Breaking




Friday, November 20, 2020

হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ তালিকা PDF

হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ তালিকা PDF

হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ PDF
হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ
নমস্কার বন্ধুরা,
ভূগোল এর অংশ হিসেবে আজকে তোমাদের সঙ্গে হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ  তালিকা PDF টি শেয়ার করছি। এখানে তোমরা হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ পেয়ে যাবে যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নষ্ট না করে নিচের তালিকাটি পড়ে নাও এবং চাইলে PDF টি ডাউনলোড করে রাখতে পারো।

হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ  তালিকা


শৃঙ্গের নামঅর্থ
এভারেস্টসাগরমাতা-সাগরের মাতা চোমোলংমা অথবা কোমোলংমা-মহাবিশ্বের মাতা
কে টু (K2)চোগো গাংড়ি
কাঞ্চনজঙ্ঘাতুষারের পাঁচ রত্ন
মাকালুমহান কাল
চো ওইয়ুবৈদূর্য দেবতা
ধবলগিরিশ্বেত পর্বত
মানাসলু কুতাংকুতাং, আত্মার পর্বত
নাংগা পর্বতনাংগাপর্বত শৃঙ্গ অথবা দিয়ামির  নগ্ন পর্বত
অন্নপূর্ণাশস্য দেবী
গাশারব্রুমসুন্দর পর্বত
ব্রড পিকফাইচান কাংরি
শিশাপাংমাগ্রাসসি প্লাইন্সের ওপর শিখর
নন্দা দেবীআশীর্বাদ-দাত্রী দেবী
লোৎসেদক্ষিণ শৃঙ্গ


File Details:
File Name: হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ তালিকা PDF
File Format: PDF
No. of Pages:2
File Size: 0.60 MB
Click Here to Download

No comments:

Post a Comment