1. একটি জামা ১৫% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাপ হয় ২২৫ টাকা, তাহলে জামাটি ক্রয় মূল্য কত ?
ক) ১৫০০ টাকা ☑
খ) ২০০০ টাকা
গ) ১৪০০ টাকা
ঘ) ১৩০০ টাকা
2. রাসায়নিক সাড়ের দাম 20% বৃদ্ধি পেয়েছে। একটি কৃষক সাড়ের ব্যবহার শতকরা কত কামালে সাড়ের খরচ একই থাকবে ?
ক) 20%
খ) 16—⅔% ☑
গ) 25%
ঘ) 12—½%
3. 40 সেকেন্ড 1 ঘন্টার কত কত অংশ ?
ক) 1/80
খ) 1/90 ☑
গ) 1/40
ঘ) 1/45
4. একটি গল্পের বইয়ের বর্তমান দাম 200 টাকা প্রতিবছর বইটির দাম 8% বৃদ্ধি পায়। তবে ৩ বছর পর বইটির দাম কত টাকা হবে ?
ক) 250 টাকা
খ) 251 টাকা
গ) 250.9 টাকা
ঘ) 251.9424 টাকা ☑
5. ৬ লেখক একটি বই লিখতে ৩০ দিন সময় নেয়, ২০ জন লেখক এর বইটি লিখতে কতদিন সময় লাগবে ?
ক) ৯ দিন ☑
খ) ১০ দিন
গ) ৮ দিন
ঘ) ৪ দিন
6. কোন টাকার 30% হল 70 টাকা, ওই টাকার 90% কত টাকা হবে ?
ক) 210 টাকা ☑
খ) 230 টাকা
গ) 240 টাকা
ঘ) 250 টাকা
7. একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপন কর্মসূচীতে ১৭,৯৫৬ টি গোলাপের চারা এমনভাবে রোপন করলো যে যাতে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণি হল। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ?
ক) ১৩০
খ) ১৫৪৯
গ) ১৪০
ঘ) ১৩৪ ☑
8. 150 সংখ্যাটি 120 এর কত শতাংশ ?
ক) 120
খ) 130
গ) 125 ☑
ঘ) 124
9. 5000 টাকার আসলের 5 বছর পরে 10% সরল সুদের হারে সুদ কত টাকা হবে ?
ক) 2500/- ☑
খ) 2600/-
গ) 2700/-
ঘ) 2800/-
10. ধরা যাক সুদের হার ৬% এই হার অনুযায়ী ৫০,০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে ?
ক) ১৫,০০০ টাকা ☑
খ) ১৩,০০০ টাকা
গ) ১৬,০০০ টাকা
ঘ) ৯,০০০ টাকা
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:02
File Size:0.35MB
Darun set
ReplyDelete