লোকসভা এবং রাজ্যসভার নেতৃত্ব
লোকসভা এবং রাজ্যসভার নেতৃত্ব |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি লোকসভা এবং রাজ্যসভার নেতৃত্ব তালিকা PDF টি। বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এই তালিকা থেকে।
যেমন :- ১) লোকসভার বর্তমান স্পিকারের নাম কী ? ২) রাজ্য সভায় বর্তমান চেয়ারম্যান কে ? ইত্যাদি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও।
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি লোকসভা এবং রাজ্যসভার নেতৃত্ব তালিকা PDF টি। বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এই তালিকা থেকে।
যেমন :- ১) লোকসভার বর্তমান স্পিকারের নাম কী ? ২) রাজ্য সভায় বর্তমান চেয়ারম্যান কে ? ইত্যাদি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও।
লোকসভার নেতৃত্ব
স্পিকার | ওম বিড়লা | ১৯শে জুন ২০১৯ থেকে বর্তমান |
সেক্রেটারি জেনারেল | উৎপল কুমার সিং | ৩০শে নভেম্বর ২০২০ থেকে বর্তমান |
Leader of the House | নরেন্দ্র মোদী(বিজেপি) | ২৬শে মে ২০১৪ থেকে বর্তমান |
বিরোধী দলনেতা | নেই | - |
রাজ্যসভার নেতৃত্ব
চেয়ারম্যান (ভারতের উপরাষ্ট্রপতি) | M. Venkaiah Naidu | ১১ই আগস্ট ২০১৭ থেকে বর্তমান |
ডেপুটি চেয়ারম্যান | Harivansh Narayan Singh [JD(U)] | ১৪ই সেপ্টেম্বর ২০২০ থেকে বর্তমান |
Leader of the House | Piyush Goyal (বিজেপি) | ১৪ই জুলাই ২০২১ থেকে বর্তমান |
Deputy Leader of the House | Mukhtar Abbas Naqvi(বিজেপি) | ১৯শে জুলাই ২০২১ থেকে বর্তমান |
সেক্রেটারি জেনারেল | Desh Deepak Verma(IAS) | ১লা সেপ্টেম্বর ২০২০ থেকে বর্তমান |
বিরোধীদল নেতা | মল্লিকার্জুন খারগে (INA) | ১৬ই ফেব্রুয়ারি ২০২১ থেকে বর্তমান |
Deputy leader of the opposition | Anand Sharma (INC) | ৮ই জুন ২০১৪ থেকে বর্তমান |
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name:"লোকসভা এবং রাজ্যসভার নেতৃত্ব"
File Format: PDF
No. of Pages:02
File Size:0.32MB
File Format: PDF
No. of Pages:02
File Size:0.32MB
No comments:
Post a Comment