. ১৯৪৩ সালে
B. ১৯৩৭ সালে
C. ১৯৩৬ সালে
D. ১৯৩১ সালে

9. ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয় কাকে -
A. শিলিগুড়ি
B. দার্জিলিং
C. দিনহাটা
D. কার্শিয়াং

10. মায়োপিয়া রোগ কোথায় হয় ?
A. চোখে
B. কানে
C. গলায়
D. শরীর

11. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
A. জিন্দাগাদা
B. ধূপগড়
C. গুরু শিখর
D. আনামুদি

12. World Wide Fund for Nature-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. নেদারল্যান্ড
B. সুইজারল্যান্ড
C. ইংল্যান্ড
D. জার্মানি

13.সূর্যের রশ্মী প্রিজমে পতিত হলে কয়টি বর্ণ দেখা যায় ?
A. ৫ টি
B. ৭ টি  
C. ৯ টি
D. ৩ টি

14.আলট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পারে না কোন প্রাণী ?
A. গোরু
B. বাদুড়
C. হরিণ
D. কুকুর

15.ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে করা হয় অভিহিত কোন শহরকে ?
A. কলকাতা
B. মুম্বাই
C. দিল্লি
D. মাদ্রাজ

16.ডুয়ার্স শব্দের অর্থ কী?
A. বিস্তীর্ণ মাঠ
B. ঝুলন্ত উদ্যান
C. দরজা বা প্রবেশদ্বার
D. প্রাচীন

17.নিম্নের উদ্ভিদ হরমোন কোনটি ?
A. কাইনিন
B. জিব্বেরেলিন
C. অক্সিন
D. উপরের সবগুলিই

18.‘World Malaria Day’— কবে পালন করা হয় ?
A. ২৩শে মে
B. ১২ই মার্চ
C. ২৫শে এপ্রিল
D. ২৮শে জানুয়ারি

19.বাণতেল কোন গাছ থেকে পাওয়া যায় ?
A. লবঙ্গ গাছ  
B. বট গাছ
C. পাইন গাছ
D. স্বর্ণলতা গাছ

20. থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কী ?
A. তামরাই
B. রে
C. চেনা
D. রোকা

21. সবচেয়ে বড় মুকুল হল __?
A. বাঁধাকপি
B. ফুলকপি
C. আম
D. ধান

22. “ইতিহাসমালা” গ্রন্থের রচয়িতা কে ?
A. উমেশ গাঙ্গুলী
B. উইলিয়াম কেরি
C. এডওয়ার্ড জেনার
D. বিজন ভট্টাচার্য

23. রক্তের সর্বজনীন দাতা গ্রুপ কোনটি ?
A. AB
B. O
C. AB+
D. AB—

24.টাইফয়েড মানব শরীরে কোথায় ক্লান্ত হয় ?
A. প্লীহা
B. অগ্নাশয়
C. ক্ষুদ্রান্ত
D. স্নায়ুতন্ত্র

25. ভারতের মশলার গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
A. দেরাদুন
B. পুনে
C. মালদা
D. কালিকট  

 PDF এর লিঙ্ক নিচে রয়েছে

 PDF Download Details::

File Name:"GK Practice Set PDF in Bengali"
File Format: PDF
No. of Pages:04
File Size:0.38MB

No comments:

Post a Comment