Breaking




Tuesday, November 5, 2024

১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF

১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর পর্ব-০২ 

১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর পর্ব-০২ PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
ইতিহাসের প্রশ্ন ও উত্তর

1. কারেঙ্গে ইয়া মারেঙ্গে- উক্তিটি গান্ধীজীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত- ভারতছাড়ো আন্দোলন

2. Poverty and Un-British Rule in India- গ্রন্থটি কার লেখা- দাদাভাই নওরোজী

3. ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন- মাওলানা হাসরাত মোহানি

4. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল- লর্ড ক্যানিং

5. চতুর্যাম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন- পার্শনাথ

6. বেঙ্গল গেজেট কত সালে প্রকাশিত হয়েছিল- ১৭৮০ সালে

7. মহাত্মা গান্ধী কোন আশ্রম থেকে ডান্ডি পদযাত্রার শুরু করেছিলে- সবরমতী আশ্রম

8. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন- উমেশচন্দ্র দত্ত

9. অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়- ১৯২২ সালে

10. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন 

11. মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন- কুতুবউদ্দীন আইবক

12. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

13. বাংলার অগ্নিকন্যা কাকে বলা হয়- কল্পনা দত্ত

14. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়- ১৭৯৩ সালে

15. ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়- ৩১শে অক্টোবর

16. আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৭৫৭ সালে

17. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল- পলাশীর যুদ্ধ

18. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি- দিগদর্শন

19. India of my dreams-গ্রন্থের রচয়িতা কে- মহাত্মা গান্ধী

20. খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৮ সালে

21. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন- ভূপেন্দ্রনাথ দত্ত

22. কোন শাসক দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন- শাহজাহান

23. নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়- প্রথম সাতকর্ণী

24. ঋকবেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি- ঝিলাম

25. সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল- মহেঞ্জোদারোতে

26. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

27. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন- দৌলতাবাদে

28. রেনেসাঁস শব্দের অর্থ- নবজাগরণ

29. অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৮০৯ সালে

30. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

31. কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন- বিম্বিসার

32. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন- দিগম্বর বিশ্বাস

33. কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত- ঘর্ঘরা

34. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন- ব্রহ্মবান্ধব উপাধ্যায়

35. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯২১ সালে

36. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল- ১৯১৯ সালে

37. ঋতুসংহার কার লেখা- কালীদাস

38. ভারতের তোতাপাখি কাকে বলা হয়- আমির খসরু

39. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথে

40. সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন- ৭ জন

41. আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন- আলাউদ্দিন খলজি

42. প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন- জহরলাল নেহেরু 

43. রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- হলায়ুদ

44. কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন- কুতুবউদ্দিন আইবক

45. New India (সাপ্তাহিক)- পত্রিকার সম্পাদক কে ছিলেন- বিপিনচন্দ্র পাল 

46. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন

47. নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে- ভরত মুনি

48. অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়- ১৯২২ সালে

49. কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- অশোক

50. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল- ১৫৫৬ সালে

51. সত্যাগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- মহাত্মা গান্ধী

52. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন- কুমারগুপ্ত

53. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন- কুতুবউদ্দিন আইবক

54. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন- খান আব্দুল গফ্ফার খান

55. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে

56. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর

57. সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা- স্লোগানটি কে দিয়েছেন- মহম্মদ ইকবাল

58. আলমগীর নামে কে পরিচিত ছিলেন- ঔরঙ্গজেব

59. সর্বভারতীর ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল- ১৯২০ সালে

60. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে- রাজা রামমোহন রায়

61. প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন- জহরলাল নেহেরু

62. Indian Republican Army - কে প্রতিষ্ঠা করেছিলেন- সূর্যসেন

64. গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- ১৯২৪ সালে

65. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন- আকবর

66. পাগলা রাজা কাকে বলা হয়- মহম্মদ বিন তুঘলককে 

67. Indian Independence League কে প্রতিষ্ঠা করেছিলেন- রাসবিহারী বসু

68. আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়- ১৯৩০ সালে

69. ভবানী পাঠক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

70. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন- সিরাজউদ্দৌলা

71. জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর ছিলেন- পার্শনাথ 

72. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন- সরোজিনী নাইডু

73. মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন- মুর্শিদাবাদ

74. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে- বাণভট্ট

75. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়- রাজা রামমোহন রায়

76. চৌসার যুদ্ধ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়- হুমায়ুন ও শেরশাহ

77. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল- ১৭৬১ খ্রিস্টাব্দে

78. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল- সংস্কৃত

79. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত- হোসেন শাহ

80. মুসলিম লীগ গঠিত হয় কত সালে- ১৯০৬ সালে

81. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন- আকবর

82. সিপাহী বিদ্রোহ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড ক্যানিং

83. গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন- গোপালকৃষ্ণ গোখলে

84. জাতীয় কংগ্রেস ১৯০৭ সালে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন- রাসবিহারী ঘোষ

85. সীমান্ত গান্ধী বা বাদশা খান নামে কে পরিচিত- খান আব্দুল গফফর খান

86. Independent — পত্রিকার সম্পাদক কে ছিলেন- মোতিলাল নেহরু

87. মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ

88. গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি- তক্ষশীলা

89. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন

90. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল- ১৮৮৬ সালে

91. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস

92. দাদন শব্দের অর্থ কি- অগ্রিম কর

93. লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন- ইব্রাহিম লোদি

94. কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল- ১১৯১ সালে

95. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন

96. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

97. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬৪ সালে

98. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

99. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন

100. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে- মেগাস্থেনিস

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: ১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:05
File Size:0.31MB

No comments:

Post a Comment