WBP Constable GK Practice Set
![]() |
WBP Constable GK Practice Set |
WBP Constable GK Practice Set
1. ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে ?
A. ম্যাগনেসিয়াম
B. পটাশিয়াম
C. সোডিয়াম
D. কোনটিই নয়
2. National Film Awards 2021 এর সেরা গায়িকা হলেন ?
A. তুলসি কুমার
B. শ্রেয়া ঘোষাল
C. আসিস কৌর
D. শ্রেয়া কৌর
3. বিনোদ খান্না কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
A. ২০২১ সালে
B. ২০২০ সালে
C. ২০১৮ সালে
D. ২০১৭ সালে
4. BRICS 2021 সালে শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A. ব্রাজিল
B. চীন
C. রাশিয়া
D. ভারত
5. পুতুল নাচের ইতিকথা — কার রচিত ?
A. মানিক বন্দ্যোপাধ্যায়
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D. প্রেমেন্দ্র মিত্র
6. কর্ণম মালেশ্বরী কত সালে পদ্মশ্রী সন্মানে ভূষিত হন ?
A. ১৯৯৫ সালে
B. ১৯৯৮ সালে
C. ১৯৯৯ সালে
D. ১৯৯৩ সালে
7. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা হলেন-
A. সুকুমার সেন
B. সত্যজিৎ সেন
C. সত্যজিৎ রায়
D. বিজন ভট্টাচার্য
8. নাগাসাকি দিবস কবে পালন করা হয় ?
A. ১৯ আগস্ট
B. ১২ আগস্ট
C. ৯ আগস্ট
D. ২৬ আগস্ট
9. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ?
A. অডিওমিটার
B. ভেলটোমিটার
C. মিটার স্কেল
D. ম্যানোমিটার
10. ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার -
A. রাষ্ট্রপতি
B. সুপ্রিম কোর্ট
C. প্রধানমন্ত্রী
D. স্পিকার
11. আম্ফান ঝড়ের নামকরণ করে কোন দেশ ?
A. ওমান
B. থাইল্যান্ড
C. ভারত
D. রাশিয়া
12. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
A. গণিত
B. সাংবাদিকতা
C. গান
D. বিজ্ঞান
13. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়?
A. অক্সিজেন
B. নাইট্রোজেন ডাই-অক্সাইড
C. নাইট্রাস অক্সাইড
D. কার্বন ডাই অক্সাইড
14. Spengler Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. গলফ
B. হকি
C. ফুটবল
D. দাবা
15. ভারতের নতুন শিক্ষা মন্ত্রী হলেন -
A. ধর্মেন্দ্র প্রধান
B. নিলয় দাস
C. রমেশ গোয়েল
D. অনুরাগ ঠাকুর
16. গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
A. রন্টজেন
B. রবার্ট হেনরি
C. থমসন আলবার্ট
D. পল ভিলার্ড
17. জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় ?
A. ২৯ মার্চ
B. ২৯ সেপ্টেম্বর
C. ২৯ জানুয়ারী
D. ২৯ আগস্ট
18. 2023 G-20 Summit হোস্ট করেছে কোন দেশ ?
A. চীন
B. বাংলাদেশ
C. ভারত
D. জাপান
19. ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
A. ১৯৮৬
B. ১৯৬৮
C. ১৯৭৮
D. ১৯৮৪
20. স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A. ১৯৩৯
B. ১৯১৮
C. ১৯২৩
D. ১৯২৪
21. ‘Vatan Prem Yojana’ —লঞ্চ করল কোন রাজ্য সরকার ?
A. উড়িষ্যা সরকার
B. গুজরাট সরকার
C. তামিলনাড়ু সরকার
D. গোয়া সরকার
22. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি ?
A. প্রশান্ত মহাসাগর
B. আটলান্টিক মহাসাগর
C. সুমেরু মহাসাগর
D. কুমেরু মহাসাগর
23. কত সালে ভারতের প্রথম জনগণনা করা ?
A. ১৮৭২ সালে
B. ১৮৯৯ সালে
C. ১৮৭২ সালে
D. ১৮৭৯ সালে
24. ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?
A. ১৮১২
B. ১৮২৩
C. ১৮১৮
D. ১৮৩৬
25. পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি ?
