Breaking




Tuesday, June 29, 2021

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021

নমস্কার বন্ধুরা,
বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021 PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। WBCS, WBP, PSC, SSC, RRB সহ আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জিকের প্রস্তুতিতে আপনাদের সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।

১. 'প্রত্ন' শব্দের অর্থ কী ?
প্রাচীন বা পুরাতন

২. ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে ?
ওড়িশার বালাসরে

৩. International Day of Yoga কবে পালন করা হয় ?
২১শে জুন

৪. বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?
বাঁকুড়া

৫. "বাংলার অক্সফোর্ড " কাকে বলা হয় ?
নবদ্বীপ কে

৬. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
কোয়েম্বাটুর

৭. টেনিদা চরিত্রের স্রষ্টা কে ?
নারায়ণ গঙ্গোপাধ্যায়

৮. রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হয়-
ভিটামিন K

৯. বংশগতির একক কী ?
জিন

১০. সোডা ক্রিস্টাল নামে পরিচিত-
সোডিয়াম কার্বনেট

১১. প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে ?
গণদেবতা

১২. পরিচালন বৃষ্টিপাত বেশি দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে ?
নিরক্ষীয় অঞ্চলে

১৩. টাইটান কোন গ্রহের উপগ্রহ ?
শনি

১৪. প্রকৃতির বৃক্ক কাকে বলা হয় ?
জলাভূমিকে

১৫. ভারতের মোট কতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
৮ টি

১৬. বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে ?
কোশি নদীকে

১৭. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী কে ছিলেন ?
John Matthai

১৮. মানব উন্নয়ন সূচক প্রকাশ করে-
UNDP

১৯. সীমান্ত গান্ধির অনুচরদের কী বলা হত ?
খোদা-ই-খিদমতগার

২০. ভারতের রূঢ় বলা হয় ?
দুর্গাপুর কে

২১. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
বৈকাল হ্রদ

২২. ঘূর্ণিঝড় আইলা-র নামকরণ করে কোন দেশ ?
মালদ্বীপ

২৩. মৌমাছি পালনকে কি বলা হয় ?
এপিকালচার

২৪. অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?
রাষ্ট্রপতি

২৫. 'মনসব' শব্দের অর্থ কী ?
পদমর্যাদা

 PDF এর লিঙ্ক নিচে রয়েছে

File Details:
File Name: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2021

File Format: PDF
No. of Pages:2
File Size:0.51 MB

No comments:

Post a Comment