Breaking




Monday, October 7, 2024

২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF

২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF 

২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF

Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। জিকের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জিকের প্রশ্ন ও উত্তর


1. BRICS এর সদর দফতর কোথায় অবস্থিত- সাংহাই

2. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে- ৩৬৮

3. বিশ্বের প্রথম ১০০ শতাংশ বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করেছে কোন দেশ- ভারত

4. অক্টোপাসের গমনাঙ্গের নাম- সাইফন

5. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন-কুতুবউদ্দিন আইবক

6. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরুপ- ড্রামলিন

7. ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত-দাদাসাহেব ফালকে 

8. Onam Festival কোন রাজ্যে পালন করা হয়- কেরালা

9. তামাশা ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী-মহারাষ্ট্র 

10. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে- 14-18

11. ভবানী পাঠক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

12. বিপাশা কোন নদীর উপনদী- সিন্ধু

13. ফ্রিস্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ- সাঁতার

14. ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত- উত্তরাখণ্ড

15. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশে

16. মহাবীরের প্রতীক কি- সিংহ

17. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৭৮৪ সালে

18. প্যারামেসিয়ামের গমন পদ্ধতি কি- সিলিয়ারী গমন

19. সখ্য সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ

20. মানবদেহে সবচেয়ে ছোট অস্থি হল- স্টেপিস 

21. বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়- কোশী

22. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর- এক্সোস্ফিয়ার

23. ভারতে প্রথম কোথায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল- ঘুসুরি

24. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল- ১৯৫১ সালে

25. নক আউট শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত- বক্সিং 

26. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে Automobile In-Plant Railway Siding প্রোজেক্ট লঞ্চ করেছেন- গুজরাটে

27. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- আসাম

28. গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি

29. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি

30. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়- ২১শে মার্চ

31. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ওড়িশা

32. ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল- ১৮১৫ সালে

33. চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল- বিহার

34. পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ 

35. Rangaswamy Cup কোন খেলার সঙ্গে যুক্ত- হকি

36. গৌর কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়- বায়ুপ্রবাহ

37. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল- দ্বিতীয় মহিপাল

38. পরেশনাথ পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খণ্ড 

39. লাফিং গ্যাস বলা হয়- নাইট্রাস অক্সাইডক

40. বিজয়স্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান

41. স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত- উদ্যান পালন ও মধু 

42. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত

43. মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- বরাকর

44. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত- পাঞ্জাব 

45. লখনউ কোন নদীর তীরে অবস্থিত- গোমতী

46. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি-সোডিয়াম বাই কার্বনেট

47. Masters Tournament কোন খেলার সঙ্গে যুক্ত- গল্ফ

48. Birsa Munda International Hockey Stadium কোন রাজ্যে অবস্থিত- ওড়িশা

49. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে

50. পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান

51. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত- ২৫ বছর

52. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৮৫ সালে

53. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথে

54. চক্রবর্তী রাজাগোপালাচারী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন- ১৯৫৪ সালে

55. World Bank Climate Fund পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি- গোয়া

56. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়- ২৩শে জুন

57. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি- অন্ধ্রপ্রদেশ

58. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে

59. মায়ানমারের মুদ্রার নাম কি- কিয়াত

60. Indravati National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- ছত্তিশগড়

61. খসড়া কমিটি কত সালে গঠন করা হয়েছিল-১৯৪৭ সালে

62. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি নিয়োগ করে থাকেন- রাষ্ট্রপতি

63. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল- ব্রোঞ্জ যুগ 

64. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি- মানা পাস 

65. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন- শ্যামজী কৃষ্ণ বর্মা 

66. কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়- কর্ণাটকে

67. নন্দাদেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ- গারোয়াল

68. রৌপ্য টঙ্কা কে প্রবর্তন করেছিলেন- ইলতুৎমিস

69. Vantawang Falls ভারতের কোন রাজ্যে- মণিপুর

70. সোনালি তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত- পাট

71. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৮৫ সালে

72. তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল- ১২১৬ সালে

73. Indriamma Indlu Housing Scheme কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন- তেলেঙ্গানার

74. Gender Inequality Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP

75. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে- লঘুমস্তিষ্ক

76. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন- লর্ড পেথিক লরেন্স

77. ভারতের রূঢ় কাকে বলা হয়- দুর্গাপুর

78. Elephanta Cave কোন রাজ্যে অবস্থিত- মহারাষ্ট্র

79. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

80. বাগদাদ কোন দেশের রাজধানী- ইরাক

81. রামচরিতমানস কার লেখা- তুলসীদাস

82. রবি শস্য কোন সময়ে রোপন করা হয়-অক্টোবর-নভেম্বর

83. ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি-১৮ট ি

84. ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন- জওহরলাল নেহেরু

85. ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপাদন হয়- কেরালা

86. কোন গুপ্ত শাসকে কবিরাজ বলা হয়- সমুদ্রগুপ্ত

87. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয়- ২৪শে অক্টোবর

88. পৃথিবীর অপসুর অবস্থান কোন মাসে হয়- জুলাই

89. কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে- ২১শে জুন

90. URL-এর পুরো নাম কি- Uniform Resource Locator

91. শিলার অধ্যয়নকে কি বলে- পেট্রোলজি

92. ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে- ৫

93. জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন- লক্ষণ সেন

94. জেমু হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে- তিস্তা

95. কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়-ক্লোরোপ্লাস্ট

96. বিলিরুবিন কোথায় তৈরি হয়- যকৃৎ

97. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- বৈশালী

98. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়-সাংবাদিকতা 

99. ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়- কলা, সাহিত্য ও বিজ্ঞান

100. কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়- সাহিত্য

101.  ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য- গুজরাট

102.  গারবা ভারতের কোন রাজ্যের নৃত্য-গুজরাট

103. লাবনী ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী- মহারাষ্ট্র

104. ১০° চ্যানেল- আন্দামান ও নিকোবর

105. ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয়- মাদুরাই

106. কত্থক কোন রাজ্যের নৃত্য- উত্তরপ্রদেশ

107. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত- ৭৪.০৪%

108. ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে- মহারাষ্ট্র

109. মরিচিকা কি ধরনের প্রতিবিম্ব- অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

110. কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট- পূর্ব কলকাতা জলাভূমি 

111. কোহিমা কোন রাজ্যের রাজধানী- নাগাল্যান্ড

112. ডিপথেরিয়া কি ঘটিত রোগ- ব্যাকটেরিয়া

113. বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়- ১৯৮০ সালে

114. সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৩৬ সালে

115. মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায়- ফরমিক অ্যাসিড

116. কলকাতায় মেট্রোরেল কত সালে চালু হয়েছিল- ১৯৮৪ সালে

117. কোনটি সিসমোন্যাস্টিক চলনের একটি- লজ্জাবতী

118. মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি-স্টেপিডিয়াস

119. UNESCO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল-১৯৪৫ সালে

120. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন- ঔরঙ্গজেব

121. অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়- গণিত

122. বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড

123. রাউর কেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত- ব্রাহ্মণী

124. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- উত্তরপ্রদেশ

125. নীলগিরি মাউনটেন রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা পেয়েছে- ২০০৫ সালে

