Breaking




Monday, March 29, 2021

Geography Question & Answers Part-1 | ভূগোলের প্রশ্ন এবং উত্তর

Geography Question & Answers Part-1 | ভূগোলের প্রশ্ন এবং উত্তর

Geography Question & Answers Part-1 | ভূগোলের প্রশ্ন এবং উত্তর ভূগোলের প্রশ্ন এবং উত্তর
ভূগোলের প্রশ্ন এবং উত্তর
ভূগোলের প্রশ্ন এবং উত্তর যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বাংলা General Knowledge এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব যা আগত পরীক্ষাগুলোতে তোমাদের সাহায্য করবে।

Geography Question & Answers Part-1

বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত?
উঃ- দামোদর।

মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?
উঃ- পাঁচটি।

ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় ?
উঃ- দুইটি ভাগে।

বারাসাত কোন জেলার সদর দপ্তর ?
উঃ- উত্তর ২৪ পরগনা।

দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উঃ- বঙ্গোপসাগর।

কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়?
উঃ- ১৯৬৩ সালে।

নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল ?
উঃ- নবদ্বীপ জেলা।

মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে?
উঃ- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের।

পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?
উঃ- পুরুলিয়া।

❶⓿ পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়?
উঃ- বীরভূম জেলা কে।

❶❶ বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি ?
উঃ- বাঁকুড়া।

❶❷ বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা?
উঃ- কলকাতা।

❶❸ বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত?
উঃ- উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।

❶❹ পরগনা শব্দটি এসেছে কোথা থেকে?
উঃ- ফরাসি শব্দ থেকে।

❶❺ হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত?
উঃ- দুইটি।
যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।


No comments:

Post a Comment