ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস
ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস |
আজকে তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস তালিকা PDF শেয়ার করছি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।
বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস
রাজ্যের নাম | প্রতিষ্ঠা দিবস |
---|---|
পশ্চিমবঙ্গ | ২৬শে জনুয়ারি ১৯৫০ |
মনিপুর | ২১শে জনুয়ারি ১৯৭২ |
ত্রিপুরা | ২১শে জনুয়ারি ১৯৭২ |
অন্ধ্রপ্রদেশ | ১লা অক্টোবর ১৯৫৩ |
ঝারখান্ড | ১৫ই নভেম্বর ২০০০ |
গুজরাট | ১লা মে ১৯৬০ |
কর্ণাটক | ১লা নভেম্বর ১৯৫৬ |
উত্তরাখণ্ড | ৯ই নভেম্বর ২০০০ |
উড়িষ্যা | ১লা এপ্রিল ১৯৩৬ |
মিজোরাম | ২০শে ফেব্রুয়ারি ১৯৮৭ |
অরুণাচল প্রদেশ | ২০শে ফেব্রুয়ারি ১৯৮৭ |
আসাম | ২৬শে জানুয়ারি ১৯৫০ |
বিহার | ২৬শে জনুয়ারি ১৯৫০ |
ছওিশগড় | ১লা নভেম্বর ২০০০ |
গোয়া | ৩০শে মে ১৯৮৭ |
তামিলনাড়ু | ১লা নভেম্বর ১৯৫৬ |
হরিয়ানা | ১লা নভেম্বর ১৯৬৬ |
হিমাচল প্রদেশ | ২৫শে জানুয়ারি ১৯৭১ |
সিকিম | ১৬ই মে ১৯৭৫ |
উত্তর প্রদেশ | ২৬শে জনুয়ারি ১৯৫০ |
কেরল | ১লা নভেম্বর ১৯৫৬ |
মধ্যপ্রদেশ | ১লা নভেম্বর ১৯৫৬ |
মহারাষ্ট্র | ১লা মে ১৯৬০ |
পাঞ্জাব | ১লা নভেম্বর ১৯৬৬ |
তেলেঙ্গানা | ২রা জুন ২০১৪ |
মেঘালয় | ২১শে জানুয়ারি ১৯৭২ |
রাজস্থান | ১লা নভেম্বর ১৯৫৬ |
নাগাল্যান্ড | ১লা ডিসেম্বর ১৯৬৩ |
পিডিএফ এর লিঙ্ক নিচে রয়েছে
✅ File Details:
File Name: বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস
File Format: PDF
No. of Pages:03
File Size:0.54MB
File Name: বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস
File Format: PDF
No. of Pages:03
File Size:0.54MB
⌛ আরো বিভিন্ন বিষয়ের জিকে পড়ুন
বিষয় | |
---|---|
1. ''বাংলা জিকে বই ২০২১'' | PDF Download Link |
2. ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা PDF | PDF Download Link |
3. ভারতের পদাধিকারী ব্যক্তিদের বেতনের তালিকা | PDF Download Link |
4. বিভিন্ন মৌলের পারমাণবিক ওজন | PDF Download Link |
5.পশ্চিমবঙ্গ বিখ্যাত সেতু সমূহের তালিকা | PDF Download Link |
No comments:
Post a Comment