ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা-List of Official languages of different states of India In Bengali
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা |
নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা-List of Official languages of different states of India In Bengali PDF টি শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষার তালিকা থেকে প্রশ্ন এসে থাকে। এই তালিকাটি পড়ে রাখলে সেই সমস্ত প্রশ্ন গুলির তোমরা সহজেই উত্তর দিতে পারবে। সুতরাং দেরি না করে নিচের তালিকাটি পড়ে নাও বা ডাউনলোড করে নাও।
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা
রাজ্যের নাম | সরকারি ভাষা |
---|---|
পশ্চিমবঙ্গ | বাংলা এবং ইংরেজি |
উত্তর প্রদেশ | হিন্দি |
উত্তরাখণ্ড | হিন্দি |
গোয়া | কোষ্কণী |
অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
অসম | আসামিয়া, বাংলা |
ছত্রিশগড় | হিন্দি |
বিহার | হিন্দি |
অরুণাচল প্রদেশ | ইংরেজি |
গুজরাট | গুজরাটি |
নিচের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ PDF টি ডাউনলোড করে নিনFile Details:
File Name: List of official languages of states of India
File Format: PDF
No. of Pages:2
File Size:615 KB
Click Here to Download
No comments:
Post a Comment