Breaking




Monday, September 13, 2021

WBP Constable Practice Set PDF 2021

WBP Constable Practice Set PDF 2021

WBP Constable Practice Set PDF 2021
WBP Constable Practice Set
WBP Constable পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে WBP Constable Practice Set PDF 2021 শেয়ার করছি। এই প্র্যাকটিস সেটে গুলোর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি WBP Constable Practice Set PDF টি ডাউনলোড করে নাও।

 WBP কনস্টেবল প্র্যাকটিস সেট

1. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস নিম্নের কোনটি ?
A. রেডন
B. হাইড্রোজেন
C. হিলিয়াম
D. নিয়ন

2. ভারতের কোথায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ?
A. অন্ধ্রপ্রদেশ
B. পাঞ্জাব
C. নতুন দিল্লিতে
D. উড়িষ্যা

3. Hiroshima Day কবে পালন করা হয় ?
A. ৯ জানুয়ারী
B. ১৫ সেপ্টেম্বর
C. ৬ আগস্ট
D. ২৭ জুলাই

4. ভারতের কোন রাজ্যে প্রথম 'Fire Park' তৈরি হয়েছে ?
A. উড়িষ্যা
B. তামিলনাড়ু
C. পশ্চিমবঙ্গ   
D. বিহার

5. National Legal Services –এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. কেরালা   
B. নতুন দিল্লি
C. রাজস্থান
D. পাঞ্জাব

6. জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায় ?
A. আগ্নেয় শিলা
B. রূপান্তরিত শিলা   
C. পাললিক শিলা
D. কোনটিই নয়

7. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
A. ১৫৫৪
B. ১৫৬৭
C. ১৫৫৬
D. ১৫৩৪

8. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. হকি
B. টেবিল টেনিস
C. ফুটবল
D. দাবা

9. সম্বাদ কৌমুদী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে ?
A. ১৮২৩ সালে
B. ১৮২১ সালে
C. ১৮২৭ সালে
D. ১৮২২ সালে

10. ‘Das Capital’ এর রচয়িতা হলেন - ?
A. Virginia Woolf  
B. Karl Marx  
C. Lewis Carroll  
D. George Orwell

11. দানশীলতার জন্য কাকে ‘লাখবখশ’ বলা হত ?
A. কুতুবউদ্দীন আইবক  
B. মীর হাসান আলি
C. মীর নিসার আলী  
D. টিপু সুলতান

12. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
A. রাজা রামমোহন রায়
B. স্বামী দয়ানন্দ সরস্বতী
C. ভবানী সেন
D. বালগঙ্গাধর তিলক

13. সম্প্রতি কোন রাজ্যে Onam উদযাপিত হয়েছে ?
A. কেরালা
B. রাজস্থান
C. উত্তর প্রদেশ
D. বিহার

14. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ?
A. অক্সিজেন
B. নাইট্রোজেন
C. কার্বন ডাই অক্সাইড
D. অর্গান

15. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয় কত সালে ?
A. ১৯৫১ সালে
B. ১৯৫৩ সালে
C. ১৯৫৫ সালে
D. ১৯৫৭ সালে

16. শান্ত মন্ডল বলা হয় ?
A. ট্রোপোস্ফিয়ার
B. স্ট্রাটোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার
D. মেসস্ফিয়ার

17. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত ?
A. ৮
B. ৯
C. ২
D. ৫

18.ভারতের জাতীয় পতাকার নকশাকার হলেন-
A. আশুতোষ রায়
B. মনোহর পান্ডে
C. সুভাষ বসু
D. পিঙ্গালি ভেঙ্কাইয়া

19. ILO— এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. দিল্লি
B. জেনেভা
C. ঢাকা
D. নেপাল

20. থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কী ?
A. তামরাই
B. রে
C. চেনা
D. রোকা

21. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
A. সমুদ্র গুপ্ত
B. স্কন্দগুপ্ত
C. প্রথম চন্দ্রগুপ্ত
D. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

22.কোন দেশের রাজধানীর নাম ভিয়েনা ?
A. সুইজারল্যান্ড  
B. ডেনমার্ক  
C. অস্ট্রিয়া
D. জাপান

23. সম্রাট আকবরের সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
A. আবুল ফজল  
B. আব্দুল রহিম খান  
C. তানসেন    
D. বীরবল

24. RBI- এর 25 তম গভর্নর জেনারেল কে ?
A. Raghuram Rajan  
B. Urjit Patel  
C. Saktikanta Das
D. Bimal  Jalan

25. নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?
A. কেঁচো
B. ঝিনুক   
C. চিংড়ি
D. মাকড়সা

