WBP Constable Practice Set PDF 2021
WBP Constable Practice Set |
WBP কনস্টেবল প্র্যাকটিস সেট
1. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস নিম্নের কোনটি ?
A. রেডন
B. হাইড্রোজেন
C. হিলিয়াম
D. নিয়ন
2. ভারতের কোথায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ?
A. অন্ধ্রপ্রদেশ
B. পাঞ্জাব
C. নতুন দিল্লিতে
D. উড়িষ্যা
3. Hiroshima Day কবে পালন করা হয় ?
A. ৯ জানুয়ারী
B. ১৫ সেপ্টেম্বর
C. ৬ আগস্ট
D. ২৭ জুলাই
4. ভারতের কোন রাজ্যে প্রথম 'Fire Park' তৈরি হয়েছে ?
A. উড়িষ্যা
B. তামিলনাড়ু
C. পশ্চিমবঙ্গ
D. বিহার
5. National Legal Services –এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. কেরালা
B. নতুন দিল্লি
C. রাজস্থান
D. পাঞ্জাব
6. জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায় ?
A. আগ্নেয় শিলা
B. রূপান্তরিত শিলা
C. পাললিক শিলা
D. কোনটিই নয়
7. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
A. ১৫৫৪
B. ১৫৬৭
C. ১৫৫৬
D. ১৫৩৪
8. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. হকি
B. টেবিল টেনিস
C. ফুটবল
D. দাবা
9. সম্বাদ কৌমুদী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে ?
A. ১৮২৩ সালে
B. ১৮২১ সালে
C. ১৮২৭ সালে
D. ১৮২২ সালে
10. ‘Das Capital’ এর রচয়িতা হলেন - ?
A. Virginia Woolf
B. Karl Marx
C. Lewis Carroll
D. George Orwell
11. দানশীলতার জন্য কাকে ‘লাখবখশ’ বলা হত ?
A. কুতুবউদ্দীন আইবক
B. মীর হাসান আলি
C. মীর নিসার আলী
D. টিপু সুলতান
12. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
A. রাজা রামমোহন রায়
B. স্বামী দয়ানন্দ সরস্বতী
C. ভবানী সেন
D. বালগঙ্গাধর তিলক
13. সম্প্রতি কোন রাজ্যে Onam উদযাপিত হয়েছে ?
A. কেরালা
B. রাজস্থান
C. উত্তর প্রদেশ
D. বিহার
14. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ?
A. অক্সিজেন
B. নাইট্রোজেন
C. কার্বন ডাই অক্সাইড
D. অর্গান
15. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয় কত সালে ?
A. ১৯৫১ সালে
B. ১৯৫৩ সালে
C. ১৯৫৫ সালে
D. ১৯৫৭ সালে
16. শান্ত মন্ডল বলা হয় ?
A. ট্রোপোস্ফিয়ার
B. স্ট্রাটোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার
D. মেসস্ফিয়ার
17. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত ?
A. ৮
B. ৯
C. ২
D. ৫
18.ভারতের জাতীয় পতাকার নকশাকার হলেন-
A. আশুতোষ রায়
B. মনোহর পান্ডে
C. সুভাষ বসু
D. পিঙ্গালি ভেঙ্কাইয়া
19. ILO— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. দিল্লি
B. জেনেভা
C. ঢাকা
D. নেপাল
20. থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কী ?
A. তামরাই
B. রে
C. চেনা
D. রোকা
21. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
A. সমুদ্র গুপ্ত
B. স্কন্দগুপ্ত
C. প্রথম চন্দ্রগুপ্ত
D. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
22.কোন দেশের রাজধানীর নাম ভিয়েনা ?
A. সুইজারল্যান্ড
B. ডেনমার্ক
C. অস্ট্রিয়া
D. জাপান
23. সম্রাট আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
A. আবুল ফজল
B. আব্দুল রহিম খান
C. তানসেন
D. বীরবল
24. RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?
A. Raghuram Rajan
B. Urjit Patel
C. Saktikanta Das
D. Bimal Jalan
25. নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?
A. কেঁচো
B. ঝিনুক
C. চিংড়ি
D. মাকড়সা
26. CADFIHCACKMCAOP — এই সিরিজে A— এর আগে C কতবার আছে ?
A. ২ বার
B. ৩ বার
C. ৪ বার
D. ১ বার
27. গীতা হল রিতার বোন, রিতা হল পূজার কন্যা। পূজা হল সিমার কন্যা। তবে গীতার সঙ্গে সিমার সম্পর্ক কি ?
A. বোন
B. মা
C. নাতনি
D. মাসি
28. একটি ঘড়িতে সময় যখন 5.30 মিনিট তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয় ?
A. 23°
B. 15°
C. 85°
D. 55°
29. 8, 20, 34, 50, 68, ? স্থানের কোন সংখ্যা বসবে ?
A. 88
B. 70
C. 76
D. 80
30. নিচের সংখ্যাগুলির মধ্যে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে ?
90, 87, 81, 72, 60, ?
A. 52
B. 45
C. 40
D. 35
31. যদি ‘+’ মানে ‘÷’
‘÷’ মানে ‘—’
‘–’ মানে ‘×’
‘×’ মানে ‘+’ হয়,
তবে 27+3÷2–2×8 ?
A. 11
B. 15
C. 13
D. 25
32. সিরিজটি সম্পূর্ণ করুন ?
GH, JK, NQ, SW, YD ?
A. MN
B. FL
C. KS
D. DK
33. a_ba_b_b_a_b_bb ?
A. bbabba
B. aabbaa
C. ababab
D. bbaabb
34. D- এর বাঁদিক থেকে দ্বিতীয় কে ?
A. F
B. C
C. B
D. A
35. যদি P × Q মানে P ÷ Q,
P – Q মানে P + Q এবং
P ÷ Q মানে P– Q
হয় তবে,
36 – 12 ÷ 16 × 8 = ?
A. 36
B. 26
C. 46
D. 38
36. 10% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 270 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ?
A. 25 টাকা
B. 39 টাকা
C. 29 টাকা
D. 15 টাকা
37. কোন সংখ্যার 25% যদি 90 হয়, তবে সংখ্যাটি কত ?
A. 250
B. 110
C. 360
D. 180
38. ধরি A একটি বই কেনে প্রকৃত মূল্যর ¾ দামে এবং পরে B এর কাছে সেই বই টি বিক্রি করে আসল মূল্যের 20% দামে। তাহলে A এর লাভ অংশ হল ?
A. 10%
B. 15%
C. 60%
D. 40%
39. দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যাদুটি হল ?
A. 16,24
B. 11,26
C. 15,29
D. 11,22
40. A ও B এর বর্তমান বয়সের অনুপাত 4:5 , 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হল 7:10 । B এর বর্তমান বয়স কত ?
A. 30
B. 20
C. 42
D. 32
41. যদি 55+66=33 এবং 22+99= 33 হয়, তবে 44+88= ?
A. 53
B. 62
C. 72
D. 36
42. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 4:1 হলে 5 বছর পরে তাদের বয়স কত হবে ?
A. 38,21
B. 39,21
C. 38,27
D. 40,26
43. একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ?
A. 1:12
B. 2:13
C. 1:11
D. 2:22
44. কোন ১০০ টাকার ১২% হল ৬৩ টাকা। তাহলে ১০০ টাকার ৪০% কত টাকা হবে ?
A. ১৮০
B. ২১০
C. ২০০
D. ১৯০
45. দুটি সংখ্যার অনুপাত 4:5। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 3 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 5:6। সংখ্যাদুটি হল ?
A. 12,15
B. 13,18
C. 31,29
D. 13,8
46. একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপন কর্মসূচীতে ১৭,৯৫৬ টি গোলাপের চারা এমনভাবে রোপন করলো যে যাতে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণি হল। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ?
A. ১৩০
B. ১৫৪৯
C. ১৪০
D. ১৩৪
47. একটি জামা ১৫% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাপ হয় ২২৫ টাকা, তাহলে জামাটি ক্রয় মূল্য কত ?
A. 1200
B. 1300
C. 1500
D. 1240
48. 5000 টাকার আসলের 5 বছর পরে 10% সরল সুদের হারে সুদ কত টাকা হবে ?
A. 2500/-
B. 2600/-
C. 2700/-
D. 2800/-
49. ৬ লেখক একটি বই লিখতে ৩০ দিন সময় নেয়, ২০ জন লেখক এর বইটি লিখতে কতদিন সময় লাগবে ?
A. ৯ দিন
B. ১০ দিন
C. ৮ দিন
D. ৪ দিন
50. ধরা যাক সুদের হার ৬% এই হার অনুযায়ী ৫০,০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে ?
A. ১৫,০০০ টাকা
B. ১৩,০০০ টাকা
C. ১৬,০০০ টাকা
D. ৯,০০০ টাকা
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:08
File Size:0.56MB
No comments:
Post a Comment