Breaking




Friday, October 9, 2020

Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains

Bengali Report Writing for psc clerkship mains | miscellaneous mains | icds mains

bengali report writing,report writing,report writing for psc clerkship,bengali report writing for psc clerkship,bengali report writing for clerkship,report writing in bengali,bengali report writing for psc clerkship mains,bengali report writing for miscellaneous mains,bengali report writing for icds,clerkship mains bengali report writing,bengali descriptive writing, descriptive bengali report writing,bengali report writing for icds mains,bengali report writing for psc exam,bengali report
প্রতিবেদন রচনা PDF
নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে descriptive bengali report writing পিডিএফ শেয়ার করছি। আগত psc clerkship mains | miscellaneous mains | icds mains পরীক্ষাগুলোর জন্য bengali report বা বাংলা প্রতিবেদন রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নষ্ট না করে পড়ে নাও ও চাইলে পিডিএফ টি ডাউনলোড করে রাখতে পারো।
আজকে যে সমস্ত বিষয়গুলি থাকছে সেগুলি হল:-
১) লকডাউন পরিস্থিতিতে রাজ্যের বেকার দের সংখ্যা বৃদ্ধি
২) করোনা মোকাবিলার প্রশ্নের মুখে স্বাস্থ্য কাঠামো এবং
৩) রেশন দুর্নীতির অভিযোগ

  লকডাউন পরিস্থিতিতে রাজ্যের বেকার দের সংখ্যা বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, ৯ই অক্টোবর, কলকাতা: অতিমারি করোনা প্রকোপে বিশ্ব রাজ্য অর্থনীতির চাকা থমকে। সেন্টার ফরমনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIF) শেষ সমীক্ষায় জানিয়েছে এই লকডাউন পর্বে কাজ হারিয়ে বেকার হয়েছেন প্রায় ১৪ কোটি মানুষ।
         কোভিড আতঙ্ক সামাজিক দূরত্বের অস্ত্র প্রয়োগ করে সাময়িকভাবে লাগাম দেওয়ার পরিণামে গ্রাম-শহরের সব শ্রেণীর মানুষ-ই ক্ষতিগ্রস্ত। তবে শহরের তুলনায় গ্রামে বেকারত্ব বেড়েছে বেশি। দিনের পর দিন সঞ্চিত ক্ষয় করে মানুষ কপর্দকহীন হয়ে পড়েছে।
            অন্যদিকে সমস্ত কল কারখানা, সর্বভারতীয় ক্ষেত্র রেলের কর্মী ছাঁটাই, চাকরির পরীক্ষায় নিয়োগ অনিদিষ্ট কালের জন্য স্থগিত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমসীমা অতিক্রম করেছে।
           পুঁজিবাদী মহলের মতে ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনার প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন-ই একমাত্র করণীয় কর্তব্য। এখন প্রশ্ন এটাই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ কী ?
               খোদ প্রধানমন্ত্রী কর্মী ও বেতন ছাঁটাই এর আর্জি জানিয়েছেন। তিনি আরো বলেছেন প্রয়োজনে কেন্দ্র ভর্তুকি দিতেও প্রস্তুত। বিভিন্ন ত্রাণ প্রকল্প ও ঘোষিত হয়েছে সাধারণ মানুষের সুবিধা প্রদানকে লক্ষ রেখে।
               কিন্তু শ্রমিক সংগঠন গুলি সরকারি নির্দেশ অমান্যের ঝুড়ি ঝুড়ি অভিযোগ তুলে কার্যত সরকারের ওপরেই চাপ বাড়ছে। তাদের মতে গোটা রাজ্য তথা দেশজুড়ে কর্মী ছাঁটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রশাসনিকভাবে উচ্চস্তরে এখনই কোন সুনিশ্চিত পদক্ষেপ না নেওয়া হলে দীর্ঘকালীন অনশনের পথ অবলম্বনে বাধ্য হবেন বলেই জানিয়েছেন শ্রমিক সংগঠনের কর্তারা

