Geography Question & Answers Part-1 | ভূগোলের প্রশ্ন এবং উত্তর
ভূগোলের প্রশ্ন এবং উত্তর |
Geography Question & Answers Part-1
❶ বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত?
উঃ- দামোদর।
❷ মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?
উঃ- পাঁচটি।
❸ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় ?
উঃ- দুইটি ভাগে।
❹ বারাসাত কোন জেলার সদর দপ্তর ?
উঃ- উত্তর ২৪ পরগনা।
❺ দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উঃ- বঙ্গোপসাগর।
❻ কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়?
উঃ- ১৯৬৩ সালে।
❼ নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল ?
উঃ- নবদ্বীপ জেলা।
❽ মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে?
উঃ- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের।
❾ পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?
উঃ- পুরুলিয়া।
❶⓿ পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়?
উঃ- বীরভূম জেলা কে।
❶❶ বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি ?
উঃ- বাঁকুড়া।
❶❷ বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা?
উঃ- কলকাতা।
❶❸ বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত?
উঃ- উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।
❶❹ পরগনা শব্দটি এসেছে কোথা থেকে?
উঃ- ফরাসি শব্দ থেকে।
❶❺ হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত?
উঃ- দুইটি।
❏ যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।
No comments:
Post a Comment