Bengali G.K Class Part- 179 | Bangla GK - বাংলা জিকে
Bengali G.K Class Part- 179 |
Bangla GK - বাংলা জিকে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ
গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বাংলা General Knowledge এর গুরুত্বপূর্ণ
প্রশ্ন উত্তর গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব যা আগত পরীক্ষাগুলোতে
তোমাদের সাহায্য করবে।
Bengali G.K Class Part- 179
1. কোন নদীর তীরে নিউইয়র্ক অবস্থিত ?
উঃ হাডসন নদী
2. মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
উঃ হরমোন
3. ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দরের নাম কি ?
উঃ জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা বন্দর
4. দশম জলপ্রপাত টি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ঝাড়খন্ড
5. লক্ষদ্বীপের রাজধানী হল__?
উঃ Kavaratti
6. ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা ছিল ?
উঃ ১৪ টি
7. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
8. রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
উঃ ভারতের প্রধান বিচারপতি
9. ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নৃত্য ?
উঃ গুজরাট
10.UNESCO — কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৪৫
No comments:
Post a Comment