৫০টি পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর পর্ব-০১
![]() |
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF |
1. পলিথিন পোড়ানোর থেকে উৎপন্ন গ্যাস কি ক্ষতি করে- বায়ু দূষণ
2. পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হল- জল
3. ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা- পরিবেশ
4. বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়- ১৯৮০ সালে
5. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ- ৭৮.০৮%
6. চেরনোবিল দুর্ঘটনা কিসের কারনে ঘটেছিল- পারমাণবিক বিস্ফোরণ
7. কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়- ১৯৮৯ সালে
8. DDT- এর পুরো নাম কি- Dichloro DiphenylTrichloroethane
9. কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল- ১৯৮৪ সালে
10. শিলা প্রধানত কয় প্রকার- ৩ প্রকার
11. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়- ৫ই জুন
12. ভারতের অন্যতম প্রধান পরিবেশ সুরক্ষা আন্দোলন হল- চিপকো আন্দোলন
13. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়- সর্পগন্ধা
14. সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন- চিপকো আন্দোলন
15. পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হল- হাইড্রোজেন সালফাইড
16. প্রেইরী তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়- উত্তর আমেরিকা
17. ICBN-এর পুরো নাম কি- International Code of Botanical Nomenclature
18. শব্দের তীব্রতা মাপার একক হল- ডেসিবেল
19. দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয়- ইকোটন
20. শ্বেত কয়লা কাকে বলে- জলবিদ্যুৎ শক্তি
21. স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা কে- এডওয়ার্ড জেনার
22. ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি- ১৮টি
23. ইকোলজি শব্দের প্রবর্তক- আর্নেস্ট হেকেল
24. নগ্ন জিন বলা হয়- নিউক্লিক অ্যাসিডকে
25. FAO-এর ফুল ফর্ম কি- Food and Agricultural Organisation
26. একটি গ্রিনহাউস গ্যাস হল- মিথেন
27. ইন-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল- জীবজগৎ সংরক্ষণ
28. দুটি পর্ণমোচী উদ্ভিদ হল- ম্যাপেল, ওক
29. বায়ুদূষণের জন্য দায়ী দুটি গ্যাসের নাম কি- কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড
30. বায়ুমন্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয়- স্ট্র্যাটোস্ফিয়ার
31. জলবাহিত দুটি রোগের নাম- কলেরা, টাইফয়েড
32. সিমা স্তরটির প্রধান দুটি উপাদান কি কি- সিলিকা ও ম্যাগনেসিয়াম
33. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে- রিখটার স্কেলে
34. PAN-এর পুরো নাম- পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট
35. দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ- বায়ু ও সৌর শক্তি
36. এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ- বোটানিক্যাল গার্ডেন
37. প্রতিবছর International Day of Forests কবে পালন করা হয়- ২১শে এপ্রিল
38. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী- সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড
39. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ- গ্লোবাল ওয়ার্মিং
40. HIV এর পুরো নাম কি- Human Immnodeficiency Virus
41. মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয়- পারদ দূষণ
42. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
43. মার্স গ্যাস বলা হয় কোন গ্যাস কে- মিথেন
44. কত সালে ভারতে সুনামি হয়েছিল- ২০০৪
45. নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল- ১৯৮৯ সালে
46. কালাজ্বরের প্রতিষেধক কি আবিষ্কার করেছিলেন- স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
47. ফাইলেরিয়া রোগের বাহক হল- কিউলেক্স
48. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী- ইউগ্লিনা
49. কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে- প্ল্যাটিপাস
50. AIDS-এর পুরো নাম- Human immunodeficiency virus infection and acquired immune deficiency syndrome
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:03
File Size:0.26MB
No comments:
Post a Comment