Breaking




Thursday, April 3, 2025

GK Questions and Answers in Bengali Part-13

জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali 

GK Questions and Answers in Bengali Part-13
GK Questions and Answers in Bengali Part-13
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-13 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-১৩ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জিকের প্রশ্ন ও উত্তর

1. বিধানসভায় অর্থবিল উত্থাপন করতে প্রথমে কার অনুমোদন প্রয়োজন হয়- রাজ্যপাল 

2. ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়- আহমেদাবাদ

3. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল- ১৯৩২ সালে

4. পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন- ডিরোজিও

5. HTTP এর পুরো নাম কি- Hyper Text Transfer Protocol 

6. সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি ছিল- লোথাল 

7. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়- দামোদর

8. ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায়- ছদ্ম বেকারত্ব

9. ইন্দিরা গান্ধী সেচ খাল কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান

10. কোন প্রাণীর মধ্যে জল সংবহনতন্ত্র দেখা যায়- তারা মাছ

11. ICMR এর পুরো নাম কি- Indian Council of Medical Research

12. বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়- ভিটামিন E

13. হিন্দু স্বরাজ কে লিখেছিলেন- মহাত্মা গান্ধী

14. শিশুশ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে- ২৪

15. সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে- ১৫

16. কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত- গল্ফ

17. পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি- টিটিকাকা হ্রদ

18. তথ্য জানার অধিকার আইন কত সালে পাস হয়েছিল- ২০০৫ সালে

19. লোকমান্য কার প্রকৃত নাম- বাল গঙ্গাধর তিলক

20. সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল- মারাঠা ও ইংরেজ

21. SEBI এর পুরো নাম- Securities and Exchange Board of India 

22. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত- হকি

23. তেজস্ক্রিয় মৌলের একটি উদাহরণ- ইউরেনিয়াম 

24. লরেঞ্জ কার্ভ কি নির্দেশ করে- আয় বা সম্পদ বন্টন

25. কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখার বিস্তার বেশি- মধ্যপ্রদেশ

26. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর- এক্সোস্ফিয়ার

27. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত

28. কত সালে ১৪ টি ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত করা হয়- ১৯৬৯ সালে

29. আয়োডিনের অভাবে কোন রোগটি হয়- গয়টার

30. যে পদ্ধতি দ্বারা তরল পদার্থ বাষ্পে পরিবর্তন হয় তাকে বলা হয়- বাষ্পীভবন

31. SEZ এর পুরো নাম কি- Special Economic Zone

32. নৌবিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯৪৬ সালে

33. দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ

34. বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ- বৃদ্ধি পায়

35. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় NABARD প্রতিষ্ঠিত হয়েছিল- ষষ্ঠ 

36. অমরাবতী কোন নদীর উপনদী- কাবেরী

37. ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ

38. দুটি বিন্দুর মধ্যে বিভবপ্রভেদ মাপা হয় কিসের সাহায্যে- ভোল্টমিটার

39. ক্ষমতার ব্যবহারিক একক কি- ওয়াট

40. কোন ধারায় ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতির কথা বলা হয়েছে- ৩৬৮ নং

41. India Today কে লিখেছিলেন- রজনী পাম দত্ত

42. ছোলার ভোজ্য অংশকে কি বলা হয়- বীজপত্র

43. বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন- জেমস অগাস্টাস হিকি

44. ভারতের শুষ্কতম স্থান- জয়সালমীর

45. ভারত কতগুলি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে- ৭

46. পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সর্বনিম্ন- ভ্যাটিকান সিটি

47. ইরাভিকুলাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- কেরালা

48. বিক্রমশিলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত- বিহার

49. ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়- বেঙ্গালুরু

50. আত্মীয়সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮১৫ সালে

No comments:

Post a Comment