Reasoning Practice Set in Bengali | রিজনিং প্র্যাকটিস সেট
![]() |
রিজনিং প্র্যাকটিস সেট |
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Reasoning Practice Set in Bengali PDF টি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি রিজনিং প্র্যাকটিস সেট এর PDF টি ডাউনলোড করে নাও।
1. একজন ব্যক্তিকে দেখিয়ে রাম বলল, ‘‘তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলের বোনের ছেলে। ” তবে ব্যক্তিটি রামের কে হবে ?
A. মামা
B. কাকা
C. ভাই
D. বাবা
2. ab_a _dab_a _d ?
A. dbca
B. acde
C. cadb
D. dbdb
3. E,V, I,R, K,P, M ?
A. N
B. D
C. S
D. Y
4. যদি COMPANY কথাটিকে সাংকেতিক ভাষায় YNAPMOC লেখা হয়, তবে PUSHING কথাটিকে কি লেখা হয় ?
A. PUHISNG
B. GNIHSUP
C. SPIHUNG
D. SUHINGP
5. SKY=191125 হলে MOON = কত হবে ?
A. 11984531
B. 12346771
C. 12151419
D. 13151514
6. নীচের কোনটি আলাদা - ?
A. উত্তর প্রদেশ
B. পশ্চিমবঙ্গ
C. গুজরাট
D. নেপাল
7. যদি p×q মানে p÷q
p–q মানে p+q
P÷q মানে p–q হয়
তবে, 12–4÷6×2 এর মান কত ?
A. 24
B. 14
C. 13
D. 17
8. একটি ঘড়িতে সময় যখন 5.30 মিনিট তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয় ?
A. 23°
B. 15°
C. 85°
D. 55°
9. যদি কোনো নির্দিষ্ট বছরে 15ই এপ্রিল বৃহস্পতিবার হয় তবে ওই বছরে 15ই জুলাই কি বার হবে ?
A. মঙ্গলবার
B. বুধবার
C. বৃহস্পতিবার
D. শুক্রবার
10. ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে 20 তম বর্ণের ডানদিকের 10 তম বর্ণ কোনটি ?
A. M
B. R
C. Q
D. S
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:02
File Size:0.26MB
3 answer koto hoba and ki kora
ReplyDeleteN hobe
Delete