  করোনা মোকাবিলার প্রশ্নের মুখে স্বাস্থ্য কাঠামো

নিজস্ব সংবাদদাতা, ৩ই অক্টোবর, কলকাতা:  অতিমারি করোনা প্রকোপ এক বিংশ শতাব্দীর আধুনিক স্বাস্থ্য কাঠামোর গভীরতা কেই যে বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, পশ্চিমবঙ্গ তার উর্ধে নয়।
                 ভ্যাকসিনের অনুপস্থিতিতে ধ্বংসাত্মক করোনা সংক্রমণ রুখতে লকডাউন-কনটেইনমেন্ট জোন - রেড অ্যালার্ট সামাজিক গণমাধ্যমে দূরত্ব বজায় রাখার আর্জি সমস্ত কে ছাপিয়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে করণা পজিটিভ রোগীদের জন্য অপ্রতুল বেড সংখ্যা।
                সরকারের পক্ষ থেকে রাজ্যের ২২টি জেলায় তৈরি হওয়া সুপার স্পেশালিস্ট হাসপাতাল গুলিতে যত দ্রুত সম্ভব করোনা চিকিৎসা কেন্দ্র রূপান্তর চেষ্টা চলছে বলে জানা গেছে।
              অন্যদিকে স্বাস্থ্যসচিব বিবেককুমারের অপসারণ কে ইস্যু করে বিরোধী দলের নেতা দিলীপ ঘোষ বলেন — “রাজ্য সরকার মহামারী রুখতে সব দিক থেকে ব্যর্থ। এমনকি তিনি এখনও অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা খুবই সীমিত, সরকার পরিস্থিতির গুরুত্ব মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি বলেই সাধারণ মানুষের এই দুর্দশায় ধরা তিক্ত অভিজ্ঞতা সইতে হচ্ছে বলে তার অভিযোগ।
              অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গুজবে কান না দিয়ে কোন অসুবিধা হলে রাজ্য সরকারের দুরভাষ নম্বরে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা যুদ্ধকালীন তৎপরতায় গ্রহণ করা হবে। রোগীর সহায়তা করাই আমাদের সর্বপ্রধান লক্ষ বলে তিনি জানান।

        এছাড়াও রাজ্যের অন্য আরেক মন্ত্রী জানান —সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি মুকাবিলা দু-একটা অনিচ্ছাকৃত ফাঁক থাকলেও - আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ করোনা কবলিত রাজ্যগুলির মধ্যে সেরা স্বাস্থ্য কাঠামো সংগঠন সক্ষম হয়েছি।

 ➤ রেশন দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ৭ই অক্টোবর, কলকাতা:   করোনা ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়েই রেশন কেলেঙ্কারির খরচ চাউর হয়ে চলেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভের আগুনে ফুঁসছে আমজনতা।
           বরাদ্দ মাথাপিছু খাদ্যশস্য পরিমাণে কম দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের, আর তাতেই শীলমোহর দিয়েছে মুর্শিদাবাদের পুনাশ্রী, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, সিঙ্গুরের পালপাড়া এলাকার ঘটনা।
             কোথাও রেশনের চাল পাচাড় তো কোথাও দান সামগ্রীর পরিমাণে ব্যাপক অসংগতি। ডিলার থেকে জেলার সাংগঠনিক প্রধানের একে উপরের উপর দায় চাপালেও পরিস্থিতি এথেকে উদ্বেগের অগ্নিস্ফুলিঙ্গের পারদ ছড়াচ্ছে।
                 রাজ্যজুড়ে রেশন দুর্নীতির দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই সরকার প্রায় ৩০০ জন রেশন ডিলারকে কারণ দর্শানোর মাপ পত্র ধরিয়েছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বলেই খবরে প্রকাশ।
          খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন “আইনের উপর আস্থা রাখতে, অবিলম্বে যেসমস্ত রেশন ডিলারের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 PDF-এর লিঙ্ক নিচে রয়েছে

File Details:
File Name:Bengali Report Writing PDF

File Format: PDF
No. of Pages:2
File Size:928 KB
Click Here to Download

1 comment: