Breaking




Saturday, March 20, 2021

রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০১

রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০১

রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০১
রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০১
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০১ শেয়ার করছি। আমরা আশা করছি এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।


রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট পর্ব - ০১

১. কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি ?
ক) লালমাটি
খ) রেগুর ☑
গ) পলিমাটি
ঘ) এঁটেল মাটি

২. পথশ্রী প্রকল্প কোন রাজ্যে চালু হয় ?
ক) পশ্চিমবঙ্গে ☑
খ) আসামে
গ) গোয়াতে
ঘ) গুজরাটে

৩. ICC One day Cricket of the Year পুরস্কার পেয়েছেন ?
ক) রোহিত শর্মা ☑
খ) বিরাট কোহলি
গ) মাহিন্দ্রা সিং ধোনি
ঘ) কে এল রাহুল

৪. I do what I do বইটি কার লেখা ?
ক) সোনু সুদ
খ) রঘুরাম রাজন ☑
গ) কিংশুক দাসগুপ্ত
ঘ) এদের কেউই নন
৫. মার্কিন যুক্তরাষ্ট্রর লুইস গ্লাক কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ?
ক) শান্তি
খ) অর্থনীতি
গ) পদার্থবিজ্ঞান
ঘ) সাহিত্য ☑

৬. ঝিঝিয়া কোথাকার লোকনৃত্য ?
ক) আসাম
খ) রাজস্থান
গ) বিহার ☑
ঘ) মনিপুর

৭. বিশ্বের সবচেয়ে কয়লা ব্যবহার কারী দেশ কোনটি ?
ক) ভারত ☑
খ) চীন
গ) আমেরিকা
ঘ) জাপান

৮. বোম্বে হাই বা মুম্বাই হাই কত সালে আবিষ্কৃত হয় ?
ক) ১৯৬১ সালে
খ) ১৯৬৩ সালে
গ) ১৯৬৫ সালে ☑
ঘ) ১৯৬৭ সালে

৯. নিচের বৃক্ষ গুলির মধ্যে কোনটি পর্ণমোচী বনভূমির বৃক্ষ ?
ক) সর্পগন্ধা
খ) সেগুন
গ) পাইন ☑
ঘ) বট

১০. IUCN এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
ক) ব্রিটেন
খ) সুইজারল্যান্ড ☑
গ) চেন্নাই
ঘ) আসানসোল

১১. স্বাস্থ্য সাথী প্রকল্পের দপ্তর ও বিভাগের নাম কোনটি ?
ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ☑
খ) তথ্য ও সংস্কৃতি বিভাগ
গ) আবাসন দপ্তর
ঘ) কোনটি নয়


১২. গতিধারা প্রকল্প কত সালে চালু হয় ?
ক) ২০১৮ সালে
খ) ২০১৫ সালে ☑
গ) ২০১৬ সালে
ঘ) ২০১৭ সালে

১৩. ১৯৬৯ সালে কত গুলি ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল ?
ক) ১২ টি
খ) ১৮ টি
গ) ১৬ টি
ঘ) ১৪ টি ☑

১৪. RBI কত সালে জাতীয়করণ করা হয় ?
ক) ১৯৪৮ সালে
খ) ১৯৪৯ সালে ☑
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫১ সালে

১৫. ভারতের প্রথম কবে ভাষা কমিশন গঠিত হয়েছিল ?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫৫ সালে ☑
ঘ) ১৯৫৮ সালে

১৬. Rajasthan এর রাজধানীর নাম কি ?
ক) জয়পুর ☑
খ) শিমলা   
গ) আগরতলার  
ঘ) লখনৌ

১৭. গায়ত্রী মন্ত্র নিদেরসন কোন বেদে পাওয়া যায় ?
ক) ঋগ্বেদ ☑
খ) অথর্ববেদ
গ) চতুর্বেদ
ঘ) সামবেদ

১৮. দুষ্টু মৌল বলা হয় ?
ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন ☑
গ) অক্সিজেন
ঘ) মিথেন

