২০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
জিকের প্রশ্ন ও উত্তর
1. BRICS এর সদর দফতর কোথায় অবস্থিত- সাংহাই
2. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে- ৩৬৮
3. বিশ্বের প্রথম ১০০ শতাংশ বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করেছে কোন দেশ- ভারত
4. অক্টোপাসের গমনাঙ্গের নাম- সাইফন
5. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন-কুতুবউদ্দিন আইবক
6. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরুপ- ড্রামলিন
7. ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত-দাদাসাহেব ফালকে
8. Onam Festival কোন রাজ্যে পালন করা হয়- কেরালা
9. তামাশা ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী-মহারাষ্ট্র
10. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে- 14-18
11. ভবানী পাঠক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
12. বিপাশা কোন নদীর উপনদী- সিন্ধু
13. ফ্রিস্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ- সাঁতার
14. ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত- উত্তরাখণ্ড
15. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশে
16. মহাবীরের প্রতীক কি- সিংহ
17. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৭৮৪ সালে
18. প্যারামেসিয়ামের গমন পদ্ধতি কি- সিলিয়ারী গমন
19. সখ্য সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
20. মানবদেহে সবচেয়ে ছোট অস্থি হল- স্টেপিস
21. বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়- কোশী
22. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর- এক্সোস্ফিয়ার
23. ভারতে প্রথম কোথায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল- ঘুসুরি
24. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল- ১৯৫১ সালে
25. নক আউট শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত- বক্সিং
26. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে Automobile In-Plant Railway Siding প্রোজেক্ট লঞ্চ করেছেন- গুজরাটে
27. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- আসাম
28. গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি
29. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি
30. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়- ২১শে মার্চ
31. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ওড়িশা
32. ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল- ১৮১৫ সালে
33. চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল- বিহার
34. পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
35. Rangaswamy Cup কোন খেলার সঙ্গে যুক্ত- হকি
36. গৌর কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়- বায়ুপ্রবাহ
37. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল- দ্বিতীয় মহিপাল
38. পরেশনাথ পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খণ্ড
39. লাফিং গ্যাস বলা হয়- নাইট্রাস অক্সাইডক ে
40. বিজয়স্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান
41. স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত- উদ্যান পালন ও মধু
42. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত
43. মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- বরাকর
44. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত- পাঞ্জাব
45. লখনউ কোন নদীর তীরে অবস্থিত- গোমতী
46. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি-সোডিয়াম বাই কার্বনেট
47. Masters Tournament কোন খেলার সঙ্গে যুক্ত- গল্ফ
48. Birsa Munda International Hockey Stadium কোন রাজ্যে অবস্থিত- ওড়িশা
49. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে
50. পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান
51. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত- ২৫ বছর
52. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৮৫ সালে
53. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথে
54. চক্রবর্তী রাজাগোপালাচারী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন- ১৯৫৪ সালে
55. World Bank Climate Fund পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি- গোয়া
56. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়- ২৩শে জুন
57. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি- অন্ধ্রপ্রদেশ
58. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে
59. মায়ানমারের মুদ্রার নাম কি- কিয়াত
60. Indravati National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- ছত্তিশগড়
61. খসড়া কমিটি কত সালে গঠন করা হয়েছিল-১৯৪৭ সালে
62. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি নিয়োগ করে থাকেন- রাষ্ট্রপতি
63. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল- ব্রোঞ্জ যুগ
64. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি- মানা পাস
65. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন- শ্যামজী কৃষ্ণ বর্মা
66. কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়- কর্ণাটকে
67. নন্দাদেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ- গারোয়াল
68. রৌপ্য টঙ্কা কে প্রবর্তন করেছিলেন- ইলতুৎমিস
69. Vantawang Falls ভারতের কোন রাজ্যে- মণিপুর
70. সোনালি তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত- পাট
71. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৮৫ সালে
72. তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল- ১২১৬ সালে
73. Indriamma Indlu Housing Scheme কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন- তেলেঙ্গানার
74. Gender Inequality Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP
75. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে- লঘুমস্তিষ্ক
76. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন- লর্ড পেথিক লরেন্স
77. ভারতের রূঢ় কাকে বলা হয়- দুর্গাপুর
78. Elephanta Cave কোন রাজ্যে অবস্থিত- মহারাষ্ট্র
79. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
80. বাগদাদ কোন দেশের রাজধানী- ইরাক
81. রামচরিতমানস কার লেখা- তুলসীদাস
82. রবি শস্য কোন সময়ে রোপন করা হয়-অক্টোবর-নভেম্বর
83. ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি-১৮ট ি
84. ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন- জওহরলাল নেহেরু
85. ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপাদন হয়- কেরালা
86. কোন গুপ্ত শাসকে কবিরাজ বলা হয়- সমুদ্রগুপ্ত
87. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয়- ২৪শে অক্টোবর
88. পৃথিবীর অপসুর অবস্থান কোন মাসে হয়- জুলাই
89. কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে- ২১শে জুন
90. URL-এর পুরো নাম কি- Uniform Resource Locator
91. শিলার অধ্যয়নকে কি বলে- পেট্রোলজি
92. ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে- ৫
93. জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন- লক্ষণ সেন
94. জেমু হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে- তিস্তা
95. কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়-ক্লোরোপ্লাস্ট
96. বিলিরুবিন কোথায় তৈরি হয়- যকৃৎ
97. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- বৈশালী
98. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়-সাংবাদিকতা
99. ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়- কলা, সাহিত্য ও বিজ্ঞান
100. কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয়- সাহিত্য
101. ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য- গুজরাট
102. গারবা ভারতের কোন রাজ্যের নৃত্য-গুজরাট
103. লাবনী ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী- মহারাষ্ট্র
104. ১০° চ্যানেল- আন্দামান ও নিকোবর
105. ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয়- মাদুরাই
106. কত্থক কোন রাজ্যের নৃত্য- উত্তরপ্রদেশ
107. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত- ৭৪.০৪%
108. ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে- মহারাষ্ট্র
109. মরিচিকা কি ধরনের প্রতিবিম্ব- অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
110. কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট- পূর্ব কলকাতা জলাভূমি
111. কোহিমা কোন রাজ্যের রাজধানী- নাগাল্যান্ড
112. ডিপথেরিয়া কি ঘটিত রোগ- ব্যাকটেরিয়া
113. বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়- ১৯৮০ সালে
114. সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৩৬ সালে
115. মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায়- ফরমিক অ্যাসিড
116. কলকাতায় মেট্রোরেল কত সালে চালু হয়েছিল- ১৯৮৪ সালে
117. কোনটি সিসমোন্যাস্টিক চলনের একটি- লজ্জাবতী
118. মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি-স্টেপিডিয়াস
119. UNESCO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল-১৯৪৫ সালে
120. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন- ঔরঙ্গজেব
121. অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়- গণিত
122. বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড
123. রাউর কেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত- ব্রাহ্মণী
124. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- উত্তরপ্রদেশ
125. নীলগিরি মাউনটেন রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা পেয়েছে- ২০০৫ সালে
126. ৯° চ্যানেল অবস্থিত- লাক্ষাদ্বীপ ও মিনিকয়
127. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে- আমেরিকা
128. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে- সোভিয়েত ইউনিয়ন
129. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন-লর্ড রিপন
130. মনসবদারী প্রথা প্রবর্তন করেছিলেন- আকবর
131. ভারতে সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল- ২০১১ সালে
132. মল্লর রাজধানী কি ছিল- কুশিনগর
133. Living root bridge ভারতের কোন রাজ্যে অবস্থিত- মেঘালয়
134. কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে- গুজরাট
135. কোন নদীকে আসামের জীবনরেখা বলা হয়- ব্রহ্মপুত্র
136. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল- ১৯৩২ সালে
137. কল্পসূত্র কে রচনা করেছিলেন- ভদ্রবাহু
138. পারদের স্ফুটনাঙ্ক- ৩৫৭°C
139. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট
140. বিবর্তনবাদের জনক কে- ডারউইন
141. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস
142. দীন-ই-ইলাহী প্রবর্তন করেছিলেন- আকবর
143. ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত- অন্ধ্রপ্রদেশ
144. কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয়- হরিয়ানা
145. ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়- পশ্চিমবঙ্গ
146. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়- গুজরাট
147. ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে- তামিলনাড়ু
148. কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়- কর্ণাটকে
149. SAARC-এর সদর দফতর কোথায় অবস্থিত- কাঠমান্ডু
150. আপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়- হিমাচল প্রদেশ
151. জাপানের মুদ্রার নাম কি- ইয়েন
152. ক্যাডমিয়ামের দূষণের ফলে কোন রোগটি হয়- ইতাই-ইতাই
153. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়- করমন্ডল উপকূলে
154. NATO-এর সদর দফতর কোথায় অবস্থিত-ব্রাসেলস
155. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- কাবেরী
156. কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী- নর্মদা
157. ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে- গোদাবরী
158. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম গানটি দেওয়া হয়েছিল- ১৮৯৬
159. গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- ১৯২৪ সালে
160. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু
161. যামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত ছিলেন- কুচিপুড়ি
162. কোন নদীর অপর নাম শাল নদী- কোপাই নদী
163. জাগরী উপন্যাসের রচয়িতা হলেন- সতীনাথ ভাদুরি
164. রিয়াদ কোন দেশের রাজধানী- সৌদি আরব
165. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস
166. সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল- মহেঞ্জোদারোতে
167. উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়- পাইরোমিটার
168. জলের প্লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন- আর্কিমিডিস
169. কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্টিত হয়েছিল- ১৯৮২ সালে
170. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে থাকেন- উপ-রাষ্ট্রপতি
171. দীপন প্রাবল্যের SI একক কি- ক্যান্ডেলা
172. তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি- রামচন্দ্র পান্ডুরং
173. গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়- হিমবাহের সঞ্চয় কার্য
174. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম- বিহার
175. দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ
176. ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল- ১৯৪৬ সালে
177. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন
178. কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কর্তা কে- প্ল্যাঙ্ক
179. ছোলার ভোজ্য অংশকে কি বলা হয়- বীজপত্র
180. একটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ-বোটানিক্যাল গার্ডেন
181. ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি- ৮৫ টি
182. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৮২ সালে
183. সম্রাট অশোকের রাজধানী ছিল- পাটলিপুত্র
184. দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের শাসক ছিলেন- চালুক্য
185. নাইট্রোজেনের সর্বাধিক কতগুলি সমযোজী বন্ধন হতে পারে- 4
186. কোন নদীকে গোয়ার জীবনরেখা বলা হয়-মান্ডোবি
187. গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় রয়েছে-আহমেদাবাদ
188. ভারতের দীর্ঘতম খাল কোনটি- ইন্দিরা গান্ধী খাল
189. মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়- ১৮৩৫ খ্রিস্টাব্দে
190. ইলবার্ট বিল প্রবর্তন করেন- লর্ড রিপন
191. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন- ঈশ্বরচন্দ্র গুপ্ত
192. মহাবিদ্রোহ কত সালে সংগঠিত- ১৮৫৭ সালে
193. ভারতের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস
194. নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে- ভরত মুনি
195. World Animal Day কবে পালন করা হয়- ৪ঠা অক্টোবর
196. শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়- ১৮০০ সালে
197. নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত- কর্ণাটক
198. ফা-হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
199. ভারতের শস্যাগার কোন রাজ্যকে বলা হয়- পাঞ্জাব
200. পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি- মালাক্কা প্রণালী
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:12
File Size:0.37MB
No comments:
Post a Comment