Breaking




Friday, September 11, 2020

National sports awards 2020 Questions and Answer in Bengali | ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

National sports awards 2020 Questions and Answer in Bengali | ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

National sports awards 2020 Questions and Answer in Bengali | ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
National sports awards 2020 Questions and Answer in Bengali
আজকে তোমাদের সঙ্গে রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার 2020 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ MCQ শেয়ার করছি। আগত ভারতের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য National sports awards 2020 Questions and Answer in Bengali | ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর গুলি আপনাদের প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে।

ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয় ?
ক) ১৯৯১-৯২
খ) ১৯৯২-৯৩
গ) ১৯৯৩-৯৪
ঘ) ১৯৯৪-৯৫
২. 2020 সালে কোন ক্রিকেটের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে ?
ক) বিরাট কোহলি
খ) হার্দিক পান্ডিয়া
গ) রোহিত শর্মা
ঘ) মহেন্দ্র সিং ধোনি
৩. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম কি ?
ক) বীরেন্দ্র শেবাগ
খ) সুনীল ছেএী
গ) শচীন টেন্ডুলকার
ঘ) বিশ্বনাথ আনন্দ
৪. 2020 সালে কোন প্যারা হাইজাম্প খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে ?
ক) মনিকা বাএা
খ) ভিনেশ ফোগাত
গ) মারিয়াপ্পান থাঙাভেলু
ঘ) পি. ভি. সিন্দু
৫. 2020 সালে কোন টেবিল টেনিস খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে ?
ক) মারিয়াপ্পান টি
খ) মনিকা বাএা
গ) ভিনেশ ফোগাত
ঘ) মিস. রানি
৬. 2020 সালে কোন কুস্তি খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে ?
ক) মারিয়াপ্পান টি
খ) মিস. রানি
গ) ভিনেশ ফোগাত
ঘ) মনিকা বাএা
৭. 2020 সালে কোন ক্রিকেট খেলোয়াড় অর্জুন পুরস্কার পান ?
ক) রোহিত শর্মা
খ) রবীন্দ্র জাদেজা
গ) বিরাট কোহলি
ঘ) ইশান্ত শর্মা
৮. 2020 সালে কোন মহিলা ক্রিকেটার অর্জুন পুরস্কার পান ?
ক) দীপ্তি শর্মা
খ) পুনম যাদব
গ) স্মৃতি মন্ধনা
ঘ) কেউই নন
৯. 2020 সালে কোন ফুটবলার অর্জুন পুরস্কার পান ?
ক) সুনীল ছেত্রী
খ) প্রীতম কোটাল
গ) সন্দেশ ঝিঙ্গা
ঘ) অনিরুদ্ধ থাপা
১০. 2020 সালে কোন হকি খেলোয়াড় অর্জুন পুরস্কার পান ?
ক) আকাশদীপ সিং
খ) মুকেশ কুমার
গ) অজিত সিং
ঘ) দীপক ঠাকুর
১১. 2020 সালে কোন তীরন্দাজ খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছে ?

ক) বিক্রম চৌহান
খ) মুকেশ কুমার
গ) প্রীতম কোটাল
ঘ) অতনু দাস
১২. 2020 সালে কোন খেলোয়াড় অ্যাথলেটিকস খেলায় অর্জুন পুরস্কার পেয়েছে ?
ক) অদিতি অশোক
খ) মুকেশ কুমার
গ) দ্যুতি চাঁদ
ঘ) দীপক ঠাকুর
১৩. 2020 সালে কোন খেলোয়ার শুটিং এ অর্জুন পুরস্কার পেয়েছে ?
ক) অভিশেক ভার্মা
খ) সৌরভ চৌধুরি
গ) অপূর্ব চান্দেলা
ঘ) সঞ্জীব রাজপুত
১৪. অর্জুন পুরস্কার প্রথম কবে দেওয়া হয় ?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৩ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬১ সালে
১৫. নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ?

ক) সাক্ষী মালিক
খ) ইশান্ত শর্মা
গ) রোহিত শর্মা
ঘ) দ্যুতি চাঁদ
 নিচের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ PDF টি ডাউনলোড করে নিন
File Details:
File Name: national sports awards 2020
File Format: PDF
No. of Pages:2
File Size:577 KB
Click Here to Download

No comments:

Post a Comment