Breaking




Monday, March 29, 2021

Bengali G.K Class Part- 4 | Bangla GK - বাংলা জিকে

Bengali G.K Class Part- 4 | Bangla GK - বাংলা জিকে

Bengali G.K Class Part- 4 | Bangla GK - বাংলা জিকে
Bengali G.K Class Part- 4
Bangla GK - বাংলা জিকে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বাংলা General Knowledge এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব যা আগত পরীক্ষাগুলোতে তোমাদের সাহায্য করবে।
Bengali G.K Class Part- 4

অর্থ কমিশন কত বছর জন্য গঠিত হয় ?
উঃ ৫ বছর।

মহাকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উঃ ফরাসি।

মার্টিন লুথার কিং কত সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ?
উঃ ১৯৬৪ সালে।

ইরাকের জাতীয় খেলা কোনটি ?
উঃ ফুটবল।

ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উঃ সরোদ।

দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৭৮৪ সালে।

সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
উঃ খান আবদুল গফফর খান।

Sardar Vallabhbhai Patel International Airport কোথায় অবস্থিত ?
উঃ আমেদাবাদ।

ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন ?
উঃ ড্যানিয়েল গাব্রিয়েল।

❶⓿ ‘মনসব’ কথার অর্থ কি ?
উঃ পদমর্যাদা।

Bengali G.K Class Part-03

No comments:

Post a Comment