Breaking




Thursday, November 12, 2020

বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস PDF

বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস PDF

বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস PDF
বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস PDF
Hi Aspirants,
জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস PDF টি এবং সেই সঙ্গে থাকছে উপক্ষার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আছে। সুতরাং সময় নষ্ট না করে নিচের তালিকাটি পড়ে নাও এবং সম্পূর্ণ PDF টি ডাউনলোড করে নাও।


বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস

উপক্ষারউৎস
নিকোটিনতামাক গাছের পাতা
ডাটুরিনধুতুরা গাছের পাতা ও ফল
রেসারপিনসর্পগন্ধা গাছের ছাল ও মূল
কোকেইনকোকা গাছ
কুইনাইনসিঙ্কোনা গাছের ছাল
বার্বারিনআফিম গাছ
মরফিনআফিম গাছের কাঁচা ফল
অ্যারেকোলিনসুপারির বীজ
অ্যাট্রোপিনবেলেডোনা গাছের পাতা ও মূল
ক্যাফিনকফি গাছের বীজ
পিপারিনগোল মরিচ
ক্যামটোথেসিনক্যামটোথেকা গাছের ছাল

উপক্ষার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

রেসারপিন কি কাজে ব্যবহৃত হয় ?
রেসারপিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত করা হয়।

নিকোটিন কি কাজে ব্যবহৃত হয় ?
মাদক প্রস্তুত করতে নিকোটিন ব্যবহৃত হয়।

ডাটুরিন কি কাজে ব্যবহৃত হয় ?
ডাটুরিন হাঁপানির ঔষুধ প্রস্তুত করতে ব্যবহৃত করা হয়।

কোকেইন কি কাজে ব্যবহৃত হয় ?
কোকেইন মাদক প্রস্তুত করতে ব্যবহৃত হয় ।

কুইনাইন কি কাজে ব্যবহৃত হয় ?
ম্যালেরিয়ার ঔষুধ প্রস্তুত করতে কুইনাইন ব্যবহৃত হয়।

বার্বারিন কি কাজে ব্যবহৃত হয় ?
বার্বারিন স্মৃতিভ্রংশ ও স্নায়ুবিক রোগ নিরাময় কাজে ব্যবহার করা হয়।

মারফিন কি কাজে ব্যবহৃত হয় ?
মারফিন ঘুমের ও বেদনানাশক ঔষুধ তৈরি করতে ব্যবহৃত হয়।

অ্যারেকোলিনা কি কাজে ব্যবহৃত হয় ?
অ্যারেকোলিনা সিজোফ্রিনিয়া রোগের ঔষুধ তৈরি করতে ব্যবহৃত হয়।

 
অ্যাট্রোপিন কি কাজে ব্যবহৃত হয় ?
অ্যাট্রোপিন রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষধ তৈরি করতে ব্যবহৃত হয়।

ক্যামটোথেসিন কি কাজে ব্যবহৃত হয় ?
ক্যান্সার নিয়ন্ত্রণকারি ঔষধ তৈরি করতে ক্যামটোথেসিন ব্যবহৃত হয়। 

File Details:
File Name: বিভিন্ন প্রকার উপক্ষার এবং তাদের উৎস PDF
File Format: PDF
No. of Pages:2
File Size: 0.48 MB
Click Here to Download

No comments:

Post a Comment