Breaking




Thursday, October 24, 2024

GK Questions and Answers in Bengali Part-11

জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali 

GK Questions and Answers in Bengali Part-11
GK Questions and Answers in Bengali Part-11
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-11 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-১১ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জিকের প্রশ্ন ও উত্তর

1. DDT- এর পুরো নাম কি- Dichloro DiphenylTrichloroethane

2. কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল- ১২১৬ সালে

3. কিতাব-উল-রেহলা কার লেখা- ইবন বতুতা

4. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ- গ্লোবাল ওয়ার্মিং

5. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে- আমেরিকা

6. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন- সতীশচন্দ্র মুখোপাধ্যায়

7. NATO-র নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন- Mark Rutte

8. একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হল- সৌর শক্তি 

9. চাপচর কূট কোন রাজ্যের উৎসব- মিজোরাম

10. খালসা প্রথা কে চালু করেছিলেন- গুরু গোবিন্দ সিং

11. Cardiology কি সংক্রান্ত বিদ্যা- হৃৎপিণ্ড

12. চেরনোবিল দুর্ঘটনা কিসের কারনে ঘটেছিল- পারমাণবিক বিস্ফোরণ 

13. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ- ৭৮.০৮%

14. কলমকারী চিত্র শৈলীর উৎপত্তি কোন রাজ্যে- অন্ধ্রপ্রদেশ

15. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- জলদাপাড়া জাতীয় উদ্যান 

16. জল মহল কোন শহরে অবস্থিত- জয়পুর

17. ঘনত্বের SI একক কি- কিলোগ্রাম/ঘনমিটার

18. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী- ব্রাজিল

19. ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত- ৪টি

20. কোন রাজ্যে বেশি পরিমাণে বাদাম চাষ করা হয়- গুজরাট

21. Champions Trophy কোন খেলার সঙ্গে যুক্ত- ক্রিকেট

22. মোল কিসের একক- পদার্থের পরিমাণ

23. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল- ১৭৭০ খ্রিস্টাব্দে

24. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল- ১৫২৭ সালে

25. ICBN-এর পুরো নাম কি- International Code of Botanical Nomenclature

26. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন- ১৯৫৪ সালে

27. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত- ইন্দ্রাবতী

28. একটি পর্ণমোচী উদ্ভিদ হল- ওক

29. কোপাই নদী অপর নাম কি- শাল

30. কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত- ভারত ও চিন

31. FAO-এর ফুল ফর্ম কি- Food and Agricultural Organisation

32. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি

33. ইকোলজি শব্দের প্রবর্তক- আর্নেস্ট হেকেল

34. কোন দেশের রাজধানীর সংখ্যা তিনটি- দক্ষিণ আফ্রিকা

35. Rast Goftar কে প্রকাশ করেছিলেন- দাদাভাই নওরোজী

36. মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে- ধ্রিয়ান

37. স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা কে- এডওয়ার্ড জেনার

38. রাউর কেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত- ব্রাহ্মণী

39. নগ্ন জিন বলা হয়- নিউক্লিক অ্যাসিডকে

40. জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর ছিলেন- পার্শনাথ

41. National Law Day কবে পালন করা হয়- ২৬শে নভেম্বর

42. রায়পুর কোন রাজ্যের রাজধানী- ছত্তিশগড়

43. হিমোসিল কোন পর্বের প্রাণীতে থাকে- আর্থ্রোপোডা

44. ভারতের সর্বাধিক প্রশস্ততম জলপ্রপাত কোনটি- চিত্রকূট জলপ্রপাত

45. IISCO ইস্পাত কারখানায় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত- পশ্চিম বর্ধমান

46. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন- বাল গঙ্গাধর তিলক

47. মৃচ্ছকটিক গ্রন্থের রচয়িতা কে- শূদ্রক

48. Rajaji National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখণ্ড

49. ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি- মেঘালয়

50. দ্বিপদ নামকরণের প্রবক্তা- লিনিয়াস

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.26MB

Click Here to Download

No comments:

Post a Comment