Atal Tunnel - Questions and Answers in Bengali | gk questions and answers in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2020
Atal Tunnel - Questions and Answers in Bengali |
অটল টানেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:-
১. অটল টানেল ভারতের কোন রাজ্যে স্থাপন করা হয়েছে ?
উঃ হিমাচল প্রদেশ।
২. অটল টানেলের নাম কোন ব্যক্তির নামানুসারে রাখা হয়েছে ?
উঃ অটল বিহারী বাজপেয়ী।
৩. অটল টানেলের উদ্বোধন কবে করা হয়েছে ?
উঃ ৩রা অক্টোবর ২০২০ সালে।
৪. অটল টানেলের আগে ভারতের সবচেয়ে লম্বা টানেল কী ছিল ?
উঃ জওহর টানেল। (২.৮৫ কি.মি)
৫. অটল টানেল কোন পাসের নীচে অবস্থিত ?
উঃ রোহতাং পাসের।
৬. কত কিলোমিটার জুড়ে এই অটল টানেলটি তৈরি করা হয়েছে ?
উঃ ৯.২ কিলোমিটার।
৭. অটল টানেল সমুদ্রতল থেকে কত উঁচুতে নির্মাণ করা হয়েছে ?
উঃ ৩ কিলোমিটার (১০ হাজার ফুট)।
৮. বিশ্বের সবচেয়ে লম্বা সুরঙ্গ “অটল টানেলের”— উদ্বোধন কে করেছেন ?
উঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৯. অটল টানেল কোন সংস্থা নির্মাণ করেছে ?
উঃ BRO.
১০. অটল টানেলের নির্মাণ কোন পর্বতশ্রেণীতে করা হয়েছে ?
উঃ পির পাঞ্জাল শ্রেণি।
১১. অটল টানেলে মানালি থেকে লেহ যেতে কত সময় কম হয়ে যাবে ?
উঃ ৪ থেকে ৫ ঘন্টা।
১২. অটল টানেলে বানাতে কত টাকা খরচ হয়েছে ?
উঃ ৩৩০০ কোটি টাকা।
১৩. অটল টানেলের আকার কি ধরনের ?
উঃ ঘোড়ার নালের মতো।
১৪. অটল টানেলে মানালি থেকে লেহের দূরত্ব কত কিলোমিটার কম হয়ে যাবে ?
উঃ 46 কিলোমিটার।
১৫. BRO— এর সম্পূর্ণ নাম কী ?
উঃ Border Road Organization.
১৬. BRO— কত সালে স্থাপিত হয়েছিল ?
উঃ ৭ই মে ১৯৬০ সালে।
১৭. BRO— এর পরিচালক বা ডিরেক্টর কে ?
উঃ Lt Gen Harpal Singh.
১৮. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কী ?
উঃ সিমলা (গৃষ্ম কালীন)
ধর্মশাল (শীতকালীন)
১৯. হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কী ?
উঃ ভান্দারু দাত্তাএেয়।
২০. হিমাচল প্রদেশের লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার কোটি করে সিট রয়েছে ?
উঃ লোকসভা - ৪
রাজ্যসভা - ৩
বিধানসভা ৬৮
File Name:Atal Tunnel - Questions and Answers in Bengali
File Format: PDF
No. of Pages:2
File Size:626 KB
Click Here to Download
Quiz on Atal Tunnel
No comments:
Post a Comment