Breaking




Thursday, October 3, 2024

১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF

১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF

১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF
১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
ভূগোলের প্রশ্ন ও উত্তর

1. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড

2. সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়- পৃথিবী

3. মায়ানমারের মুদ্রার নাম কি- কিয়াত

4. স্লেট কি ধরনের শিলা- রূপান্তরিত শিলা

5. ভারতের উত্তরতম বিন্দু কোনটি- ইন্দিরা কল

6. কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে- বাংলাদেশ

7. Mukundra Hills National Park কোন রাজ্যে অবস্থিত- আসাম

8. পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়- শুক্র

9. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত- মহানন্দা

10. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত- মহানন্দা

11. ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে- গোদাব

12. Mudumalai National Park ভারতের কোন রাজ্যে রয়েছে- তামিলনাড়ু

13. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত- অন্ধ্রপ্রদেশ

14. Soochipara Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত- কেরালা

15. বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়- ট্রপোস্ফিয়ার

16. পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- ৪

17. বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভুমি কোনটি- সাহারা

18. FIH এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড

19. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- দামোদর

20. কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত- কর্ণাটক

21. কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়- গোদাবরী

22. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অভ্র উৎপাদন করা হয়- বাঁকুড়া, পুরুলিয়া

23. উকাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- তাপ্তি

24. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত- আফ্রিকা

25. SAARC এর সদস্য দেশ কয়টি- ৮টি

26. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি- ক্যাম্পিয়ান

27. Mettur Dam কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু

28. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম- বিহার

29. দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ

30. মহাবিষুব কত তারিখে হয়- ২১শে মার্চ

31. বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- গডউইন অস্টিন

32. গম চাষের জন্য কোন মাটি ভালো- দোয়াশ মাটি

33. গণ্ডক কোন নদীর উপনদী- গঙ্গা

34. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়- দোয়াব

35. সম্বলপুরী ভারতের কোন রাজ্যের নৃত্য- ওড়িশা

36. পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত- আলিপুরদুয়ার

37. ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- সাতপুরা

38. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড

39. দক্ষিণ ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয়- কাবেরী

40. National Gandhi Meuseum ভারতের কোথায় রয়েছে- নিউ দিল্লি

41. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের কততম স্থান- দ্বিতীয়

42. Sky river কোন নদীকে বলা হয়- ব্রহ্মপুত্র

43. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত- মেঘালয়

44. পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি- আলিপুরদুয়ার

45. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী- ব্রাজিল

46. গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় রয়েছে- আহমেদাবাদ

47. ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত- ৪টি

48. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত- সিকিম

49. ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান

50. ভাংড়া কোন রাজ্যের নৃত্য- পাঞ্জাব

51. সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল- ছোটনাগপুর মালভূমি

52. গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়- হিমবাহের সঞ্চয় কার্য

53. পাখির পায়ের মতো ব-দ্বীপ কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায়- মিসিসিপি

54. গিরিখাত কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়- নদী

55. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি- লাদাখ মালভূমি

56. সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি- বুধ

57. ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত- গ্রানাইট

58. আন্দিজ পর্বত কোথায় অবস্থিত- দক্ষিণ আমেরিকা

59. আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত- আগ্নেয় পর্বত

60. কোনটি ইন-সিটু সংরক্ষণের একটি উদাহরণ- বোটানিক্যাল গার্ডেন

61. ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি- ৮৫ টি

62. কোন দেশের রাজধানীর সংখ্যা তিনটি- দক্ষিণ আফ্রিকা

63. বায়ুমণ্ডলের প্রধান কয়টি স্তর- ৫টি

64. ভারতের প্রথম রামসার সাইট কোনটি- চিল্কা হ্রদ 

65. ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে- ময়ূরাক্ষী

66. কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে- মধ্যপ্রদেশ

67. ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হল- নর্মদা

68. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু

69. হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়- ছত্তিশগড়

70. চাপচর কূট কোন রাজ্যের উৎসব- মিজোরাম

71. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি- রাজস্থান

72. নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত- সিকিম

73. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়- পামির মালভূমি

74. রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ 

75. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়- ক্ষয় কার্য

76. বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি- অ্যাঞ্জেল জলপ্রপা

77. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি- আরাবল্লি

78. ছত্তিশগড় কত সালে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে- ২০০০ সালে

79. নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের উদাহরণ নয়- ব্যারেন

80. আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি- গোয়া

81. প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলে- ভাঙ্গর

82. মানস কোন নদীর উপনদী- ব্রহ্মপুত্র

83. কোনটি খারিফ ফসলের উদাহরণ- পাট

84. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

85. এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত- মহারাষ্ট্র

86. গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়- নিস

87. ভারতের দীর্ঘতম উপনদী হল- যমুনা

88. Kanha National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ

89. ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি- ইন্দিরা পয়েন্ট

90. গ্রানাইট কি ধরনের শিলা- আগ্নেয় শিলা

91. বামন গ্রহর উদাহরণ নয়- ফোবোস

92. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি- শুক্র

93. সেরেস কি ধরনের গ্রহ- বামন গ্রহ

94. কত তারিখে জলবিষুব ঘটে- ২৩শে সেপ্টেম্বর

95. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- ধূপগড়

96. কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য ভালো- কৃষ্ণ মৃত্তিকা

97. Lotus Temple কোথায় অবস্থিত- নিউ দিল্লি

98. ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- শতদ্রু

99. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত- কৃষ্ণা

100. Tehri Dam কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখণ্ড 

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: ১০০টি ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:06
File Size:0.30MB

Click Here to Download

No comments:

Post a Comment