জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021 PDF
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021 |
বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021 PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। WBCS, WBP, PSC, SSC, RRB সহ আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জিকের প্রস্তুতিতে আপনাদের সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।
১. তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সত্যজিৎ রায়
২. Keibul Lamjao জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ মণিপুর
৩. সম্প্রতি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি কে ?
উঃ গৌতম আদানি
৪. এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
উঃ অর্থ সচিব
৫. রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৫৬
৬. ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি কে ছিলেন ?
উঃ চিত্তরঞ্জন দাস
৭. 'ময়ূর সিংহাসন' কার তত্ত্বাবধানে নির্মান করা হয় ?
উঃ বেবাদল খাঁ
৮. সম্প্রতি প্রয়াত লক্ষণ পাই ছিলেন একজন বিশিষ্ট-
উঃ চিত্রশিল্পী
৯. ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় গড়ে উঠতে চলেছে ?
উঃ পাটনা
১০. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ দোদাবেতা
১১. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
উঃ ইউরেনাসকে
১২. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিলো ?
উঃ ১৭৬৪ সালে
১৩. কুঞ্চিকল জলপ্রপাত এর উচ্চতা কত মিটার ?
উঃ ৪৫৫ মিটার
১৪. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
১৫. আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে ?
উঃ Ajanta Neog
১৬. বাজারদর নিয়ন্ত্রণ চালু করেন কে ?
উঃ আলাউদ্দিন খলজী
১৭. WTO এর ফুল ফর্ম কি ?
উঃ World Trade Organization
১৮. ভারতীয় সংসদে কয়টি কক্ষ আছে ?
উঃ ২ টি
১৯. কোন জীবের বাহ্যিক প্রকাশের বৈশিষ্ট্য কে কি বলা হয় ?
উঃ ফিনোটাইপ
২০. ‘World Oceans day’— কবে পালন করা হয় ?
উঃ ৮ই জুন
২১. সংসদে কে বাজেট পেশ করেন?
উঃ অর্থমন্ত্রী
২২. ঘূর্ণিঝড় Yaas এর নামকরণ করেছে কোন দেশ ?
উঃ ওমান
২৩. FIR এর ফুল ফর্ম কী ?
উঃ First Information Report
২৪. 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেন ?
উঃ হরিষেণ
২৫. 'গদর' শব্দের অর্থ কী ?
উঃ বিপ্লব
২৬. 'NABARD' এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
২৭. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ?
উঃ Sucheta Kripalani
২৮. Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট।
২৯. ছত্রিশগড় রাজ্যের রাজধানী হল___?
উঃ রায়পুর
৩০. পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে ?
উঃ শুক্র
৩১. আগ্রা কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ যমুনা
৩২. কোন রাজ্যে পুলিকট হ্রদ অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
৩৩. 'World Food Day' পালন করা হয়-
উঃ ১৬ই অক্টোবর
৩৪. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
৩৫. নৌবিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৯৪৬ সালে
৩৬. মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
উঃ তৃতীয় শ্রেণী
৩৭. বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উঃ B1
৩৮. RBI এর বর্তমান গভর্নর হলেন -
উঃ শক্তিকান্ত দাস
৩৯. কেওতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
৪০. 'দার্শনিকের উল' বলা হয় -
উঃ জিঙ্ক অক্সাইডকে
৪১. World Water Day কবে পালন করা হয় ?
উঃ ২২শে মার্চ
৪২. পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রী হলেন -
উঃ ফিরহাদ হাকিম
উঃ সত্যজিৎ রায়
২. Keibul Lamjao জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ মণিপুর
৩. সম্প্রতি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি কে ?
উঃ গৌতম আদানি
৪. এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
উঃ অর্থ সচিব
৫. রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৫৬
৬. ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি কে ছিলেন ?
উঃ চিত্তরঞ্জন দাস
৭. 'ময়ূর সিংহাসন' কার তত্ত্বাবধানে নির্মান করা হয় ?
উঃ বেবাদল খাঁ
৮. সম্প্রতি প্রয়াত লক্ষণ পাই ছিলেন একজন বিশিষ্ট-
উঃ চিত্রশিল্পী
৯. ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় গড়ে উঠতে চলেছে ?
উঃ পাটনা
১০. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ দোদাবেতা
১১. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
উঃ ইউরেনাসকে
১২. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিলো ?
উঃ ১৭৬৪ সালে
১৩. কুঞ্চিকল জলপ্রপাত এর উচ্চতা কত মিটার ?
উঃ ৪৫৫ মিটার
১৪. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
১৫. আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে ?
উঃ Ajanta Neog
১৬. বাজারদর নিয়ন্ত্রণ চালু করেন কে ?
উঃ আলাউদ্দিন খলজী
১৭. WTO এর ফুল ফর্ম কি ?
উঃ World Trade Organization
১৮. ভারতীয় সংসদে কয়টি কক্ষ আছে ?
উঃ ২ টি
১৯. কোন জীবের বাহ্যিক প্রকাশের বৈশিষ্ট্য কে কি বলা হয় ?
উঃ ফিনোটাইপ
২০. ‘World Oceans day’— কবে পালন করা হয় ?
উঃ ৮ই জুন
২১. সংসদে কে বাজেট পেশ করেন?
উঃ অর্থমন্ত্রী
২২. ঘূর্ণিঝড় Yaas এর নামকরণ করেছে কোন দেশ ?
উঃ ওমান
২৩. FIR এর ফুল ফর্ম কী ?
উঃ First Information Report
২৪. 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেন ?
উঃ হরিষেণ
২৫. 'গদর' শব্দের অর্থ কী ?
উঃ বিপ্লব
২৬. 'NABARD' এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
২৭. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ?
উঃ Sucheta Kripalani
২৮. Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট।
২৯. ছত্রিশগড় রাজ্যের রাজধানী হল___?
উঃ রায়পুর
৩০. পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে ?
উঃ শুক্র
৩১. আগ্রা কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ যমুনা
৩২. কোন রাজ্যে পুলিকট হ্রদ অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
৩৩. 'World Food Day' পালন করা হয়-
উঃ ১৬ই অক্টোবর
৩৪. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
৩৫. নৌবিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৯৪৬ সালে
৩৬. মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
উঃ তৃতীয় শ্রেণী
৩৭. বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উঃ B1
৩৮. RBI এর বর্তমান গভর্নর হলেন -
উঃ শক্তিকান্ত দাস
৩৯. কেওতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
৪০. 'দার্শনিকের উল' বলা হয় -
উঃ জিঙ্ক অক্সাইডকে
৪১. World Water Day কবে পালন করা হয় ?
উঃ ২২শে মার্চ
৪২. পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রী হলেন -
উঃ ফিরহাদ হাকিম
৪৩. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
উঃ ভিটামিন D
৪৪. ভিনেগারে কোন এসিড থাকে ?
উঃ অ্যাসিটিক অ্যাসিড
৪৫. ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কী ?
উঃ ওম বিড়লা
৪৬. ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল ?
উঃ রিষড়া
৪৭. RNA এর ফুল ফর্ম কী ?
উঃ Ribonucleic acid
৪৮. সিকিমের রাজধানীর নাম ?
উঃ গ্যাংটক
৪৯. National Science Day কবে পালন করা হয় ?
উঃ ২৮শে ফেব্রুয়ারি
৫০. ভারতের দীর্ঘতম উপনদী হল ___?
উঃ যমুনা
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
✅ File Details:
File Name: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
File Format: PDF
No. of Pages:4
File Size:0.57 MB
File Name: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
File Format: PDF
No. of Pages:4
File Size:0.57 MB
No comments:
Post a Comment