Breaking




Monday, March 29, 2021

সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর পর্ব-০১

সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর পর্ব-০১

সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর পর্ব-০১
সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর পর্ব-০১
সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বাংলা General Science এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব যা আগত পরীক্ষাগুলোতে তোমাদের সাহায্য করবে।
General Science Question & Answers Part-1
 
অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উঃ ক্ষণপদ

জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?
উঃ সোডিয়াম

অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?
উঃ হিলিয়াম

মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?
উঃ ২০৬ টি

মাইক্রো কথার অর্থ কী ?
উঃ অতি ক্ষুদ্র

লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?
উঃ ১২০ দিন

ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?
অপ্সরা

মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?
উঃ ২২ টি

SI পদ্ধতিতে বলের পরম একক কী ?
উঃ নিউটন

❶⓿ লাইসোজোমকে কী বলা হয় ?
উঃ আত্মঘাতীস্থলী

No comments:

Post a Comment