১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF |
- ইতিহাস
- ভূগোল
- পলিটি
- সাধারণ বিজ্ঞান
- পরিবেশবিদ্যা
- অর্থনীতি
জিকের প্রশ্ন ও উত্তর
1. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন- দাদাভাই নওরজি
2. অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন- ১৯০০ সালে
3. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে- ১৪ থেকে ১৮
4. নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া হল- নাইট্রোব্যাকটর
5. সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে- অনুচ্ছেদ ১৫
6. হাইপারগ্লাইসেমিয়া কি কারনে হয়- ইনসুলিন বৃদ্ধি পেলে
7. কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়- ভিটামিন D
8. নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন- মহাত্মা গান্ধী
9. Paris Olympics 2024-এ কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র
10. Indian Republican Army- কে প্রতিষ্ঠা করেছিলেন- সূর্যসেন
11. ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়- ১৯৭৬ সালে
12. হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়- ছত্তিশগড়
13. বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে- বিশ্ব ব্যাঙ্ক
14. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল- রাজস্থান
15. ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে- অ্যালবুমিন
16. নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়- কেরালা
17. The White Tiger উপন্যাসটি কার লেখা- Arvind Adiga
18. সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে- আয়ারল্যান্ড
19. Nagarjunasagar-Srisailam Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত- অন্ধ্রপ্রদেশ
20. কোন রাজ্যের Mouban honey জিআই ট্যাগ পেয়েছে- পশ্চিমবঙ্গ
21. Ariboflavinosis রোগ হয় কোন ভিটামিনের অভাবে- ভিটামিন B2
22. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন- স্যার বি এন রাও
23. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে- ১২৩ ধারা
24. কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে- উদয়পুর
25. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে
26. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর
27. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে
28. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে
29. Global Hunger Index এ ভারত কততম স্থানে রয়েছে- ১০৫তম
30. Asian Table Tennis Championships 2024-এ ভারত কোন পদক জিতেছে- ব্রোঞ্জ
31. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি- ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
32. প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন- মিহির সেন
33. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি- বুধ
34. RAW- কোন দেশের গোয়েন্দা সংস্থা- ভারত
35. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়- বেঙ্গালুরুকে
36. Kambala Festival কোন রাজ্যে পালন করা হয়- কর্ণাটক
37. FIH-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড
38. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে- ৮° চ্যানেল
39. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি- Bor Tiger Reserve
40. National Law Day কবে পালন করা হয়- ২৬শে নভেম্বর
41. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস
42. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস
43. সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন- সঞ্জীব খান্না
44. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে- আসাম
45. ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম- মধ্যপ্রদেশ
46. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে- ভারত ও চিন
47. আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত- কেরালা
48. মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়- নরওয়ে
49. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি- সোডিয়াম কার্বনেট
50. ISSF Junior World Cup 2025 হোস্ট করবে কোন দেশ- ভারত
51. সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ হল- আলজেরিয়া
52. উমাপতিধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- রাজা লক্ষণ সেন
53. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে- নীলগিরি
54. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে
55. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়- ভিটামিন A
56. Hindustan Socialist Republican Association প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে
57. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে- পুষ্যমিত্র
58. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল- নদীয়া
59. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন- জোহানসন
60. বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি- ভারত
61. ICC Men's ODI Player of the Year 2023-এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন- Virat Kohli
62. Rast Goftar কে প্রকাশ করেছিলেন- দাদাভাই নওরোজী
63. DDT- এর পুরো নাম কি- Dichloro DiphenylTrichloroethane
64. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন- আলাউদ্দিন খলজি
65. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়- বিশাখাপত্তনম
66. চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন- ডি. গুকেশ
67. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন- জওহরলাল নেহরু
68. World Weather Day কবে পালন করা হয়- ২৩শে মার্চ
69. মিউটেশন তত্ত্বের জনক কে- হুগো দ্য ভ্রিস
70. Beighton Cup কোন খেলার সঙ্গে যুক্ত- হকি
71. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়- অন্ধ্রপ্রদেশ
72. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়- সাংবাদিকতা
73. Asian Hockey Federation এর সদর দফতর কোথায় অবস্থিত- মালেশিয়া
74. World Soil Day কবে পালন করা হয়- ৫ই ডিসেম্বর
75. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন- ঔরঙ্গজেব
76. গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ কোথায় হয়েছিল- কুশীনগর
77. ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কত স্তর আছে- তিন স্তর
78. মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়- ভূমিকম্পের তীব্রতা
79. Women's Asia Cup 2024 হোস্ট করেছে কোন দেশ- শ্রীলঙ্কা
80. Ca(OH)2 এর রাসায়নিক নাম কি- ক্যালসিয়াম হাইড্রক্সাইড
81. Women's Premier League 2024 জিতেছে কোন দল- Royal Challengers Bangalore
82. সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি- ইউরেনাস
83. শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে- Phychology
84. RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন- সি ডি দেশমুখ
85. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি- রুপিয়া
86. কৃত্রিম দ্বীপপুঞ্জ Palm Jumeirah কোথায় অবস্থিত- দুবাই
87. কোন রাজ্যের Gond Painting জিআই ট্যাগ পেয়েছে- মধ্যপ্রদেশ
88. ইম্পিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে- ৬১ নং
89. কোন দেশ ঘূর্ণিঝড় দানা-র নামকরণ করেছে- কাতার
90. 2024 ICC Women's T20 World Cup জিতেছে কোন দল- New Zealand
91. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোল
92. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য- আসাম
93. শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে- ২০২৩ সালে
94. National Unity Day প্রতিবছর কার জন্মদিনের দিন পালন করা হয়- সর্দার বল্লভভাই প্যাটেল
95. Hornbill Festival কোন রাজ্যে পালন করা হয়- নাগাল্যান্ড
96. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়- ক্ষয় কার্য
97. ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন- ড. রাজেন্দ্র প্রসাদ
98. হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৩২ সালে
99. বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন- লর্ড কার্জন