১৯. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ?
ক) ইন্দিরা গান্ধী
খ) জওহরলাল নেহেরু ☑
গ) লাল বাহাদুর শাস্ত্রী
ঘ) মোরারজি দেশাই

২০. কোন সুলতান আগ্ৰা শহর প্রতিষ্ঠা করেন ?
ক) সিকান্দার লোদী ☑
খ) গিয়াসউদ্দিন তুঘলক
গ) বিজয়া সুলতান
ঘ) মোহাম্মদ আদিল শাহ

২১. ৫১ তম দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন কে ?
ক) রজনীকান্ত ☑
খ) অমিতাভ বচ্চন
গ) অক্ষয় কুমার
ঘ) বরুণ ধাওয়ান

২২. কথাকলি কোন রাজ্যের নৃত্য ?
ক) পাঞ্জাব
খ) হরিয়ানা
গ) কেরালা ☑
ঘ) অন্ধ্রপ্রদেশ

২৩. Koli— কোন রাজ্যের লোকগীতি ?
ক) নাগাল্যান্ড
খ) আসাম
গ) মহারাষ্ট্র ☑
ঘ) পাঞ্জাব

২৪. বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের প্রয়োগ শুরু হয় কত সালে ?
ক) ১৯২৩ সালে
খ) ১৯৩৭ সালে ☑
গ) ১৯৩৮ সালে
ঘ) ১৯৩৯ সালে

২৫. অনিল শ্রীনিবাসন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
ক) গিটার
খ) পিয়ানো ☑
গ) সারেঙ্গী
ঘ) তবলা

২৬. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে হয়েছিল ?
ক) ১৭৯০ খ্রিস্টাব্দে ☑
খ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৬৩ খ্রিস্টাব্দে

২৭. প্রাকৃতিক গ্যাসে অক্সিজেনের অনুপাত ?
ক) ০.০৫%
খ) ০.০৮%
গ) ১.৭২%
ঘ) ০.০২% ☑

২৮. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ?
ক) মালাসপিনা   
খ) সিয়াচেন
গ) ল্যামবার্ট   ☑
ঘ) পিটারম্যান

২৯. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
ক) NH 3
খ) NH 44 ☑
গ) NH 5
ঘ) NH 2

৩০. তারা মাছের গমন অঙ্গের নাম কি ?
ক) নালিপদ ☑
খ) ডানা
গ) লিপিং
ঘ) হন্টর

৩১. আমফান ঝড়ের নাম কোন দেশ দিয়েছে ?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) থাইল্যান্ড ☑

৩২. Small Industry Day কবে পালন করা হয় ?
ক) ২ জুলাই
খ) ৮ নভেম্বর
গ) ১১ মার্চ
ঘ) ৩০ আগস্ট ☑

৩৩. চন্ডীমঙ্গল কাব্যের কয়টি ভাগ ?
ক) ২ টি ☑
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৬ টি

৩৪. রুশ বিপ্লব কত সালে হয়েছিল ?
ক) ১৯১২
খ) ১৯৩৪
গ) ১৯১৭ ☑
ঘ) ১৯২৩

৩৫. কোন দেশকে চিনির ভান্ডার বলা হয় ?
ক) কিউবা ☑
খ) স্কটল্যান্ড
গ) থাইল্যান্ড
ঘ) জাপান

৩৬. বহুরূপী কার ছদ্মনাম ?
ক) সজনীকান্ত দাস
খ) সুব্রত বন্দ্যোপাধ্যায়
গ) শৈলেশ দে ☑
ঘ) এদের কেউই নন

৩৭. জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী ?
ক) শর্মিলা ঠাকুর
খ) রাজা ব্রহ্মচারী
গ) সরলা দেবী চৌধুরানী ☑
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

৩৮. ছাপাখানা কে আবিষ্কার করেন ?
ক) গুটেনবার্গ ☑
খ) উইলিয়াম কেরি
গ) গাব্রিয়েল
ঘ) গ্যালিলিও

৩৯. ভারতের প্রথম রেল কবে চালু হয়েছিল ?
ক) ১৮৩৫ সালে
খ) ১৮৪৯ সালে
গ) ১৮৫১ সালে 
ঘ) ১৮৫৩ সালেে ☑

