Breaking




Sunday, October 4, 2020

Atal Tunnel - Questions and Answers in Bengali | gk questions and answers in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2020

Atal Tunnel - Questions and Answers in Bengali | gk questions and answers in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2020 

Atal Tunnel - Questions and Answers in Bengali | gk questions and answers in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2020
Atal Tunnel - Questions and Answers in Bengali
নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে অটল টানেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর এবং কুইজ শেয়ার করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের এটার্নাল এর উদ্বোধন করেছেন। আগত বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে নিচের প্রশ্ন উত্তর ও গুলি পড়ে নাও এবং তারপরে কুষ্ঠি তে অংশগ্রহণ করো।

অটল টানেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:-

১. অটল টানেল ভারতের কোন রাজ্যে স্থাপন করা হয়েছে ?
উঃ হিমাচল প্রদেশ।

২. অটল টানেলের নাম কোন ব্যক্তির নামানুসারে রাখা হয়েছে ?
উঃ অটল বিহারী বাজপেয়ী।

৩. অটল টানেলের উদ্বোধন কবে করা হয়েছে ?
উঃ ৩রা অক্টোবর ২০২০ সালে।

৪. অটল টানেলের আগে ভারতের সবচেয়ে লম্বা টানেল কী ছিল ?
উঃ জওহর টানেল। (২.৮৫ কি.মি)

৫. অটল টানেল কোন পাসের নীচে অবস্থিত ?
উঃ রোহতাং পাসের।

৬. কত কিলোমিটার জুড়ে এই অটল টানেলটি তৈরি করা হয়েছে ?
উঃ ৯.২ কিলোমিটার।

৭. অটল টানেল সমুদ্রতল থেকে কত উঁচুতে নির্মাণ করা হয়েছে ?
উঃ ৩ কিলোমিটার (১০ হাজার ফুট)।

৮. বিশ্বের সবচেয়ে লম্বা সুরঙ্গ “অটল টানেলের”— উদ্বোধন কে করেছেন ?
উঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৯. অটল টানেল কোন সংস্থা নির্মাণ করেছে ?
উঃ BRO.

১০. অটল টানেলের নির্মাণ কোন পর্বতশ্রেণীতে করা হয়েছে ?
উঃ পির পাঞ্জাল শ্রেণি।

১১. অটল টানেলে মানালি থেকে লেহ যেতে কত সময় কম হয়ে যাবে ?
উঃ ৪ থেকে ৫ ঘন্টা।

১২. অটল টানেলে বানাতে কত টাকা খরচ হয়েছে ?
উঃ ৩৩০০ কোটি টাকা।

১৩. অটল টানেলের আকার কি ধরনের ?
উঃ ঘোড়ার নালের মতো।

১৪. অটল টানেলে মানালি থেকে লেহের দূরত্ব কত কিলোমিটার কম হয়ে যাবে ?
উঃ 46 কিলোমিটার।

১৫. BRO— এর সম্পূর্ণ নাম কী ?
উঃ Border Road Organization.

১৬. BRO— কত সালে স্থাপিত হয়েছিল ?
উঃ ৭ই মে ১৯৬০ সালে।

১৭. BRO— এর পরিচালক বা ডিরেক্টর কে ?
উঃ Lt Gen Harpal Singh.

১৮. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কী ?
উঃ সিমলা (গৃষ্ম কালীন)
ধর্মশাল (শীতকালীন)

১৯. হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কী ?
উঃ ভান্দারু দাত্তাএেয়।

২০.
হিমাচল প্রদেশের লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার কোটি করে সিট রয়েছে ?
উঃ
লোকসভা - ৪
রাজ্যসভা - ৩
বিধানসভা ৬৮

File Details:
File Name:Atal Tunnel - Questions and Answers in Bengali

File Format: PDF
No. of Pages:2
File Size:626 KB
Click Here to Download

Quiz on Atal Tunnel

Quiz Application

প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড সময় থাকবে

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Bengali Gk Quiz Part-16

No comments:

Post a Comment