550+ rrb ntpc General Knowledge PDF in Bengali | rrb ntpc gk pdf in bengali | group d exam question and answer paper pdf in bengali
550+ rrb ntpc General Knowledge PDF in Bengali |
যে সমস্ত বিষয়গুলি থাকছে এই PDF-এ :-
১) বিগত বছরের প্রশ্নপত্র থেকে গুরুত্বপূর্ণ জিকে
২) ইতিহাস
৩) ভূগোল
৪) জীবন বিজ্ঞান
৫) ভৌত বিজ্ঞান
৬) স্ট্যাটিক জিকে প্রভৃতি
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 550+ rrb ntpc General Knowledge PDF in Bengali | rrb ntpc gk pdf in bengali | group d exam question and answer paper pdf টি ডাউনলোড করে নাও।
কিছু নমুনা::
১. 'অশোক জাতির প্রথম ধর্মগুরু' এই উক্তিটি কার - স্মিথ।২. বিবেকানন্দকে ভারতের কি বলা হয় - রুশো।
৩. ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কবে - ১৯৬২ সালে।
৪. ব্রাজিলের সরকারি ভাষা কী - পর্তুগিজ।
৫. গোবি মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে - মঙ্গোলিয়ায়।
৬. ফুন্টশলিং সীমান্তে কোন কোন দেশের সংযোগ রয়েছে - ভারত ও ভুটান।
৭. বিপ্লবী গণেশ ঘোষের জন্ম কবে - ১৯০০ সালে।
৮. নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু হয় কবে - ১৯২৯ সালে।
৯. 'প্রত্ন' শব্দের অর্থ কী - প্রাচীন।
১০. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত - দক্ষিণ আফ্রিকায়।
১১. 'Mother India' বইটির রচয়িতা কে - ক্যাথরিন মেয়ো।
১২. পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে - ১৯৮৬ সালে।
১৩. পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত - ১৭৫ সেন্টিমিটার।
১৪. 'World Bank'-এর সদর দপ্তর কোথায় অবস্থিত - ওয়াশিংটন।
১৫. ভারতের দেশপ্রিয় নামে অভিহিত করা হয় কাকে - যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
১৬. ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন - মহাপদ্মনন্দ।
১৭. বায়ুমণ্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী - এক্সোস্ফিয়ার।
১৮. বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান - কৃষ্ণ কুমার মিত্র।
১৯. শিবালিক পাহাড়ের উপত্যকায়গুলি কী নামে পরিচিত - দুন।
২০. পৃথিবীর সবথেকে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি - ইংল্যান্ডের শেফিল্ড।
২১. ভারতের প্রথম আই সি এস উত্তীর্ণ হয় কে - সত্যেন্দ্রনাথ ঠাকুর।
২২. আরাবল্লী পর্বত কোন শ্রেণীর পর্বত - ক্ষয়িষ্ণু পর্বত।
২৩. NATO সদর দপ্তর কোথায় অবস্থিত - ব্রাসেলস।
২৪. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল - অমৃতসরে।
২৫. ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ - ১৪৯৮ সালে।
২৬. ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে - ১৭০৭ খ্রিস্টাব্দে।
২৭. প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় - ১৯৭৫ সালে।
২৮. বীরবল কার ছদ্মনাম - প্রমথ চৌধুরী।
২৯. আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র - ভূমি থেকে আকাশে।
৩০. রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু হয় কত সালে - ২০০২।
৩১. IPL চেন্নাই সুপার কিংস দলের বর্তমান কোচ কে - স্টিফেন ফ্লেমিং।
৩২. মেঘালয়ের রাজধানী কোথায় - শিলং।
৩৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় - ব্রোসেল্স।
৩৪. খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত - দাবা।
৩৫. সংবিধানের কত নং ধারায় 'ক্যাবিনেট' কথাটির উল্লেখ আছে - ৩৫২ নং ধারায়।
৩৬. ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল - ১৫ই মার্চ ১৯৫০ সালে।
৩৭. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় - ভিটামিন D।
৩৮. মানুষের বৈজ্ঞানিক নাম কী - হোমো স্যাপিয়েন্স।
৩৯. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি - 'প্যারীচাঁদ মিত্রের' আলালের ঘরের দুলাল(১৮৫৮)।
৪০. মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 'পদ্মা নদীর মাঝি' কত সালে প্রকাশিত হয়েছে - ২৮শে মে ১৯৩৬ সালে।
৪১. 'World Refugee Day' পালন করা হয় কবে - 20 জুন।
৪২. ভারতের সর্বপ্রথম ব্যাংক কোনটি - ব্যাঙ্ক অব হিন্দুস্তান।
৪৩. ফসফরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন - জার্মান বৈজ্ঞানিক ব্রান্ড।
৪৪. চাঁদের পাহাড় বইটির লেখক কে - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
৪৫. বিশ্বজুড়ে 'অলিম্পিক দিবস' পালন করা হয় কবে - 23 জুন।
৪৬. 'ক্যাবিনেট মিশন' কে প্রথম প্রস্তাব করেন কে - ক্লিমেন্ট এটলি।
