Breaking




Thursday, January 2, 2025

১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF

১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF 

১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা GK ক্লাস নোটস ২০২৫ লঞ্চ করছি। এখানে তোমরা মোট ১৫০০টি জিকের এককথায় প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। যেই বিষয়গুলি থাকছে আমাদের এই PDF-এ:
  • ইতিহাস
  • ভূগোল
  • পলিটি
  • সাধারণ বিজ্ঞান
  • পরিবেশবিদ্যা
  • অর্থনীতি
• সেই সঙ্গে থাকছে ২টি ১০০ নম্বরের জিকে মকটেস্টও। বাছাই করা ১৫০০টি প্রশ্ন ও উত্তর রয়েছে এই PDF টিতে। আমরা আশা করছি আমাদের এই PDF-টি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে।

জিকের প্রশ্ন ও উত্তর

1. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন- দাদাভাই নওরজি 

2. অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন- ১৯০০ সালে 

3. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে- ১৪ থেকে ১৮ 

4. নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া হল- নাইট্রোব্যাকটর

5. সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে- অনুচ্ছেদ ১৫

6. হাইপারগ্লাইসেমিয়া কি কারনে হয়- ইনসুলিন বৃদ্ধি পেলে

7. কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়- ভিটামিন D 

8. নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন- মহাত্মা গান্ধী 

9. Paris Olympics 2024-এ কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র

10. Indian Republican Army- কে প্রতিষ্ঠা করেছিলেন- সূর্যসেন

11. ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়- ১৯৭৬ সালে

12. হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়- ছত্তিশগড়

13. বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে- বিশ্ব ব্যাঙ্ক

14. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল- রাজস্থান

15. ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে- অ্যালবুমিন

16. নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়- কেরালা

17. The White Tiger উপন্যাসটি কার লেখা- Arvind Adiga

18. সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে- আয়ারল্যান্ড

19. Nagarjunasagar-Srisailam Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত- অন্ধ্রপ্রদেশ

20. কোন রাজ্যের Mouban honey জিআই ট্যাগ পেয়েছে- পশ্চিমবঙ্গ 

21. Ariboflavinosis রোগ হয় কোন ভিটামিনের অভাবে- ভিটামিন B2

22. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন- স্যার বি এন রাও

23. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে- ১২৩ ধারা

24. কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে- উদয়পুর

25. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে

26. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর 

27. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে

28. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে

29. Global Hunger Index এ ভারত কততম স্থানে রয়েছে- ১০৫তম

30. Asian Table Tennis Championships 2024-এ ভারত কোন পদক জিতেছে- ব্রোঞ্জ

31. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি- ক্যালসিয়াম হাইপোক্লোরাইট