126. ৯° চ্যানেল অবস্থিত- লাক্ষাদ্বীপ ও মিনিকয়

127. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে- আমেরিকা

128. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে- সোভিয়েত ইউনিয়ন

129. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন-লর্ড রিপন

130. মনসবদারী প্রথা প্রবর্তন করেছিলেন- আকবর

131. ভারতে সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল- ২০১১ সালে 

132. মল্লর রাজধানী কি ছিল- কুশিনগর

133. Living root bridge ভারতের কোন রাজ্যে অবস্থিত- মেঘালয়

134. কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে- গুজরাট 

135. কোন নদীকে আসামের জীবনরেখা বলা হয়- ব্রহ্মপুত্র

136. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল- ১৯৩২ সালে

137. কল্পসূত্র কে রচনা করেছিলেন- ভদ্রবাহু

138. পারদের স্ফুটনাঙ্ক- ৩৫৭°C

139. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট

140. বিবর্তনবাদের জনক কে- ডারউইন

141. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

142. দীন-ই-ইলাহী প্রবর্তন করেছিলেন- আকবর

143. ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত- অন্ধ্রপ্রদেশ

144. কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয়- হরিয়ানা

145. ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়- পশ্চিমবঙ্গ

146. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়- গুজরাট

147. ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে- তামিলনাড়ু

148. কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়- কর্ণাটকে

149. SAARC-এর সদর দফতর কোথায় অবস্থিত- কাঠমান্ডু

150. আপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়- হিমাচল প্রদেশ

151. জাপানের মুদ্রার নাম কি- ইয়েন

152. ক্যাডমিয়ামের দূষণের ফলে কোন রোগটি হয়- ইতাই-ইতাই

153. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়- করমন্ডল উপকূলে

154. NATO-এর সদর দফতর কোথায় অবস্থিত-ব্রাসেলস

155. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- কাবেরী

156. কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী- নর্মদা

157. ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে- গোদাবরী

158. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম গানটি দেওয়া হয়েছিল- ১৮৯৬

159. গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- ১৯২৪ সালে 

160. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু

161. যামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত ছিলেন- কুচিপুড়ি

162. কোন নদীর অপর নাম শাল নদী- কোপাই নদী

163. জাগরী উপন্যাসের রচয়িতা হলেন- সতীনাথ ভাদুরি

164. রিয়াদ কোন দেশের রাজধানী- সৌদি আরব

165. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস

166. সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল- মহেঞ্জোদারোতে

167. উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়- পাইরোমিটার

168. জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন- আর্কিমিডিস

169. কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্টিত হয়েছিল- ১৯৮২ সালে 

170. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে থাকেন- উপ-রাষ্ট্রপতি

171. দীপন প্রাবল্যের SI একক কি- ক্যান্ডেলা 

172. তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি- রামচন্দ্র পান্ডুরং

173. গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়- হিমবাহের সঞ্চয় কার্য 

174. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম- বিহার

175. দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ

176. ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল- ১৯৪৬ সালে

177. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন

178. কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কর্তা কে- প্ল্যাঙ্ক

179. ছোলার ভোজ্য অংশকে কি বলা হয়- বীজপত্র

180. একটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ-বোটানিক্যাল গার্ডেন

181. ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি- ৮৫ টি

182. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৮২ সালে

183. সম্রাট অশোকের রাজধানী ছিল- পাটলিপুত্র 

184. দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের শাসক ছিলেন- চালুক্য

185. নাইট্রোজেনের সর্বাধিক কতগুলি সমযোজী বন্ধন হতে পারে- 4

186. কোন নদীকে গোয়ার জীবনরেখা বলা হয়-মান্ডোবি

187. গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় রয়েছে-আহমেদাবাদ

188. ভারতের দীর্ঘতম খাল কোনটি- ইন্দিরা গান্ধী খাল

189. মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়- ১৮৩৫ খ্রিস্টাব্দে

190. ইলবার্ট বিল প্রবর্তন করেন- লর্ড রিপন

191. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন- ঈশ্বরচন্দ্র গুপ্ত

192. মহাবিদ্রোহ কত সালে সংগঠিত- ১৮৫৭ সালে

193. ভারতের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

194. নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে- ভরত মুনি  

195. World Animal Day কবে পালন করা হয়- ৪ঠা অক্টোবর

196. শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়- ১৮০০ সালে

197. নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত- কর্ণাটক

198. ফা-হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

199. ভারতের শস্যাগার কোন রাজ্যকে বলা হয়- পাঞ্জাব

200. পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি- মালাক্কা প্রণালী 

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: ২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:12
File Size:0.37MB

Click Here to Download

No comments:

Post a Comment