৫০টি পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব-০১
পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF |
ভূগোলের প্রশ্ন ও উত্তর
১. পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা- ২৩টি
২. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল- দক্ষিণ ২৪ পরগণা
৩. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা- কলকাতা
৪. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- সান্দাকফু
৫. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সঙ্গে সীমানা ভাগ করে- ৩টি
৬. হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পূর্ব মেদিনীপুর
৭. জয়চন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
৮. মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া
৯. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে- ব্যারাকপুর
১০. পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে- ৬টি
১১. পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি- আলিপুরদুয়ার
১২. গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি
১৩. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগনা
১৪. পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে- ৫
১৫. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে- সিকিম
১৬. পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সঙ্গে দীর্ঘতম সীমানা রয়েছে- ঝাড়খণ্ড
১৭. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি
১৮. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়- বর্ধমান
১৯. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ
২০. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু- জয়ী সেতু
২১. পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন- মনোজ পন্থ
২২. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি- দামোদর
২৩. পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- ৪
২৪. ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া
২৫. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
২৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনে শীর্ষে রয়েছে- কোচবিহার
২৭. ভান্ডারী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
২৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত- ৭৬.২৬%
২৯. পশ্চিমবঙ্গে কটি রামসার সাইট রয়েছে- ২টি
৩০. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি- মেছো বিড়াল
৩১. মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম
৩২. বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া
৩৩. পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়- বিটুমিনাস
৩৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র উৎপাদন করা হয়- বাঁকুড়া
৩৫. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি- পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি
৩৬. ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া
৩৭. IISCO ইস্পাত কারখানায় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত- পশ্চিম বর্ধমান
৩৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রস্রবণ দেখা যায়- বীরভূম
৩৯. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়- বর্ধমান
৪০. পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত- আলিপুরদুয়ার
৪১. বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- আলিপুরদুয়ার
৪২. গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী- মালদা
৪৩. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সঙ্গে সীমানা ভাগ করে- ৩টি
৪৪. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত- দক্ষিণ ২৪ পরগণা
৪৫. পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে- ৫টি
৪৬. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া
৪৭. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- আলিপুরদুয়ার
৪৮. ঘুম রেলস্টেশন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দার্জিলিং
৪৯. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- জলদাপাড়া জাতীয় উদ্যান
৫০. Ballabhpur Wild Life Sanctuary পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:03
File Size:0.25MB
No comments:
Post a Comment