A. পামির মালভূমি
B. তিব্বত মালভূমি
C. ছোটনাগপুর মালভূমি
D. কোনটিই নয়
26. মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত ?
A. তামিলনাড়ু
B. গোয়া
C. পশ্চিমবঙ্গ
D. কেরালা
27. রাসলীলা কোন রাজ্যের নৃত্য ?
A. কেরালা
B. গুজরাট
C. পশ্চিমবঙ্গ
D. উড়িষ্যা
28. ‘অরণ্যের দিনরাত্রি’ গ্রন্থটি কার লেখা ?
A. রবীনাথ ঠাকুর
B. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C. সুনীল গঙ্গোপাধ্যায়
D. মাইকেল মধুসূদন দত্ত
29. রূপদর্শী কার ছদ্মনাম ?
A. বিনয় মুখোপাধ্যায়
B. সুনীল গঙ্গোপাধ্যায়
C. গৌরকিশোর ঘোষ
D. রাধারানী দেবী
30. কাবাডি খেলায় কতজন করে খেলোয়াড় থাকে ?
A. ১১ জন
B. ৯ জন
C. ৭ জন
D. ৫ জন
31. কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A. দাবা
B. ক্রিকেট
C. ব্যাডমিন্টন
D. গলফ
32. আরতী সাহা কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. গলফ
B. সাঁতার
C. মোটর রেসিং
D. তীরন্দাজি
33. বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. ফুটবল
B. দাবা
C. হকি
D. টেনিস
34. কভার ড্রাইভ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. লন টেনিস
B. ক্রিকেট
C. দাবা
D. পোলো
35. ইন্দ্রিরা গান্ধী স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত ?
A. মুম্বাই
B. চেন্নাই
C. বিজয়ওয়াড়া
D. জয়পুর
36. মোরারজি দেশাই সমাধিস্থল কোথায় ?
A. শান্তিবন
B. অভয় ঘাট
C. বীরভূম
D. কাবুল
37. ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ?
A. ইন্দিরা গান্ধী
B. ভানু আথাইয়া
C. লীলা শেঠ
D. কিরন দেবী
38. সিকিমের রাজধানী কোথায় ?
A. কোহিমা
B. ইম্ফল
C. পানাজি
D. গ্যাংটক
39. পর্তুগালের মুদ্রার নাম কি ?
A. ইউরো
B. ক্সোন
C. পাউন্ড
D. রিয়াল
40. ভারতের বর্তমান বিদেশ সচিব কে ?
A. বিপিন রাওয়াত
B. প্রবীণ সিনহা
C. অমিতাভ কান্ত
D. হর্ষবর্ধন শ্রিংলা
41. ভারতের লোকসভার সদস্য হতে কত বছর বয়স প্রয়োজন ?
A. ৩৫ বছর
B. ৩০ বছর
C. ২৫ বছর
D. ২৩ বছর
42. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?
A. ২১ শে মার্চ
B. ৩০শে বছর
C. 23 শে সেপ্টেম্বর
D. ২৮ শেষ
43. কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?
A. 2019
B. 2013
C. 2017
D. 2008
44. 'দ্য স্পিরিট অফ ইসলাম' এর রচয়িতা কে ?
A. সরোজিনী নাইডু
B. সৈয়দ আমীর আলী
C. মহাত্মা গান্ধী
D. দাদাভাই নওরোজি
45. বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় ?
A. ৮ অক্টোবর
B. ৩০ জনুয়ারি
C. ২৭ সেপ্টেম্বর
D. ১৬ অক্টোবর
46. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. দিল্লি
B. মুম্বাই
C. কলকাতা
D. কর্ণাটক
47. ক্রিকেট খেলার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
A. ICC
B. ICD
C. IAF
D. FIFA
48. সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন ?
A. লর্ড ওয়েলেসলি
B. লট কর্নওয়ালিস
C. লর্ড ক্যানিং
D. জন অ্যাডাম
49. রত্নাবলী গ্রন্থের রচয়িতা কে ?
A. আর্য ভট্ট
B. ফা-হিয়েন
C. হর্ষবর্ধন
D. বিষ্ণু শর্মা
50. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয় ?
A. নানা ফড়নবীশ
B. রাজা রামমোহন রায়
C. দাদাভাই নওরোজি
D. জহরলাল নেহেরু
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:07
File Size:0.48MB
No comments:
Post a Comment