Breaking




Tuesday, September 21, 2021

WBP Constable GK Practice Set

WBP Constable GK Practice Set

WBP Constable GK Practice Set
WBP Constable GK Practice Set
WBP Constable পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set PDF শেয়ার করছি। এই প্র্যাকটিস সেটে গুলোর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি WBP Constable GK Practice Set PDF টি ডাউনলোড করে নাও।

WBP Constable GK Practice Set

1. ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে ?
A. ম্যাগনেসিয়াম
B. পটাশিয়াম
C. সোডিয়াম
D. কোনটিই নয়

2. National Film Awards 2021 এর সেরা গায়িকা হলেন ?
A. তুলসি কুমার
B. শ্রেয়া ঘোষাল
C. আসিস কৌর
D. শ্রেয়া কৌর

3. বিনোদ খান্না কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
A. ২০২১ সালে
B. ২০২০ সালে
C. ২০১৮ সালে
D. ২০১৭ সালে

4. BRICS 2021 সালে শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A. ব্রাজিল
B. চীন
C. রাশিয়া
D. ভারত

5. পুতুল নাচের ইতিকথা — কার রচিত ?
A. মানিক বন্দ্যোপাধ্যায়
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D. প্রেমেন্দ্র মিত্র

6. কর্ণম মালেশ্বরী কত সালে পদ্মশ্রী সন্মানে ভূষিত হন ?
A. ১৯৯৫ সালে
B. ১৯৯৮ সালে
C. ১৯৯৯ সালে
D. ১৯৯৩ সালে

7. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা হলেন-
A. সুকুমার সেন
B. সত্যজিৎ সেন
C. সত্যজিৎ রায়
D. বিজন ভট্টাচার্য

8. নাগাসাকি দিবস কবে পালন করা হয় ?
A. ১৯ আগস্ট
B. ১২ আগস্ট
C. ৯ আগস্ট
D. ২৬ আগস্ট

9. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ?
A. অডিওমিটার
B. ভেলটোমিটার
C. মিটার স্কেল
D. ম্যানোমিটার

10. ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার -
A. রাষ্ট্রপতি
B. সুপ্রিম কোর্ট
C. প্রধানমন্ত্রী
D. স্পিকার

11. আম্ফান ঝড়ের নামকরণ করে কোন দেশ ?
A. ওমান
B. থাইল্যান্ড
C. ভারত
D. রাশিয়া

12. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
A. গণিত
B. সাংবাদিকতা
C. গান
D. বিজ্ঞান

13. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়?
A. অক্সিজেন
B. নাইট্রোজেন ডাই-অক্সাইড
C. নাইট্রাস অক্সাইড  
D. কার্বন ডাই অক্সাইড

14. Spengler Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. গলফ
B. হকি
C. ফুটবল
D. দাবা

15. ভারতের নতুন শিক্ষা মন্ত্রী হলেন -
A. ধর্মেন্দ্র প্রধান
B. নিলয় দাস
C. রমেশ গোয়েল
D. অনুরাগ ঠাকুর

16. গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
A. রন্টজেন
B. রবার্ট হেনরি
C. থমসন আলবার্ট
D. পল ভিলার্ড

17. জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় ?
A. ২৯ মার্চ
B. ২৯ সেপ্টেম্বর
C. ২৯ জানুয়ারী
D. ২৯ আগস্ট

18. 2023 G-20 Summit হোস্ট করেছে কোন দেশ ?
A. চীন
B. বাংলাদেশ
C. ভারত
D. জাপান

19. ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
A. ১৯৮৬  
B. ১৯৬৮
C. ১৯৭৮
D. ১৯৮৪

20. স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A. ১৯৩৯
B. ১৯১৮
C. ১৯২৩
D. ১৯২৪

21. ‘Vatan Prem Yojana’ —লঞ্চ করল কোন রাজ্য সরকার ?
A. উড়িষ্যা সরকার
B. গুজরাট সরকার
C. তামিলনাড়ু সরকার
D. গোয়া সরকার

22. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি ?
A. প্রশান্ত মহাসাগর
B. আটলান্টিক মহাসাগর
C. সুমেরু মহাসাগর
D. কুমেরু মহাসাগর

23. কত সালে ভারতের প্রথম জনগণনা করা ?
A. ১৮৭২ সালে
B. ১৮৯৯ সালে
C. ১৮৭২ সালে
D. ১৮৭৯ সালে

24. ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?
A. ১৮১২
B. ১৮২৩
C. ১৮১৮
D. ১৮৩৬

25. পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি ?
A. পামির মালভূমি
B. তিব্বত মালভূমি
C. ছোটনাগপুর মালভূমি
D. কোনটিই নয়

26. মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত ?
A. তামিলনাড়ু
B. গোয়া
C. পশ্চিমবঙ্গ
D. কেরালা

27. রাসলীলা কোন রাজ্যের নৃত্য ?
A. কেরালা
B. গুজরাট
C. পশ্চিমবঙ্গ
D. উড়িষ্যা

28. ‘অরণ্যের দিনরাত্রি’ গ্রন্থটি কার লেখা ?
A. রবীনাথ ঠাকুর
B. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C. সুনীল গঙ্গোপাধ্যায়
D. মাইকেল মধুসূদন দত্ত
 
29. রূপদর্শী কার ছদ্মনাম ?
A. বিনয় মুখোপাধ্যায়
B. সুনীল গঙ্গোপাধ্যায়
C. গৌরকিশোর ঘোষ
D. রাধারানী দেবী

30. কাবাডি খেলায় কতজন করে খেলোয়াড় থাকে ?
A. ১১ জন
B. ৯ জন
C. ৭ জন
D. ৫ জন

31. কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A. দাবা
B. ক্রিকেট
C. ব্যাডমিন্টন
D. গলফ

32. আরতী সাহা কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. গলফ
B. সাঁতার
C. মোটর রেসিং
D. তীরন্দাজি

33. বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. ফুটবল
B. দাবা
C. হকি
D. টেনিস

34. কভার ড্রাইভ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
A. লন টেনিস
B. ক্রিকেট
C. দাবা
D. পোলো

35. ইন্দ্রিরা গান্ধী স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত ?
A. মুম্বাই
B. চেন্নাই
C. বিজয়ওয়াড়া
D. জয়পুর

36. মোরারজি দেশাই সমাধিস্থল কোথায় ?
A. শান্তিবন
B. অভয় ঘাট
C. বীরভূম
D. কাবুল

37. ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ?
A. ইন্দিরা গান্ধী
B. ভানু আথাইয়া
C. লীলা শেঠ
D. কিরন দেবী

38. সিকিমের রাজধানী কোথায় ?
A. কোহিমা
B. ইম্ফল
C. পানাজি
D. গ্যাংটক

39. পর্তুগালের মুদ্রার নাম কি ?
A. ইউরো
B. ক্সোন
C. পাউন্ড
D. রিয়াল

40. ভারতের বর্তমান বিদেশ সচিব কে ?
A. বিপিন রাওয়াত
B. প্রবীণ সিনহা
C. অমিতাভ কান্ত
D. হর্ষবর্ধন শ্রিংলা

41. ভারতের লোকসভার সদস্য হতে কত বছর বয়স প্রয়োজন ?
A. ৩৫ বছর
B. ৩০ বছর
C. ২৫ বছর
D. ২৩ বছর

42. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?
A. ২১ শে মার্চ
B. ৩০শে  বছর
C. 23 শে সেপ্টেম্বর
D. ২৮ শেষ

43. কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?
A. 2019
B. 2013
C. 2017  
D. 2008

44. 'দ্য স্পিরিট অফ ইসলাম' এর রচয়িতা কে ?
A. সরোজিনী নাইডু
B. সৈয়দ আমীর আলী
C. মহাত্মা গান্ধী
D. দাদাভাই নওরোজি

45. বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় ?
A. ৮ অক্টোবর
B. ৩০ জনুয়ারি
C. ২৭ সেপ্টেম্বর
D. ১৬ অক্টোবর

46. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. দিল্লি
B. মুম্বাই
C. কলকাতা
D. কর্ণাটক

47. ক্রিকেট খেলার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
A. ICC
B. ICD
C. IAF
D. FIFA

48. সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন ?
A. লর্ড ওয়েলেসলি
B. লট কর্নওয়ালিস
C. লর্ড ক্যানিং
D. জন অ্যাডাম

49. রত্নাবলী গ্রন্থের রচয়িতা কে ?
A. আর্য ভট্ট
B. ফা-হিয়েন
C. হর্ষবর্ধন
D. বিষ্ণু শর্মা

50. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয় ?
A. নানা ফড়নবীশ
B. রাজা রামমোহন রায়
C. দাদাভাই নওরোজি
D. জহরলাল নেহেরু

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set
File Format: PDF
No. of Pages:07
File Size:0.48MB

No comments:

Post a Comment