১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF
![]() |
১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF |
1. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড
2. সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়- পৃথিবী
3. মায়ানমারের মুদ্রার নাম কি- কিয়াত
4. স্লেট কি ধরনের শিলা- রূপান্তরিত শিলা
5. ভারতের উত্তরতম বিন্দু কোনটি- ইন্দিরা কল
6. কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে- বাংলাদেশ
7. Mukundra Hills National Park কোন রাজ্যে অবস্থিত- আসাম
8. পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়- শুক্র
9. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত- মহানন্দা
10. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত- মহানন্দা
11. ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে- গোদাব
12. Mudumalai National Park ভারতের কোন রাজ্যে রয়েছে- তামিলনাড়ু
13. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত- অন্ধ্রপ্রদেশ
14. Soochipara Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত- কেরালা
15. বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়- ট্রপোস্ফিয়ার
16. পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- ৪
17. বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভুমি কোনটি- সাহারা
18. FIH এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড
19. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- দামোদর
20. কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত- কর্ণাটক
21. কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়- গোদাবরী
22. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অভ্র উৎপাদন করা হয়- বাঁকুড়া, পুরুলিয়া
23. উকাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- তাপ্তি
24. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত- আফ্রিকা
25. SAARC এর সদস্য দেশ কয়টি- ৮টি
26. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি- ক্যাম্পিয়ান
27. Mettur Dam কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু
28. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম- বিহার
29. দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ
30. মহাবিষুব কত তারিখে হয়- ২১শে মার্চ
31. বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- গডউইন অস্টিন
32. গম চাষের জন্য কোন মাটি ভালো- দোয়াশ মাটি
33. গণ্ডক কোন নদীর উপনদী- গঙ্গা
34. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়- দোয়াব
35. সম্বলপুরী ভারতের কোন রাজ্যের নৃত্য- ওড়িশা
36. পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত- আলিপুরদুয়ার
37. ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- সাতপুরা
38. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড
39. দক্ষিণ ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয়- কাবেরী
40. National Gandhi Meuseum ভারতের কোথায় রয়েছে- নিউ দিল্লি
41. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের কততম স্থান- দ্বিতীয়
42. Sky river কোন নদীকে বলা হয়- ব্রহ্মপুত্র
43. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত- মেঘালয়
44. পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি- আলিপুরদুয়ার
45. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী- ব্রাজিল
46. গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় রয়েছে- আহমেদাবাদ
47. ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত- ৪টি
48. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত- সিকিম
49. ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান
50. ভাংড়া কোন রাজ্যের নৃত্য- পাঞ্জাব
51. সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল- ছোটনাগপুর মালভূমি
52. গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়- হিমবাহের সঞ্চয় কার্য
53. পাখির পায়ের মতো ব-দ্বীপ কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায়- মিসিসিপি
54. গিরিখাত কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়- নদী
55. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি- লাদাখ মালভূমি
56. সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি- বুধ
57. ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত- গ্রানাইট
58. আন্দিজ পর্বত কোথায় অবস্থিত- দক্ষিণ আমেরিকা
59. আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত- আগ্নেয় পর্বত
60. কোনটি ইন-সিটু সংরক্ষণের একটি উদাহরণ- বোটানিক্যাল গার্ডেন
61. ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি- ৮৫ টি
62. কোন দেশের রাজধানীর সংখ্যা তিনটি- দক্ষিণ আফ্রিকা
63. বায়ুমণ্ডলের প্রধান কয়টি স্তর- ৫টি
64. ভারতের প্রথম রামসার সাইট কোনটি- চিল্কা হ্রদ
65. ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে- ময়ূরাক্ষী
66. কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে- মধ্যপ্রদেশ
67. ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হল- নর্মদা
68. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু
69. হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়- ছত্তিশগড়
70. চাপচর কূট কোন রাজ্যের উৎসব- মিজোরাম
71. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি- রাজস্থান
72. নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত- সিকিম
73. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়- পামির মালভূমি
74. রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ
75. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়- ক্ষয় কার্য
76. বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি- অ্যাঞ্জেল জলপ্রপা
77. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি- আরাবল্লি
78. ছত্তিশগড় কত সালে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে- ২০০০ সালে
79. নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের উদাহরণ নয়- ব্যারেন
80. আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি- গোয়া
81. প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলে- ভাঙ্গর
82. মানস কোন নদীর উপনদী- ব্রহ্মপুত্র
83. কোনটি খারিফ ফসলের উদাহরণ- পাট
84. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
85. এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত- মহারাষ্ট্র
86. গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়- নিস
87. ভারতের দীর্ঘতম উপনদী হল- যমুনা
88. Kanha National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
89. ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি- ইন্দিরা পয়েন্ট
90. গ্রানাইট কি ধরনের শিলা- আগ্নেয় শিলা
91. বামন গ্রহর উদাহরণ নয়- ফোবোস
92. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি- শুক্র
93. সেরেস কি ধরনের গ্রহ- বামন গ্রহ
94. কত তারিখে জলবিষুব ঘটে- ২৩শে সেপ্টেম্বর
95. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- ধূপগড়
96. কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য ভালো- কৃষ্ণ মৃত্তিকা
97. Lotus Temple কোথায় অবস্থিত- নিউ দিল্লি
98. ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- শতদ্রু
99. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত- কৃষ্ণা
100. Tehri Dam কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখণ্ড
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:06
File Size:0.30MB
No comments:
Post a Comment