32. প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন- মিহির সেন

33. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি- বুধ

34. RAW- কোন দেশের গোয়েন্দা সংস্থা- ভারত

35. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়- বেঙ্গালুরুকে 

36. Kambala Festival কোন রাজ্যে পালন করা হয়- কর্ণাটক

37. FIH-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড

38. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে- ৮° চ্যানেল

39. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি- Bor Tiger Reserve

40. National Law Day কবে পালন করা হয়- ২৬শে নভেম্বর

41. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস 

42. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

43. সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন- সঞ্জীব খান্না

44. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে- আসাম

45. ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম- মধ্যপ্রদেশ

46. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে- ভারত ও চিন  

47. আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত- কেরালা

48. মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়- নরওয়ে

49. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি- সোডিয়াম কার্বনেট

50. ISSF Junior World Cup 2025 হোস্ট করবে কোন দেশ- ভারত

51. সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ হল- আলজেরিয়া

52. উমাপতিধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- রাজা লক্ষণ সেন

53. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে- নীলগিরি

54. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে 

55. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়- ভিটামিন A

56. Hindustan Socialist Republican Association প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে

57. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে- পুষ্যমিত্র

58. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল- নদীয়া 

59. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন- জোহানসন 

60. বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি- ভারত

61. ICC Men's ODI Player of the Year 2023-এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন- Virat Kohli

62. Rast Goftar কে প্রকাশ করেছিলেন- দাদাভাই নওরোজী

63. DDT- এর পুরো নাম কি- Dichloro DiphenylTrichloroethane 

64. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন- আলাউদ্দিন খলজি

65. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়- বিশাখাপত্তনম

66. চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন- ডি. গুকেশ

67. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন- জওহরলাল নেহরু

68. World Weather Day কবে পালন করা হয়- ২৩শে মার্চ

69. মিউটেশন তত্ত্বের জনক কে- হুগো দ্য ভ্রিস

70. Beighton Cup কোন খেলার সঙ্গে যুক্ত- হকি

71. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়- অন্ধ্রপ্রদেশ

72. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়- সাংবাদিকতা

73. Asian Hockey Federation এর সদর দফতর কোথায় অবস্থিত- মালেশিয়া

74. World Soil Day কবে পালন করা হয়- ৫ই ডিসেম্বর

75. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন- ঔরঙ্গজেব

76. গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ কোথায় হয়েছিল- কুশীনগর

77. ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কত স্তর আছে- তিন স্তর

78. মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়- ভূমিকম্পের তীব্রতা

79. Women's Asia Cup 2024 হোস্ট করেছে কোন দেশ- শ্রীলঙ্কা

80. Ca(OH)2 এর রাসায়নিক নাম কি- ক্যালসিয়াম হাইড্রক্সাইড

81. Women's Premier League 2024 জিতেছে কোন দল- Royal Challengers Bangalore

82. সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি- ইউরেনাস 

83. শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে- Phychology

84. RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন- সি ডি দেশমুখ

85. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি- রুপিয়া

86. কৃত্রিম দ্বীপপুঞ্জ Palm Jumeirah কোথায় অবস্থিত- দুবাই

87. কোন রাজ্যের Gond Painting জিআই ট্যাগ পেয়েছে- মধ্যপ্রদেশ

88. ইম্পিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে- ৬১ নং

89. কোন দেশ ঘূর্ণিঝড় দানা-র নামকরণ করেছে- কাতার

90. 2024 ICC Women's T20 World Cup জিতেছে কোন দল- New Zealand

91. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোল

92. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য- আসাম

93. শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে- ২০২৩ সালে 

94. National Unity Day প্রতিবছর কার জন্মদিনের দিন পালন করা হয়- সর্দার বল্লভভাই প্যাটেল

95. Hornbill Festival কোন রাজ্যে পালন করা হয়- নাগাল্যান্ড

96. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়- ক্ষয় কার্য

97. ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন- ড. রাজেন্দ্র প্রসাদ

98. হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৩২ সালে

99. বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন- লর্ড কার্জন

100. ব্রাহ্মসমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮২৮ সালে

101. শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে কে- মাইটোকনড্রিয়া

102. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত- হাডসন

103. কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

104. 10th Leon Masters Chess Championship কে জিতেছেন- Vishwanathan Anand

105. কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল- ১৯১১ সালে

106. দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল- অলকানন্দা ও ভাগীরথী

107. মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী- মধ্যপ্রদেশ

108. নরসিংহম কমিটি কত সালে গঠিত হয়েছিল- ১৯১১ সালে

109. Sky river কোন নদীকে বলা হয়- ব্রহ্মপুত্র

110. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৮২ সালে

111. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

112. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়- সর্পগন্ধা

113. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত- দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান

114. নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন- হরিয়ানা

115. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়- NaOH

116. ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায়- ছদ্ম বেকারত্ব

117. ভারত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 

118. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ

119. Indian Independence League কে প্রতিষ্ঠা করেছিলেন- রাসবিহারী বসু

120. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ওড়িশা

121. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নোস্ফিয়ার

122. তামাশা কোন রাজ্যের নৃত্য- মহারাষ্ট্র

123. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি- রাভি

124. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর

125. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন- মহম্মদ শাহ

126. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬০ সালে

127. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল- ১৯০১ সালে 

128. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কত্থক

129. HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়- নোটপ্যাড

130. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত- ওয়াশিংটন

131. Human Development Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP

132. ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু ঘটেছিল- জাকির হোসেন

133. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র

134. কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত- সরযূ

135. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে- ব্রাজিল

136. ২০২৫ সালে প্রথম Kho Kho World Cup হোস্ট করতে চলেছে কোন দেশ- ভারত

137. কল্পসূত্র কে রচনা করেছিলেন- ভদ্রবাহু

138. চানহুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল- ১৯৩১ সালে

139. জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯৫০ সালে

140. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি- Hemis National Park

141. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত

142. বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর

143. রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন- উজ্জয়িনী

144. সন্তোষ ট্রফি ২০২৩-২৪ জিতেছে কোন দল- Services

145. কোথাকার Metal Casting Craft জিআই ট্যাগ পেয়েছে- বারাণসী 

146. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল- ১৯১৯ সালে

147. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংঘটিত হয়- ট্রপোস্ফিয়ার

148. একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ হল- Mozila Firefox

149. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয়- ২৪শে অক্টোবর

150. আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল- পানামা খাল

151. প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন- ইন্দিরা গান্ধী

152. BIMSTEC-এর সদস্য দেশ কয়টি- ৭টি

153. কোন দুটি দেশের মধ্যবর্তী স্থানে র‍্যাডক্লিফ রেখা অবস্থিত- ভারত ও পাকিস্তান

154. Meenmutty Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত- কেরালা 

155. চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত- ছত্তিশগড়

156. ডুয়ার্স শব্দটির অর্থ কি- দুয়ার

157. SAARC এর সদস্য দেশগুলি হল- ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা

158. কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে- ৮

159. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন

160. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট

161. মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টা কে- সুচিত্রা ভট্টাচার্য

162. ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন- রাষ্ট্রপতি

163. কোন দেশের প্রধানমন্ত্রী Luis Montenegro- পর্তুগালের

164. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ

165. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

166. তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি- জার্মানি

167. ২০২৪-এ ভারতে প্রথম French Film Festival কোথায় হয়েছে- কলকাতায়

168. মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে- নিউ দিল্লি

169. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি- NaHCO3

170. পোড়া চুনের রাসায়নিক নাম কি- ক্যালসিয়াম অক্সাইড

171. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস কোথায় করেছেন- উত্তরপ্রদেশে

172. দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- নীলগিরি

173. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন- তবলা

174. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে কে সর্বোচ্চ রান করেছিলেন- Virat Kohli

175. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত- বেঙ্গালুরু, কর্ণাটক

176. সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন- মহাত্মা গান্ধী

177. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন- কাজী নজরুল ইসলাম

178. বেলেপাথরের রূপান্তরিত রূপ কি- কোয়ার্টজাইট

179. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী

180. Cardiology কি সংক্রান্ত বিদ্যা- হৃৎপিণ্ড

181. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি-সহ্যাদ্রি

182. Prabowo Subianto কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন- ইন্দোনেশিয়ার

183. লাখবক্স কাকে বলা হত- কুতুবউদ্দিন আইবক

184. Abel Prize 2024 কে পেয়েছেন- Michel Talagrand

185. হাইড্রার গমন অঙ্গের নাম কি- কর্ষিকা

186. কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত- ঘাগর

187. Manas National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- আসাম

188. SAARC এর পুরো নাম কি- South Asian Association for Regional Cooperation

189. নাইট্রিক অ্যাসিডের রসায়নিক সংকেত কোনটি- HNO3

190. Tehri Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখন্ড 

191. SI পদ্ধতিতে তাপমাত্রার একক- কেলভিন

192. ক্লোরিনের কয়টি আইসোটোপ- ২টি

193. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়- ২৮শে জুলাই

194. Neora Valley National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

195. হেমাটাইট কোন ধাতুর আকরিক- লোহা

196. কিনরেম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত- মেঘালয়

197. কোণার্ক সূর্য মন্দির কোথায় রয়েছে- ওড়িশা

198. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খণ্ড

199. ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ- হাইড্রোজেন

200. বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল- ১৯৯২ সালে

সম্পূর্ণ পিডিএফটি পেতে আমাদের 8509897406 whatsapp  নম্বরে মেসেজ করুন।

PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: ১৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:12
File Size:1.1MB

No comments:

Post a Comment