১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর পর্ব-০২
১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF |
1. কারেঙ্গে ইয়া মারেঙ্গে- উক্তিটি গান্ধীজীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত- ভারতছাড়ো আন্দোলন
2. Poverty and Un-British Rule in India- গ্রন্থটি কার লেখা- দাদাভাই নওরোজী
3. ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন- মাওলানা হাসরাত মোহানি
4. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল- লর্ড ক্যানিং
5. চতুর্যাম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন- পার্শনাথ
6. বেঙ্গল গেজেট কত সালে প্রকাশিত হয়েছিল- ১৭৮০ সালে
7. মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে ডান্ডি পদযাত্রার শুরু করেছিলে- সবরমতী আশ্রম
8. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন- উমেশচন্দ্র দত্ত
9. অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়- ১৯২২ সালে
10. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন
11. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন- কুতুবউদ্দীন আইবক
12. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
13. বাংলার অগ্নিকন্যা কাকে বলা হয়- কল্পনা দত্ত
14. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়- ১৭৯৩ সালে
15. ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়- ৩১শে অক্টোবর
16. আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৭৫৭ সালে
17. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল- পলাশীর যুদ্ধ
18. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি- দিগদর্শন
19. India of my dreams-গ্রন্থের রচয়িতা কে- মহাত্মা গান্ধী
20. খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৮ সালে
21. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন- ভূপেন্দ্রনাথ দত্ত
22. কোন শাসক দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন- শাহজাহান
23. নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়- প্রথম সাতকর্ণী
24. ঋকবেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি- ঝিলাম
25. সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল- মহেঞ্জোদারোতে
26. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
27. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন- দৌলতাবাদে
28. রেনেসাঁস শব্দের অর্থ- নবজাগরণ
29. অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৮০৯ সালে
30. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
31. কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন- বিম্বিসার
32. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন- দিগম্বর বিশ্বাস
33. কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত- ঘর্ঘরা
34. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
35. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯২১ সালে
36. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল- ১৯১৯ সালে
37. ঋতুসংহার কার লেখা- কালীদাস
38. ভারতের তোতাপাখি কাকে বলা হয়- আমির খসরু
39. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথে
40. সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন- ৭ জন
41. আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন- আলাউদ্দিন খলজি
42. প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন- জহরলাল নেহেরু
43. রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- হলায়ুদ
44. কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন- কুতুবউদ্দিন আইবক
45. New India (সাপ্তাহিক)- পত্রিকার সম্পাদক কে ছিলেন- বিপিনচন্দ্র পাল
46. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন
47. নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে- ভরত মুনি
48. অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়- ১৯২২ সালে
49. কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- অশোক
50. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল- ১৫৫৬ সালে
51. সত্যাগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- মহাত্মা গান্ধী
52. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন- কুমারগুপ্ত
53. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন- কুতুবউদ্দিন আইবক
54. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন- খান আব্দুল গফ্ফার খান
55. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে
56. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর
57. সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা- স্লোগানটি কে দিয়েছেন- মহম্মদ ইকবাল
58. আলমগীর নামে কে পরিচিত ছিলেন- ঔরঙ্গজেব
59. সর্বভারতীর ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল- ১৯২০ সালে
60. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে- রাজা রামমোহন রায়
61. প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন- জহরলাল নেহেরু
62. Indian Republican Army - কে প্রতিষ্ঠা করেছিলেন- সূর্যসেন
64. গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- ১৯২৪ সালে
65. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন- আকবর
66. পাগলা রাজা কাকে বলা হয়- মহম্মদ বিন তুঘলককে
67. Indian Independence League কে প্রতিষ্ঠা করেছিলেন- রাসবিহারী বসু
68. আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়- ১৯৩০ সালে
69. ভবানী পাঠক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
70. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন- সিরাজউদ্দৌলা
71. জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর ছিলেন- পার্শনাথ
72. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন- সরোজিনী নাইডু
73. মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন- মুর্শিদাবাদ
74. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে- বাণভট্ট
75. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়- রাজা রামমোহন রায়
76. চৌসার যুদ্ধ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়- হুমায়ুন ও শেরশাহ
77. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল- ১৭৬১ খ্রিস্টাব্দে
78. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল- সংস্কৃত
79. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত- হোসেন শাহ
80. মুসলিম লীগ গঠিত হয় কত সালে- ১৯০৬ সালে
81. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন- আকবর
82. সিপাহী বিদ্রোহ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড ক্যানিং
83. গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন- গোপালকৃষ্ণ গোখলে
84. জাতীয় কংগ্রেস ১৯০৭ সালে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন- রাসবিহারী ঘোষ
85. সীমান্ত গান্ধী বা বাদশা খান নামে কে পরিচিত- খান আব্দুল গফফর খান
86. Independent — পত্রিকার সম্পাদক কে ছিলেন- মোতিলাল নেহরু
87. মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ
88. গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি- তক্ষশীলা
89. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন
90. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল- ১৮৮৬ সালে
91. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস
92. দাদন শব্দের অর্থ কি- অগ্রিম কর
93. লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন- ইব্রাহিম লোদি
94. কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল- ১১৯১ সালে
95. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন
96. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস
97. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬৪ সালে
98. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
99. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন
100. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে- মেগাস্থেনিস
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:05
File Size:0.31MB
No comments:
Post a Comment