100. ব্রাহ্মসমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮২৮ সালে
101. শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে কে- মাইটোকনড্রিয়া
102. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত- হাডসন
103. কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
104. 10th Leon Masters Chess Championship কে জিতেছেন- Vishwanathan Anand
105. কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল- ১৯১১ সালে
106. দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল- অলকানন্দা ও ভাগীরথী
107. মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী- মধ্যপ্রদেশ
108. নরসিংহম কমিটি কত সালে গঠিত হয়েছিল- ১৯১১ সালে
109. Sky river কোন নদীকে বলা হয়- ব্রহ্মপুত্র
110. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৮২ সালে
111. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
112. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়- সর্পগন্ধা
113. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত- দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান
114. নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন- হরিয়ানা
115. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়- NaOH
116. ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায়- ছদ্ম বেকারত্ব
117. ভারত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
118. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
119. Indian Independence League কে প্রতিষ্ঠা করেছিলেন- রাসবিহারী বসু
120. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ওড়িশা
121. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নোস্ফিয়ার
122. তামাশা কোন রাজ্যের নৃত্য- মহারাষ্ট্র
123. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি- রাভি
124. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর
125. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন- মহম্মদ শাহ
126. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬০ সালে
127. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল- ১৯০১ সালে
128. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কত্থক
129. HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়- নোটপ্যাড
130. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত- ওয়াশিংটন
131. Human Development Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP
132. ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু ঘটেছিল- জাকির হোসেন
133. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র
134. কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত- সরযূ
135. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে- ব্রাজিল
136. ২০২৫ সালে প্রথম Kho Kho World Cup হোস্ট করতে চলেছে কোন দেশ- ভারত
137. কল্পসূত্র কে রচনা করেছিলেন- ভদ্রবাহু
138. চানহুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল- ১৯৩১ সালে
139. জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯৫০ সালে
140. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি- Hemis National Park
141. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত
142. বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর
143. রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন- উজ্জয়িনী
144. সন্তোষ ট্রফি ২০২৩-২৪ জিতেছে কোন দল- Services
145. কোথাকার Metal Casting Craft জিআই ট্যাগ পেয়েছে- বারাণসী
146. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল- ১৯১৯ সালে
147. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংঘটিত হয়- ট্রপোস্ফিয়ার
148. একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ হল- Mozila Firefox
149. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয়- ২৪শে অক্টোবর
150. আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল- পানামা খাল
151. প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন- ইন্দিরা গান্ধী
152. BIMSTEC-এর সদস্য দেশ কয়টি- ৭টি
153. কোন দুটি দেশের মধ্যবর্তী স্থানে র্যাডক্লিফ রেখা অবস্থিত- ভারত ও পাকিস্তান
154. Meenmutty Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত- কেরালা
155. চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত- ছত্তিশগড়
156. ডুয়ার্স শব্দটির অর্থ কি- দুয়ার
157. SAARC এর সদস্য দেশগুলি হল- ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা
158. কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে- ৮
159. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন
160. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট
161. মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টা কে- সুচিত্রা ভট্টাচার্য
162. ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন- রাষ্ট্রপতি
163. কোন দেশের প্রধানমন্ত্রী Luis Montenegro- পর্তুগালের
164. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ
165. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
166. তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি- জার্মানি
167. ২০২৪-এ ভারতে প্রথম French Film Festival কোথায় হয়েছে- কলকাতায়
168. মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে- নিউ দিল্লি
169. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি- NaHCO3
170. পোড়া চুনের রাসায়নিক নাম কি- ক্যালসিয়াম অক্সাইড
171. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস কোথায় করেছেন- উত্তরপ্রদেশে
172. দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- নীলগিরি
173. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন- তবলা
174. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে কে সর্বোচ্চ রান করেছিলেন- Virat Kohli
175. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত- বেঙ্গালুরু, কর্ণাটক
176. সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন- মহাত্মা গান্ধী
177. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন- কাজী নজরুল ইসলাম
178. বেলেপাথরের রূপান্তরিত রূপ কি- কোয়ার্টজাইট
179. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী
180. Cardiology কি সংক্রান্ত বিদ্যা- হৃৎপিণ্ড
181. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি-সহ্যাদ্রি
182. Prabowo Subianto কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন- ইন্দোনেশিয়ার
183. লাখবক্স কাকে বলা হত- কুতুবউদ্দিন আইবক
184. Abel Prize 2024 কে পেয়েছেন- Michel Talagrand
185. হাইড্রার গমন অঙ্গের নাম কি- কর্ষিকা
186. কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত- ঘাগর
187. Manas National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- আসাম
188. SAARC এর পুরো নাম কি- South Asian Association for Regional Cooperation
189. নাইট্রিক অ্যাসিডের রসায়নিক সংকেত কোনটি- HNO3
190. Tehri Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখন্ড
191. SI পদ্ধতিতে তাপমাত্রার একক- কেলভিন
192. ক্লোরিনের কয়টি আইসোটোপ- ২টি
193. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়- ২৮শে জুলাই
194. Neora Valley National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
195. হেমাটাইট কোন ধাতুর আকরিক- লোহা
196. কিনরেম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত- মেঘালয়
197. কোণার্ক সূর্য মন্দির কোথায় রয়েছে- ওড়িশা
198. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খণ্ড
199. ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ- হাইড্রোজেন
200. বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল- ১৯৯২ সালে
সম্পূর্ণ পিডিএফটি পেতে আমাদের 8509897406 whatsapp নম্বরে মেসেজ করুন।
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:12
File Size:1.1MB
No comments:
Post a Comment