Reasoning Practice Set in Bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব-৬
রিজনিং প্র্যাকটিস সেট পর্ব-৬ |
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Reasoning Practice Set in Bengali PDF টি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি রিজনিং প্র্যাকটিস সেট এর PDF টি ডাউনলোড করে নাও।
Reasoning Practice Set in Bengali
1. EF, HJ, LO, QU, ?
A. RS
B. RT
C. RU
D. WB
2. SOMA কে যদি MOAS এবং SIMA কে যদি MIAS লেখা হয়, তবে TUKI — কে কিভাবে লেখা হবে ?
A. KUIT
B. UKIT
C. TIKU
D. ITUK
3. যদি FLOWER কে UOLDVI হিসেবে লেখা হয়, তাহলে SMELL— কে কিভাবে লেখা হবে ?
A. EYSMP
B. HNVOO
C. QNAZY
D. NSTKR
4. FG_GH_H_GF_H_HFHFG ?
A. HFFGG
B. FFGGH
C. GFGFH
D. HFGHF
5. জল : নল :: রক্ত : ?
A. মানুষ
B. শিরা
C. লাল
D. ডাক্তার
6. কোনটি আলাদা ?
A. হাইড্রোজেন
B. নাইট্রোজেন
C. হিলিয়াম
D. অ্যামোনিয়া
7. একজন লোক হেঁটে 5 কিমি উত্তরে, বাঁদিকে 4 কিমি গেল, তারপর সে আবার বাম দিকে ঘুরে 5 কিমি গেল। তারপরে ডান দিকে সোজা হাঁটলে সে কোন দিকে এখন ?
A. পূর্ব
B. পশ্চিম
C. উত্তর
D. দক্ষিণ
8.7,9,8,7,6,2,3,4,8,7,1,9,4,6,2,8,7,1,2,6,3,5,5,3 = কোন সংখ্যাটি বেশি ব্যবহার হয়েছে ?
A. 5
B. 8
C. 9
D. 7
9. পূজা অনিমা চেয়ে ছোট কিন্তু জবার থেকে বড়। জবা কল্পনা থেকে বড়। পায়েল জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট। কে সর্ব কণিষ্ঠ ?
A. অনিমা
B. পূজা
C. পায়েল
D. কল্পনা
10. A,B এর মাতা, B,C এর কন্যা। C,D পিতা। A,D— এর কে হন ?
A. বোন
B. ভাই
C. কন্যা
D. মাতা
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:02
File Size:0.37MB
No comments:
Post a Comment