Breaking




Saturday, September 19, 2020

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের তালিকা PDF

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ তালিকা PDF

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ তালিকা PDF-Administrative divisions of West Bengal
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ তালিকা PDF
হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের তালিকা PDF টি শেয়ার করছি। পশ্চিমবঙ্গের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তালিকাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সম্পর্কে বিস্তারিত পড়ে নাও বা পিডিএফ ডাউনলোড করে নাও।


পশ্চিমবঙ্গের প্রশাসনিক দিক থেকে মোট পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা:
১) প্রেসিডেন্সি
২) মেদিনীপুর ডিভিশন
৩) বর্ধমান ডিভিশন
৪) মালদা ডিভিশন
৫) জলপাইগুড়ি ডিভিশন
প্রেসিডেন্সি :- হাওড়া জেলা, কলকাতা, নদিয়া জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা
মেদিনীপুর ডিভিশন:- পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, ঝাড়গাম জেলা।
বর্ধমান ডিভিশন:- পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, হুগলি জেলা
মালদা ডিভিশন:- মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, মুর্শিদাবাদ জেলা
জলপাইগুড়ি ডিভিশন:- আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, কালিম্পং জেলা
সম্পূর্ণ PDF ডাউনলোডের লিঙ্ক নিচে রয়েছে
File Details:
File Name: Administrative divisions of West Bengal
File Format: PDF
No. of Pages:1
File Size:463 KB
Click Here to Download

No comments:

Post a Comment