৪০. লিলি ফুলের দেশ বলা হয় ?
ক) ভারত
খ) বেলজিয়াম
গ) থাইল্যান্ড
ঘ) কানাডা ☑

৪১. ভারতের উত্তরতম বিন্দু কোনটি ?
ক) ইন্দিরা কল ☑
খ) ইন্দিরা পয়েন্ট
গ) গুহারমোতি
ঘ) কিবিথু

৪২. ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি ?
ক) গুজরাট
খ) মুম্বাই ☑
গ) কলকাতা
ঘ) চেন্নাই

৪৩. ভারতের দীর্ঘতম নদী দ্বীপ কোনটি ?
ক) মাজুলি ☑
খ) ব্রহ্মপুত্র
গ) ভবানী
ঘ) কৃষ্ণ

৪৪. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
ক) কচ্ছ
খ) মাহে ☑
গ) নামসাই
ঘ) আলিগড়

৪৫. উলার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) কর্ণাটক
খ) কেরালা
গ) জম্মু-কাশ্মীর ☑
ঘ) হিমাচল প্রদেশ

৪৬. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি ?
ক) গঙ্গা
খ) যমুনা ☑
গ) তিস্তা
ঘ) হুগলি

৪৭. পানামা জাতীয় খেলা কি ?
ক) ভলিবল
খ) ক্রিকেট
গ) ফুটবল
ঘ) বেসবল ☑

৪৮. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি ?
ক) যমুনা
খ) ইন্দিরা গান্ধী খাল ☑
গ) পানামা
ঘ) সুয়েজ

৪৯. প্রবাহমাত্রা SI একক কি ?
ক) মিটার
খ) ওহম মিটার
গ) অ্যাম্পিয়ার ☑
গ) কুলম্ব

৫০. ‘রামচরিত মনসা’ কে রচনা করেন ?
ক) সন্ধ্যাকর নন্দী
খ) তুলসী দাস ☑
গ) মালাধর বসু
ঘ) কালিদাস

৫১. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ?
ক) আবুল কালাম আজাদ
খ) জাকির হোসেন ☑
গ) আদিল খান
ঘ) এদের কেউই নন

৫২. রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয় ?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি ☑
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পিকার

৫৩. রানী রামপাল ভারতীয় কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) ফুটবল
খ) ক্রিকেট
গ) ভলিবল
ঘ) হকি ☑

৫৪. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি ?
ক) ওয়াশিংটন ☑
খ) রিয়াদ
গ) টোকিও
ঘ) লন্ডন

৫৫. নিম্নলিখিত মুদ্রা গুলির মধ্যে কানাডার মুদ্রার কোনটি ?
ক) ইউরো
খ) ডলার ☑
গ) পাউন্ড
ঘ) রুপি

৫৬. Digit Insurance এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ?
ক) Virat Kohli ☑
খ) Rohit Sharma
গ) Shikhar Dhawan
ঘ) M. S Dhoni

৫৭. প্রতিবছর কবে International Day of Conscience পালন করা হয় ?
ক) ৪ই এপ্রিল
খ) ২য় এপ্রিল
গ) ৫ই এপ্রিল ☑
ঘ) ৬ই এপ্রিল

৫৮. Driverless Metro Car এর উদ্বোধন কে করেছেন ?
A) নরেন্দ্র মোদী
B) রাজনাথ সিং☑
C) ওম বিড়লা
D) নিশীথ কুমার

৫৯. Chauri Chaura Shatabdi Festival এর উদ্বোধন করলেন কে ?
ক) নির্মলা সীতারামন
খ) রাজেন্দ্র সিংহ
গ) নরেন্দ্র মোদী ☑
ঘ) এদের কেউই নন

৬০. সম্প্রতি কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ?
ক) সৌরভ মিত্র
খ) রাকেশ সান্যাল
গ) সৌমেন মিত্র ☑
ঘ) অজয় হালদার

