Bengali g.k class 2 | Bangla GK - বাংলা জিকে
![]() |
Bangla GK - বাংলা জিকে |
Bangla GK - বাংলা জিকে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বাংলা General Knowledge এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব যা আগত পরীক্ষাগুলোতে তোমাদের সাহায্য করবে।
১. উড়োজাহাজের ভিতরে থাকা Black Box— এর রং কী ?
২. ডুরাণ্ড কাপ প্রথম কত সালে স্থাপিত হয় ?
৩. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
৪. ভিটামিন ‘C’— এর রাসায়নিক নাম কী ?
৫. পুনা সার্বজনীক সভা কে প্রতিষ্ঠা করেন ?
৬. ভারত কত সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল ?
৭. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
৮. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে ?
৯. ১৯৫৩ সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে ?
১০. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?
No comments:
Post a Comment