জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
![]() |
GK Questions and Answers in Bengali Part-12 |
জিকের প্রশ্ন ও উত্তর
1. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত- ওয়াশিংটন
2. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- সরোদ
3. কোন দেশের সঙ্গে ভারতের সীমানা সবচেয়ে বেশি- বাংলাদেশ
4. কোন দেশ ঘূর্ণিঝড় দানা-র নামকরণ করেছে- কাতার
5. সংবিধানের কোন অংশে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার উল্লেখ আছে- IX
6. ১ টাকার অধিক মূল্যের ব্যাঙ্ক নোট ছাপায়- আরবিআই
7. ভারতে প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল- পশ্চিমবঙ্গ
8. দিল্লির পূর্বনাম কি ছিল- ইন্দ্রপ্রস্থ
9. অপারেশন ফ্লাড প্রকল্পটি কত সালে চালু হয়- ১৯৭০ সালে
10. কোন নদীর তীরে হরপ্পা অবস্থিত- রাভি
11. গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়- বৃহস্পতি
12. উদ্ভিদের সংবহন কলা- জাইলেম ও ফ্লোয়েম
13. চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা কে- ওয়েবার
14. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়- পাললিক শিলায়
15. জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত- ইউরোপ ও আফ্রিকা
16. বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন- আকবর
17. পদার্থের পরিমাণের এস আই একক কি- মোল
18. পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম- ভিটামিন B6
19. নাগাসাকি দিবস কবে পালন করা হয়- ৯ই আগস্ট
20. ভারতীয় মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি- Apis indica
21. CFL এর পুরো নাম- Compact Fluorescent Lamp
22. কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে- মুন্ডক উপনিষদ
23. আলসার রোগ শরীরের কোন অংশে আক্রান্ত করে- পাকস্থলী
24. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৯১৬ সালে
25. জাড্যর ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়- প্রথম
26. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন- ঈশ্বরচন্দ্র গুপ্ত
27. কিরাতার্জুনীয়ম কার লেখা- ভারবি
28. তুতিকোরিন বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু
29. লোকমান্য কার প্রকৃত নাম- বাল গঙ্গাধর তিলক
30. কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যকলা- অন্ধ্রপ্রদেশ
31. Meteorology কি সংক্রান্ত বিদ্যা- আবহাওয়া
32. ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন- এম. ফতিমা বিবি
33. ভারতের যমজ সহর বলা হয়- হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদকে
34. উত্তর ভারতের পূর্বনাম কি ছিল- আর্যাবর্ত
35. DIA কোন দেশের গোয়েন্দা সংস্থা- ভারত
36. চিনের দুঃখ কোন নদীকে বলা হয়- হোয়াংহো নদীকে
37. ভারতের উদ্যান শহর কোনটি- বেঙ্গালুরু
38. জাকার্তা কোন দেশের রাজধানী- ইন্দোনেশিয়া
39. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলা সাঁতারু- আরতি সাহা
40. মিশ্র গ্রন্থি বলা হয়- অগ্নাশয়কে
41. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে
42. মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়- ভূমিকম্পের তীব্রতা
43. মার্বেল পাথরের রাসায়নিক নাম- ক্যালসিয়াম কার্বনেট
44. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৮১৭ সালে
45. সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে- আয়ারল্যান্ড
46. কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল- ১৯৮৪ সালে
47. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়ের- গুপ্ত বংশ
48. রামেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন- সারেঙ্গি
49. কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীলনদ
50. মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি- HCL
No comments:
Post a Comment