৬১. ইলোরা গুহা কোথায় অবস্থিত ?
ক) হায়দ্রাবাদ
খ) আওরঙ্গবাদ ☑
গ) আসাম
ঘ) পাঞ্জাব

৬২. চিপকো আন্দোলন কবে শুরু হয় ?
ক) ১৯৬৭
খ) ১৯৭৩ ☑
গ) ১৯৫৬
ঘ) ১৯৭৭

৬৩. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ?
ক) ব্যারোমিটার
খ) রিখটার স্কেল ☑
গ) ব্যারোমিটার
ঘ) কোনটি নয়

৬৪. বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) হকি
খ) দাবা ☑
গ) ঘোড়া দৌড়
ঘ) ফুটবল

৬৫. সিপাহী বিদ্রোহ কত সালে হয় ?
ক) ১৮৬৭
খ) ১৮৫৭ ☑
গ) ১৮৪৭
ঘ) ১৮৬৯

৬৬. সুলতান ই আজম কার উপাধি ?
ক) ইলতুৎমিস ☑
খ) আরাম শাহ
গ) ইব্রাহিম লোদী
ঘ) আবুরিহান

৬৭. মহেন্দ্রা কোম্পানির CEO কে ?
ক) আনন্দ মহিন্দ্রা ☑
খ) বিশাল মহিন্দ্রা
গ) তাপস মহিন্দ্রা
ঘ) এদের কেউই নন

৬৮. ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে ?
ক) সিকিম
খ) তামিলনাড়ু
গ) রাজস্থান ☑
ঘ) আসাম

৬৯. ভারতের মূলধনের রাজধানী বলা হয় ?
ক) কোলকাতা
খ) মুম্বাই ☑
গ) ব্যাঙ্গালোর
ঘ) হায়দ্রাবাদ

৭০. নিশীথ সূর্যের দেশ বলা হয় ___?
ক) জাপানকে
খ) মিশরকে
গ) নরওয়েকে ☑
ঘ) লাহোরকে

৭১. ইসরো কত সালে স্থাপিত হয় ?
ক) ১৯৫৯
খ) ১৯৬৭
গ) ১৯৬০
ঘ) ১৯৬৯ ☑

৭২. হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ?
ক) ৬০ বছর
খ) ৬২ বছর ☑
গ) ৬৫ বছর
ঘ) ৫৮ বছর

৭৩. ‘The Spirit of Islam’— গ্ৰন্থের রচয়িতা কে ?
ক) সৈয়দ আমীর আলী ☑
খ) মহাত্মা গান্ধী
গ) মৌলানা আবুল কালাম আজাদ
ঘ) এদের কেউই নন

৭৪. ক্ষুদিরাম বসুর কত তারিখে ফাঁসি হয় ?
ক) ৩ ডিসেম্বর
খ) ১১ আগস্ট ☑
গ) ১৫ নভেম্বর
ঘ) ২৩ সেপ্টেম্বর

৭৫. পৃথিবীতে কয়টি চাপ বলয় আছে ?
ক) ৬ টি
খ) ৯ টি
গ) ৭ টি ☑
ঘ) ৫ টি

৭৬. অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ?
ক) হাতি
খ) ঘোড়া
গ) ঈগল
ঘ) ক্যাঙ্গারু ☑

৭৭. বাঁশের কেল্লা কে নির্মাণ করেন ?
ক) তিতুমীর ☑
খ) মির নিশার আলি
গ) জগন্নাথ সিংহ
ঘ) এদের কেউই নন

৭৮. ভারতমাতার ছবিটি কে এঁকেছিলেন ?
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর ☑
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) এদের কেউই নন

৭৯. পৃথিবীর জমজ গ্রহ বলা হয় ?
ক) মঙ্গল
খ) বুধ
গ) বৃহস্পতি
ঘ) শুক্র ☑

৮০. বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ?
ক) জগদীশচন্দ্র বোস
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রফুল্ল চন্দ্র রায় ☑
ঘ) এদের কেউই নন

৮১. Mother India বইটি কার লেখা ?
ক) Katherine Mayo ☑
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুভাষ মুখোপাধ্যায়
ঘ) এদের কেউই নন

