Breaking




Saturday, October 5, 2024

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

৫০টি পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর পর্ব-০১ 

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ৫০টি পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর

1. পলিথিন পোড়ানোর থেকে উৎপন্ন গ্যাস কি ক্ষতি করে- বায়ু দূষণ

2. পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হল- জল 

3. ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা- পরিবেশ

4. বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়- ১৯৮০ সালে

5. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ- ৭৮.০৮%

6. চেরনোবিল দুর্ঘটনা কিসের কারনে ঘটেছিল- পারমাণবিক বিস্ফোরণ 

7. কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়- ১৯৮৯ সালে 

8. DDT- এর পুরো নাম কি- Dichloro DiphenylTrichloroethane 

9. কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল- ১৯৮৪ সালে 

10. শিলা প্রধানত কয় প্রকার- ৩ প্রকার 

11. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়- ৫ই জুন

12. ভারতের অন্যতম প্রধান পরিবেশ সুরক্ষা আন্দোলন হল- চিপকো আন্দোলন

13. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়- সর্পগন্ধা

14. সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন- চিপকো আন্দোলন

15. পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হল- হাইড্রোজেন সালফাইড 

16. প্রেইরী তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়- উত্তর আমেরিকা

17. ICBN-এর পুরো নাম কি- International Code of Botanical Nomenclature

18. শব্দের তীব্রতা মাপার একক হল- ডেসিবেল 

19. দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয়- ইকোটন 

20. শ্বেত কয়লা কাকে বলে- জলবিদ্যুৎ শক্তি

21. স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা কে- এডওয়ার্ড জেনার

22. ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি- ১৮টি

23. ইকোলজি শব্দের প্রবর্তক- আর্নেস্ট হেকেল

24. নগ্ন জিন বলা হয়- নিউক্লিক অ্যাসিডকে 

25. FAO-এর ফুল ফর্ম কি- Food and Agricultural Organisation 

26. একটি গ্রিনহাউস গ্যাস হল- মিথেন

27.  ইন-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল- জীবজগৎ সংরক্ষণ

28.  দুটি পর্ণমোচী উদ্ভিদ হল- ম্যাপেল, ওক 

29.  বায়ুদূষণের জন্য দায়ী দুটি গ্যাসের নাম কি- কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড 

30. বায়ুমন্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয়- স্ট্র্যাটোস্ফিয়ার

31. জলবাহিত দুটি রোগের নাম- কলেরা, টাইফয়েড 

32. সিমা স্তরটির প্রধান দুটি উপাদান কি কি- সিলিকা ও ম্যাগনেসিয়াম 

33. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে- রিখটার স্কেলে 

34. PAN-এর পুরো নাম- পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট 

35. দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ- বায়ু ও সৌর শক্তি 

36. এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ- বোটানিক্যাল গার্ডেন 

37. প্রতিবছর International Day of Forests কবে পালন করা হয়- ২১শে এপ্রিল

38. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী- সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড 

39. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ- গ্লোবাল ওয়ার্মিং 

40. HIV এর পুরো নাম কি- Human Immnodeficiency Virus

41. মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয়- পারদ দূষণ

42.  ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

43.  মার্স গ্যাস বলা হয় কোন গ্যাস কে- মিথেন

44.  কত সালে ভারতে সুনামি হয়েছিল- ২০০৪

45.  নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল- ১৯৮৯ সালে

46. কালাজ্বরের প্রতিষেধক কি আবিষ্কার করেছিলেন- স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

47. ফাইলেরিয়া রোগের বাহক হল- কিউলেক্স

48. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী- ইউগ্লিনা

49. কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে- প্ল্যাটিপাস

50. AIDS-এর পুরো নাম- Human immunodeficiency virus infection and acquired immune deficiency syndrome

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: ৫০টি পরিবেশ বিদ্যা  প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.26MB

Click Here to Download

No comments:

Post a Comment