Breaking




Friday, August 27, 2021

অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-১

অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-১

অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-১
অঙ্ক প্র্যাকটিস সেট
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-১ PDF টি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি অঙ্ক প্র্যাকটিস সেট PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও।
অঙ্ক প্র্যাকটিস সেট

 1. একটি জামা ১৫% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাপ হয় ২২৫ টাকা, তাহলে জামাটি ক্রয় মূল্য কত ?
ক) ১৫০০ টাকা ☑
খ) ২০০০ টাকা
গ) ১৪০০ টাকা
ঘ) ১৩০০ টাকা

2. রাসায়নিক সাড়ের দাম 20% বৃদ্ধি পেয়েছে। একটি কৃষক সাড়ের ব্যবহার শতকরা কত কামালে সাড়ের খরচ একই থাকবে ?
ক) 20%
খ) 16—⅔% ☑
গ) 25%
ঘ) 12—½%

3. 40 সেকেন্ড 1 ঘন্টার কত কত অংশ ?
ক) 1/80
খ) 1/90 ☑
গ) 1/40
ঘ) 1/45

4. একটি গল্পের বইয়ের বর্তমান দাম 200 টাকা প্রতিবছর বইটির দাম 8% বৃদ্ধি পায়। তবে ৩ বছর পর বইটির দাম কত টাকা হবে ?
ক) 250 টাকা
খ) 251 টাকা
গ) 250.9 টাকা
ঘ) 251.9424 টাকা ☑

5. ৬ লেখক একটি বই লিখতে ৩০ দিন সময় নেয়, ২০ জন লেখক এর বইটি লিখতে কতদিন সময় লাগবে ?
ক) ৯ দিন ☑
খ) ১০ দিন
গ) ৮ দিন
ঘ) ৪ দিন

6. কোন টাকার 30% হল 70 টাকা, ওই টাকার 90% কত টাকা হবে ?
ক) 210 টাকা ☑
খ) 230 টাকা
গ) 240 টাকা
ঘ) 250 টাকা

7. একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপন কর্মসূচীতে ১৭,৯৫৬ টি গোলাপের চারা এমনভাবে রোপন করলো যে যাতে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণি হল। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ?
ক) ১৩০
খ) ১৫৪৯
গ) ১৪০
ঘ) ১৩৪ ☑

8. 150 সংখ্যাটি 120 এর কত শতাংশ ?
ক) 120
খ) 130
গ) 125 ☑
ঘ) 124

9. 5000 টাকার আসলের 5 বছর পরে 10% সরল সুদের হারে সুদ কত টাকা হবে ?
ক) 2500/- ☑
খ) 2600/-
গ) 2700/-
ঘ) 2800/-

10. ধরা যাক সুদের হার ৬% এই হার অনুযায়ী ৫০,০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে ?
ক) ১৫,০০০ টাকা ☑
খ) ১৩,০০০ টাকা
গ) ১৬,০০০ টাকা
ঘ) ৯,০০০ টাকা

 PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name:"অঙ্ক প্র্যাকটিস সেট"
File Format: PDF
No. of Pages:02
File Size:0.35MB

1 comment: