জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
![]() |
GK Questions and Answers in Bengali Part-02 |
1. ২০১১ সালের জনগণনা ভারতের কততম জনগণনা ?
উঃ ১৫ তম
2. নীলদর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
3. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি ?
উঃ সোডিয়াম কার্বনেট
4. পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উঃ ওড়িশা
5. কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯৩০ সালে
6. ডবল ড্রপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ভলিবল
7. পোড়া চুনের রাসায়নিক সংকেত কি ?
উঃ CaO
8. ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম কোথায় রয়েছে ?
উঃ নিউ দিল্লি
9. সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল ?
উঃ পাটুলিপুত্র
10. হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ নবগোপাল মিত্র
11. দার্জিলিং চা কত সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল ?
উঃ ২০০৪ সালে
12. নন্দনকানন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ওড়িশা
13. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?
উঃ করমন্ডল উপকূলে
14. কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উঃ এন্টোমোলজি
15. ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
16. চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উঃ দ্বিতীয় পুলকেশি
17. কোন দিনটিকে মহাবিষুব বলা হয় ?
উঃ ২১শে মার্চ
18. রবি শস্য কোন ঋতুতে রোপন করা হয় ?
উঃ শীতকাল
19. SI পদ্ধতিতে তাপমাত্রার একক -
উঃ কেলভিন
20. শ্রাব্যতা পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?
উঃ অডিওমিটার
21. Keibul Lamjao National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মণিপুর
22. কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন ?
উঃ রাষ্ট্রপতি
23. নিম্নলিখিতের মধ্যে ভারতের প্রথম রামসার সাইট কোনটি ?
উঃ চিল্কা হ্রদ
24. সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?
উঃ দক্ষিণ আফ্রিকা
25. আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল ?
উঃ পানামা খাল
26. নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালীন ফসল ?
উঃ জায়েদ ফসল
27. Asian Wrestling Championships 2024 এ ভারত কটি মেডেল জিতল ?
উঃ ৯টি
28. ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক কোনটি ?
উঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
29. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নয় ?
উঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল
30. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ?
উঃ ৩৬৮
31. প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয় ?
উঃ কোয়াশিওরকর
32. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল ?
উঃ দ্বিতীয় মহিপাল
33. দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ?
উঃ দেবিকা রানী
34. তেলেঙ্গানা কত সালে নতুন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ২০১৪
35. গৌতম বুদ্ধের নির্বাণ লাভ কোথায় হয়েছিল ?
উঃ বোধগয়াতে
36. বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ সাঁতার
37. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি ?
উঃ দামোদর
38. কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান ?
A. জিম করবেট জাতীয় উদ্যান
39. অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?
উঃ রাষ্ট্রপতি
40. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
41. মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় ?
উঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
42. আইহোল প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় ?
উঃ দ্বিতীয় পুলকেশী
43. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?
উঃ ৭৬.২৬%
44. মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে ?
উঃ নিউ দিল্লি
45. বৈদিক যুগে বর্তমানের সুতলেজ নদীর নাম কি ছিল ?
উঃ শতদ্রু
46. কোন দুটি দেশের মধ্যবর্তী স্থানে র্যাডক্লিফ রেখা অবস্থিত ?
উঃ ভারত ও পাকিস্তান
47. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?
উঃ সরোজিনী নাইডু
48. স্যাডলার কমিশন কবে গঠন করা হয় ?
উঃ ১৯১৭ সালে
49. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ শিশির কুমার ঘোষ
50. প্রথম কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ?
উঃ ব্যারাকপুরে
No comments:
Post a Comment