Breaking




Sunday, September 29, 2024

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF

৫০টি পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব-০১ 

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF
পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ৫০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

ভূগোলের প্রশ্ন ও উত্তর

১. পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা- ২৩টি 

২. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল- দক্ষিণ ২৪ পরগণা 

৩. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা- কলকাতা 

৪. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি-  সান্দাকফু  

৫. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সঙ্গে সীমানা ভাগ করে- ৩টি

৬. হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পূর্ব মেদিনীপুর

৭. জয়চন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

৮. মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া

৯. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে- ব্যারাকপুর

১০. পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে- ৬টি

১১.  পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি- আলিপুরদুয়ার

১২. গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি

১৩. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগনা

১৪. পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে- ৫

১৫. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে- সিকিম

১৬. পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সঙ্গে দীর্ঘতম সীমানা রয়েছে- ঝাড়খণ্ড

১৭. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি

১৮. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়- বর্ধমান

১৯. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ

২০. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু- জয়ী সেতু

২১. পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন- মনোজ পন্থ

২২. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি- দামোদর

২৩. পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- ৪

২৪. ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া

২৫. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

২৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনে শীর্ষে রয়েছে- কোচবিহার

২৭. ভান্ডারী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

২৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত- ৭৬.২৬%

২৯. পশ্চিমবঙ্গে কটি রামসার সাইট রয়েছে- ২টি

৩০. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি- মেছো বিড়াল

৩১. মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম

৩২. বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া

৩৩. পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়- বিটুমিনাস

৩৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র উৎপাদন করা হয়- বাঁকুড়া

৩৫. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি- পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি

৩৬. ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া

৩৭. IISCO ইস্পাত কারখানায় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত- পশ্চিম বর্ধমান 

৩৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রস্রবণ দেখা যায়- বীরভূম

৩৯. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়- বর্ধমান 

৪০. পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত- আলিপুরদুয়ার

৪১. বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- আলিপুরদুয়ার

৪২. গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী- মালদা 

৪৩. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সঙ্গে সীমানা ভাগ করে- ৩টি

৪৪. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত- দক্ষিণ ২৪ পরগণা

৪৫. পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে- ৫টি

৪৬. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া

৪৭. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- আলিপুরদুয়ার

৪৮. ঘুম রেলস্টেশন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দার্জিলিং 

৪৯. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- জলদাপাড়া জাতীয় উদ্যান 

৫০. Ballabhpur Wild Life Sanctuary পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: ৫০টি পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.25MB

Click Here to Download

No comments:

Post a Comment