৮২. লক্ষন সেনের রাজধানী কোথায় কোথায় ছিল ?
ক) নদীয়া ☑
খ) হলদিয়া
গ) বাঁকুড়া
ঘ) বর্ধমান

৮৩. মধুবনী কোথাকার শিল্প ?
ক) উড়িষ্যা
খ) ঝারখান্ড
গ) বিহার ☑
ঘ) ত্রিপুরা

৮৪. বিপ্লবী গণেশ ঘোষ এর জন্ম কত সালে ?
ক) ১৮৯০ সালে
খ) ১৯০০ সালে ☑
গ) ১৯০৯ সালে
ঘ) ১৯২৩ সালে

৮৫. বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয় ?
ক) ১৪ মে
খ) ১৭ মে ☑
গ) ১৮ মে
ঘ) ১৯ মে

৮৬. প্রফুল্ল নাটক টির রচয়িতা কে ?
ক) প্রফুল্ল ঘোষ
খ) গিরিশচন্দ্র ঘোষ ☑
গ) দেবাশীষ মল্লিক
ঘ) সুকান্ত ভট্টাচার্য

৮৭. মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
ক) জাহাঙ্গীর
খ) আকবর ☑
গ) বাবর
ঘ) জাহাঙ্গীর

৮৮. God's Litle Soldier বইটির রচয়িতা কে ?
ক) আবুল ফজল
খ) আমির খান
গ) যতীন্দ্র নাথ মুখার্জী
ঘ) কিরণ নাগরকর ☑

৮৯. কলকাতা সর্বপ্রথম চলচ্চিত্র কে আনেন ?
ক) হীরালাল লাহিড়ী
খ) হীরালাল রায়
গ) হীরালাল সেনগুপ্ত
ঘ) হীরালাল সেন ☑

৯০. রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান ?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি
গ) সংসদ
ঘ) হাইকোর্টের প্রধান বিচারপতি ☑

৯১. পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল ?
ক) ১৯৪১ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৪৩ সালে ☑
ঘ) ১৯৪৭ সালে

৯২. ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি ?
ক) বিক্রম
খ) কিরণ
গ) শিবন ☑
ঘ) শৈলেস

৯৩. সম্প্রতি আন্তর্জাতীক যোগা উৎসব কোন রাজ্যে শুরু হয়েছে ?
ক) পাঞ্জাব
খ) ত্রিপুরা
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তরাখণ্ড ☑

৯৪. মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
ক) হেমন্ত নাগারালে ☑
খ) বিমল খুরানা
গ) সিমলা লাহিড়ী
ঘ) এদের কেউই নন

৯৫. কোন নদীর উপর ‘পং' বাঁধটি গড়ে উঠেছে ?
ক) বিপাশা ☑
খ) শতদ্রু
গ) মেঘনা
ঘ) গঙ্গা

৯৬. আজাদ হিন্দ ফৌজ'-এর ভার নেতাজির হাতে তুলে দেন ?
ক) সুধীন্দ্রনাথ দত্ত
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ) রাসবিহারী বসু ☑
ঘ) এদের কেউই নন

৯৭. নবাবের শহর কাকে বলে?
ক) উদয়পুরকে
খ) অমৃতসর
গ) জয়পুর
ঘ) লক্ষ্নৌ ☑

৯৮. ভোরের পাখি কাকে বলা হয় ?
ক) বিহারীলাল চক্রবর্তী ☑
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) আমির খসরু

৯৯. পশ্চিম-মধ্য রেল পথের সদর দপ্তর কোথায় ?
ক) কলকাতা
খ) নিউ দিল্লি
গ) জব্বলপুর ☑
ঘ) লক্ষ্নৌ

১০০. জেমস প্রিন্সেপ কবে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?
ক) ১৮৪৫ সালে
খ) ১৮৩৭ সালে ☑
গ) ১৮২০ সালে
ঘ) ১৮২৩ সালে

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

File Details:
File Name: রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিস সেট

File Format: PDF
No. of Pages:13
File Size:0.75MB

No comments:

Post a Comment