Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains
Bengali Report Writing for psc clerkship mains |
১) বিদ্যালয়ের শিক্ষকদের গৃহশিক্ষকতা অনৈতিক
২) দুই বাংলায় পালিত ভাষা শহীদ দিবস
৩) ভাইজ্যাকে মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা কলকাতা ২৩শে জুলাই : সারা রাজ্য জুড়ে শিক্ষিত বেকারদের অর্থনৈতিক সংকুলানের একমাত্র ও প্রধান পথ গৃহশিক্ষকতা। বর্তমানে সরকারের জারি করা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহু শিক্ষকদের বঞ্চিত করে বিদ্যালয় শিক্ষকেরা অবাধে লক্ষ লক্ষ কালো টাকা আয়কর ফাঁকি দিয়ে ঘরে তুলছেন।
গৃহ শিক্ষক সংগঠনের মধ্যে নানাভাবে ছাত্র দের নম্বরের প্রলোভন দেখিয়ে পর্দার আড়ালে শিক্ষাকে পণ্য হিসেবেবিক্রি করে নিজেদের পকেট ভরিয়ে চলেছেন কিছু অসাধু বিদ্যালয়ে শিক্ষকের দল।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ওয়েস্টবেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েল ফেরার অ্যাসোসিয়েশন সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো বন্ধ করতে সংগঠনের তরফ থেকে একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে।
গৃহ শিক্ষক সংগঠন আরো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে যদি ঐ সমস্ত শিক্ষকদের গৃহশিক্ষকতায় লাগাম না দেওয়া হয় আগামী দিনে প্রয়োজনে বিকাশ ভবন এমনকি শিক্ষা মন্ত্রীর কাছে গিয়েও আমরা আমাদের দাবি জানাতে পিছপা হব না।
অন্যদিকে জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রশাসনিক স্তরে আলোচনা করে জানিয়েছেন— “যে সমস্ত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে গৃহশিক্ষকতা করার অভিযোগ উঠেছে, সেইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে অভিযোগ পত্র পাঠিয়ে অবিলম্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
➤ দুই বাংলায় পালিত ভাষা শহীদ দিবস
নিজস্ব সংবাদদাতা কলকাতা ১২ই অক্টোবর : দুই বাংলায় পালিত ভাষা শহীদ দিবস কাঁটাতারের বেড়া পেরিয়ে পশ্চিমবঙ্গের ও ভারত ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহা সমাহারে পালিত হল ভাষা দিবস।
বাংলাদেশের ঢাকায় শহীদ মিনার পাদদেশে, পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলাতে বিবিধ সাংস্কৃতৃক অনুষ্ঠানের মাধ্যমে সালাম-বরকতদের লড়াই-এর প্রাসঙ্গিকতাই তুলে ধরা হলো নতুন প্রজন্মের কাছে।
ভৌগলিক সীমারেখা তুলে কেবলমাত্র ভাষার টানে দুই বাংলার মানুষ একই মঞ্চে গাইলেন বাংলার জয়গান। উভয় দেশের জনপ্রতিনিধিদের মুখেই সম্প্রীতির বার্তা।
ভাষার স্বাধীনতা অর্জনে আত্মত্যাগের নজির পৃথিবীর বুকে এই বাংলাতেই সম্ভব। অন্তরের টান আমরা নিয়মিত অনুভব করি। মিলনের মন্ত্রে আমরা নিজেদেরকেই আপন করে পাই।
জৈনক বক্তাদের আন্তরিক উজ্জলে দুই বাংলার ২১শের মঞ্চ সেই সুপ্ত সম্প্রীতির বার্তাই তুলে ধরেছে।
সম্পূর্ণ PDF-এর লিঙ্ক নিচে রয়েছে
File Name:Bengali Report Writing PDF P-2
File Format: PDF
No. of Pages:3
File Size:1.00 MB
Click Here to Download
No comments:
Post a Comment