৪৭. সত্যসুন্দর দাস কার ছদ্মনাম - মোহিতলাল মজুমদার।
৪৮. মগধের প্রাচীনতম রাজধানীর নাম কি ছিল - গিরিব্রজ।
৪৯. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে - ১৭৬৯ সালে।
৫০. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয় - 1972 সালে।
৫১. ‘কার্লাইল সার্কুলার’ কবে জারি করা হয় - ১৯০৫।
৫২. ‘পয়েন্ট ক্যালিমিয়ার রামরস’ স্থানটি কোথায় অবস্থিত - তামিলনাড়ু।
৫৩. ‘Nature Index 2020’-তে ভারত কত নম্বর স্থানে রয়েছে - 12 নং।
৫৪. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি - রাজস্থান।
৫৫. খিলাফৎ দিবস কবে উদযাপিত হয় - ১৭ই অক্টোবর ১৯১৯ খ্রিস্টাব্দে।
৫৬. ‘ফ্রেন্ডস অফ ইন্ডিয়া’ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় - ১৮২১ সালে।
৫৭. কোন নদীর তীরে আমাজন অবস্থিত - যমুনা।
৫৮. বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি - আমার সোনার বাংলা।
৫৯. চেঙ্গিস খাঁ-র জন্মসূত্রে নাম কি ছিল - তেমুজিন।
৬০. সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত - আফ্রিকা।
৬১. মধ্য ও দক্ষিণ বঙ্গের গুরুত্বপূর্ণ নদী কোনটি - গঙ্গা।
৬২. উত্তরবঙ্গের প্রধান নদীটির নাম কী - তিস্তা।
৬৩. নীল নদের অববাহিকার আকৃতি কেমন - মাছের কাঁটার মতো।
৬৪. কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী - হলদি।
৬৫. কোন সাগর এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে - লোহিত সাগর।
৬৬. ‘ভারতের খনিজ ভান্ডার’ বলা হয় কোন অঞ্চলকে - ছোটনাগপুর মালভূমি।
৬৭. ভারতের কোন শহরকে ‘প্রাচ্যের ভেনিস বা রোম' বলা হয় - কোচি।
৬৮. ভারতের ‘উদ্যান নগরী’ কাকে বলা হয় - বেঙ্গালুরুকে।
৬৯. ভারতের সর্বনিম্ন জনঘনত্বসম্পন্ন রাজ্য কোনটি - অরুণাচল প্রদেশ।
৭০. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত - ছত্রিশগড়ের ভিলাইতে।
৭১. নীলদর্পণ নাটকের রচয়িতা কে - দীনবন্ধু মিত্র।
৭২. নদীপ্রবাহ পরিমাপের একক কে কি বলে - কিউসেক।
৭৩. উত্তরাঞ্চলের রাজধানী কোথায় - দেরাদুন।
৭৪. নেপালের প্রধান নদী কোনটি - কালীগণ্ডক।
৭৫. কেঁচোর গমন অঙ্গের নাম কি - সিটি।
৭৬. ‘জ্যাব (Jab)’ কথাটি কোন খেলার সাথে যুক্ত - বক্সিং।
৭৭. ‘মনসবদারী প্রথা’ কে প্রচলন করেছিলেন - আকবর।
৭৮. ‘The future of India’ কার লেখা - বিমল জালান।
৭৯. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’এর অভাবে মানব দেহে কি ক্ষতি হয় - দুর্বল দাঁত।
৮০. মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি ‘GSM’ এর পুরো কথাটি কি - Global System for Mobile।
৮১. কোন নদীর উপর 'পং' বাঁধটি গড়ে উঠেছে - বিপাশা।
৮২. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত - কাবেরী।
৮৩. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় - ২৭ সেপ্টেম্বর।
৮৪. কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় - ১৮১৭ খ্রিস্টাব্দে।
৮৫. কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন - শীলা দীক্ষিত।
৮৬. একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন - জগদম্বিকা পাল।
৮৭. ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় 'ব্যাক্তিগ্রহ সত্যগ্রহ' জন্য প্রথম কে মনোনীত হন - আচার্য্য বিনোবা ভাবে।
৮৮. ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল - রাওয়ালপিন্ডি।
৮৯. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় - ক্যারোলাস লিনিয়াস।
৯০. যুদ্ধক্ষেত্রে 'রুমি' কৌশল ব্যবহার করা করেছিলেন - বাবর।
৯১. 'ইন্ডিয়া হোমরুল সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন - স্যামাজী কৃষ্ণবর্মা।
৯২. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল - পঞ্চম।
৯৩. লন্ডন শহরটি অবস্থিত কোন নদীর তীরে - টেমস্।
৯৪. ভারতের বিসমার্ক কে - বল্লভ ভাই প্যাটেল।
৯৫. ভারতের কোন রাজ্যে কোল উপজাতি বাস করে - মধ্যপ্রদেশ।
৯৬. 11 জুলাই দিনটি কোন দিবস হিসেবে পালিত হয় - বিশ্ব জনসংখ্যা দিবস।
৯৭. মিটার/সেকেন্ড-² কিসের একক - ত্বরণের একক।
৯৮. 'বেতালা জাতীয় উদ্যান' ভারতের কোন রাজ্যে অবস্থিত - ঝড়খান্ড।
৯৯. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রঙ কালো, বাদামী বা নীল হয় - আইরিস।
১০০. কার সমাধিস্থল 'বীরভূমি' নামে পরিচিত - রাজীব গান্ধী।
১০১. কোন বিজ্ঞানীকে 'মেনলো পার্কের জাদুকর' বলা হয় - টমাস আলভা এডিসন।
১০২. ভারতের রাজধানী কত সালে পর্যন্ত কলকাতা ছিল - ১৯১১ সাল।
১০৩. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত - আটলান্টিক মহাসাগর।
১০৪. বুদ্ধদেব তাঁর ধর্ম মত কোন ভাষা প্রচার করা - পালি ভাষায়।
১০৫. চাঁদের পাহাড় বইটির লেখক কে - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১০৬. লাসা শহরকে কী বলা হয় - নিষিদ্ধ নগরী।
১০৭. 'প্রফুল্ল' নাটকটির রচয়িতা কে - গিরিশ ঘোষ।
১০৮. শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত - গল্ফ।
১০৯. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল - 16 টি।
১১০. ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত - আল্পস।
১১১. ভারতে কোন উপজাতির মানুষ সংখ্যা সর্বাধিক বসবাস করে - কোল।
১১২. প্রথম কবে নলজাতক শিশুর জন্ম হয়েছিল - ৬ আগস্ট ১৯৮৬।
১১৩. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিট প্রকাশ পায় - মীরা বাঈ।
১১৪. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় - ৮ ই মার্চ।
১১৫. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন - সুভাষচন্দ্র বসু।
১১৬. ভারতের কোন রাজ্য 'বাঘ রাজ্য' হিসেবে পরিচিত - মধ্যপ্রদেশ।
১১৭. ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে - তেলেঙ্গানা।
১১৮. ফড়িং-এর প্রধান শ্বাসঅঙ্গ কোনটি - ট্রাকিয়া।
১১৯. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় - তরল হাইড্রোজেন।
১২০. 'সবে মুনিষে পজ মমা' - উক্তিটি কার - অশোক।
১২১. ভারতের বৃহত্তম স্টেডিয়ামটির নাম কী - বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (গ্রেটার নয়ডা)।
১২২. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটির নাম কী - সম্বর (রাজস্থান)।
১২৩. কোচ-বিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত - ক্রিকেট।
১২৪. শমসের উল আজাদ কোন সাহিত্যিকের ছদ্মনাম - আবুল ফজল।
১২৫. বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয় - ১৭ মে।
১২৬. নরওয়েকে কিসের দেশ বলা হয় - নিশীথ সূর্যের দেশ।
১২৭. জয় লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত - টেবিল টেনিস।
১২৮. মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী - উপলব্ধি।
১২৯. মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কত সালে পেয়েছিল - ১৯৫৫ সালে।
১৩০. ভারতের উত্তরতম দরজা কোনটি - বুলন্দ দরওয়াজা।
১৩১. মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত - বীরভূম।
১৩২. কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন - ন্যাস্টিক চলন।
১৩৩. সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হত - লাল কোর্তা।
১৩৪. পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন - ই. ভি. রামাস্বামী নাইকার।
১৩৫. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন - আলভা এডিসন।
১৩৬. God's Litle Soldier বইটির রচয়িতা কে - কিরণ নাগরকার।
১৩৭. ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন - কিরানা।
১৩৮. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে - 368।
১৩৯. জল প্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি - আমাজন।
১৪০. সোফি উইলমেস কোন দেশের প্রধানমন্ত্রী - বেলজিয়াম।
১৪১. কবি সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু কত সালে - 25 জুন 1960 সালে।
১৪২. 'বিশ্ব খাদ্য দিবস' কবে পালিত হয় - 16ই অক্টোবর।
১৪৩. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন - সুভাষচন্দ্র বসু।
১৪৪. সুভাষচন্দ্র বসু কোথায় 'স্বাধীন ভারত' সরকার গঠন করেন - টোকিও।
১৪৫. ভারতে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন - রাজা রামমোহন রায়।
১৪৬. মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কি বলা হয় - প্ল্যাঙ্কটন।
১৪৭. ভারতের প্রথম সম্পুর্ন আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে - 1881 সালে
১৪৮. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না - হেপারিন।
১৪৯. তারে জামিন পার চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন - আমির খান।
১৫০. কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন - শীলা দীক্ষিত।
সম্পূর্ণ PDF-এর লিঙ্ক নিচে রয়েছে
File Details:
File Name:550+ rrb ntpc General Knowledge PDF in Bengali
File Format: PDF
No. of Pages:24
File Size:1.3 MB
Click Here to Download
File Name:550+ rrb ntpc General Knowledge PDF in Bengali
File Format: PDF
No. of Pages:24
File Size:1.3 MB
Click Here to Download
Very much helpful.
ReplyDeleteThnquuuuu ❤️
DeleteThanks Sir,,🥳🥳
ReplyDelete