26. CADFIHCACKMCAOP — এই সিরিজে A— এর আগে C কতবার আছে ?
A. ২ বার
B. ৩ বার
C. ৪ বার
D. ১ বার

27. গীতা হল রিতার বোন, রিতা হল পূজার কন্যা। পূজা হল সিমার কন্যা। তবে গীতার সঙ্গে  সিমার সম্পর্ক কি ?
A. বোন
B. মা
C. নাতনি
D. মাসি

28. একটি ঘড়িতে সময় যখন 5.30 মিনিট তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয় ?
A. 23°
B. 15°
C. 85°
D. 55°

29. 8, 20, 34, 50, 68, ? স্থানের কোন সংখ্যা বসবে ?
A. 88
B. 70
C. 76
D. 80

30. নিচের সংখ্যাগুলির মধ্যে  প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে ?
90, 87, 81, 72, 60, ?
A. 52
B. 45
C. 40
D. 35

31. যদি ‘+’ মানে ‘÷’
            ‘÷’ মানে ‘—’
           ‘–’ মানে ‘×’
           ‘×’ মানে ‘+’ হয়,
তবে 27+3÷2–2×8 ?
A. 11
B. 15
C. 13
D. 25

32. সিরিজটি সম্পূর্ণ করুন ?
GH, JK, NQ, SW, YD ?
A. MN
B. FL
C. KS
D. DK

33. a_ba_b_b_a_b_bb ?
A. bbabba
B. aabbaa
C. ababab
D. bbaabb

34. D- এর বাঁদিক থেকে দ্বিতীয় কে ?
A. F
B. C
C. B
D. A

35. যদি P × Q মানে P ÷ Q,
              P – Q মানে P + Q এবং
            P ÷ Q মানে P– Q
হয় তবে,
36 – 12 ÷ 16 × 8 = ?
A. 36
B. 26
C. 46
D. 38

36. 10% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 270 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ?
A. 25 টাকা
B. 39 টাকা
C. 29 টাকা
D. 15 টাকা

37. কোন সংখ্যার 25% যদি 90 হয়, তবে সংখ্যাটি কত ?
A. 250
B. 110
C. 360
D. 180

38. ধরি A একটি বই কেনে প্রকৃত মূল্যর ¾ দামে এবং  পরে B এর কাছে সেই বই টি বিক্রি করে আসল মূল্যের 20% দামে। তাহলে A এর লাভ অংশ হল ?
A. 10%
B. 15%
C. 60%
D. 40%

39. দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যাদুটি হল ?
A. 16,24
B. 11,26
C. 15,29
D. 11,22

40. A ও B এর বর্তমান বয়সের অনুপাত 4:5 , 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হল 7:10 । B এর বর্তমান বয়স কত ?
A. 30
B. 20
C. 42
D. 32

41. যদি 55+66=33 এবং 22+99= 33 হয়, তবে 44+88= ?
A. 53
B. 62
C. 72
D. 36

42. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 4:1 হলে 5 বছর পরে তাদের বয়স কত হবে ?
A. 38,21
B. 39,21
C. 38,27
D. 40,26

43. একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ?
A. 1:12
B. 2:13
C. 1:11
D. 2:22

44. কোন ১০০ টাকার ১২% হল ৬৩ টাকা। তাহলে ১০০ টাকার ৪০% কত টাকা হবে ?
A. ১৮০
B. ২১০
C. ২০০
D. ১৯০

45. দুটি সংখ্যার অনুপাত 4:5। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 3 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 5:6। সংখ্যাদুটি হল ?
A. 12,15
B. 13,18
C. 31,29
D. 13,8

46. একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপন কর্মসূচীতে ১৭,৯৫৬ টি গোলাপের চারা এমনভাবে রোপন করলো যে যাতে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণি হল। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ?
A. ১৩০
B. ১৫৪৯
C. ১৪০
D. ১৩৪

47. একটি জামা ১৫% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাপ হয় ২২৫ টাকা, তাহলে জামাটি ক্রয় মূল্য কত ?
A. 1200
B. 1300
C. 1500
D. 1240

48. 5000 টাকার আসলের 5 বছর পরে 10% সরল সুদের হারে সুদ কত টাকা হবে ?
A. 2500/-
B. 2600/-
C. 2700/-
D. 2800/-

49. ৬ লেখক একটি বই লিখতে ৩০ দিন সময় নেয়, ২০ জন লেখক এর বইটি লিখতে কতদিন সময় লাগবে ?
A. ৯ দিন
B. ১০ দিন
C. ৮ দিন
D. ৪ দিন

50. ধরা যাক সুদের হার ৬% এই হার অনুযায়ী ৫০,০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে ?
A. ১৫,০০০ টাকা
B. ১৩,০০০ টাকা
C. ১৬,০০০ টাকা
D. ৯,০০০ টাকা

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name:"WBP Constable Practice Set PDF"
File Format: PDF
No. of Pages:08
File Size:0.56MB

No comments:

Post a Comment