WBSSC গ্রুপ C এবং গ্রুপ D জিকে PDF | GK PDF For WBSSC Group C and Group D Exam
GK PDF For WBSSC Group C and Group D Exam |
WBSSC Group C and Group D পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে তোমাদের সঙ্গে GK
PDF For WBSSC Group C and Group D Exam শেয়ার করছি। এই PDF এর বাকি
পর্বগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। WBSSC Group C and Group D পরীক্ষার
প্রস্তুতির জন্য ডেইলি সকাল ৯.০০ টায় ক্লাস করতে চাইলে আমাদের YouTube
Channel :-:RGD Academy কে সাবস্ক্রাইব করে রাখো। সুতরাং সময় নষ্ট না করে
নিচে PDF এর লিঙ্ক রয়েছে সেখান থেকে PDF টি ডাউনলোড করে নাও।
WBSSC গ্রুপ C এবং গ্রুপ D জিকে
১. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উঃ দার্জিলিং
২. ‘ধরিত্রী দিবস’ কবে পালন করা হয় ?
উঃ ২২ শে এপ্রিল
৩. Ellora caves কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মহারাষ্ট্র
৪. Roger Federer কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ টেনিস
৫. কোন গ্যাসকে মার্স গ্যাস বলে ?
উঃ মিথেন
৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
উঃ সংবাদ প্রভাকর
৭. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উঃ আসাম
৮. তিতুমীরের প্রকৃত নাম কী ?
উঃ সৈয়দ মীর নিসার আলী
৯. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উঃ বৈকাল হ্রদ
১০. ONGS এর ফুল ফর্ম কী ?
উঃ Oil and Natural Gas Corporation
১১. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি
১২. কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৪৪ সালে
১৩. এবছর (২০২১) বিশ্ব জল দিবস এর থিম কী ছিল ?
উঃ Valuing Water
১৪. চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্রিশগড়
১৫. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
১৬. World Radio Day কবে পালন করা হয় ?
উঃ ১৩ই ফেব্রুয়ারি
১৭. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯১৩ সালে
১৮. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ জন ক্লার্ক মার্শম্যান
১৯. সাধারণ লবণ হিসেবেও পরিচিত -
উঃ সোডিয়াম ক্লোরাইড
২০. সোডা ক্রিষ্টাল নামে পরিচিত -
উঃ সোডিয়াম কার্বনেট
২১. কত খ্রিস্টাব্দে “অমৃতবাজার পত্রিকা” প্রকাশিত হয় ?
উঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে
২২. লোহার রাসায়নিক চিহ্ন হল ?
উঃ Fe
২৩. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
২৪. কোন নদীর অপর নাম শাল নদী ?
উঃ কোপাই নদী
২৫. “রামচরিতমানস”– এর রচয়িতা হলেন -
উঃ তুলসীদাস
২৬. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ জিন্দাগাদা
২৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮০০ সালে
২৮. Forest Research Institute কোথায় অবস্থিত ?
উঃ দেরাদুন
২৯. তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় ?
উঃ ২০০৫ সালে
৩০. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উঃ রাজস্থান
৩১. ‘বেঙ্গল গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ জেমস অগাস্টাস হিকি
৩২. রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ?
উঃ ১৮১৫ সালে
৩৩. NTPC এর ফুল ফর্ম কী ?
উঃ National Thermal Power Corporation Limited
৩৪. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ প্যারিস
৩৫. বিজ্ঞানী George Emil Palade কত সালে প্রথম রাইবোজোম আবিষ্কার করেন ?
উঃ ১৯৫০ সালে
৩৬. ভিটামিন B6 এর রাসায়নিক নাম কী ?
উঃ পাইরিডক্সিন
উঃ দার্জিলিং
২. ‘ধরিত্রী দিবস’ কবে পালন করা হয় ?
উঃ ২২ শে এপ্রিল
৩. Ellora caves কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মহারাষ্ট্র
৪. Roger Federer কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ টেনিস
৫. কোন গ্যাসকে মার্স গ্যাস বলে ?
উঃ মিথেন
৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
উঃ সংবাদ প্রভাকর
৭. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উঃ আসাম
৮. তিতুমীরের প্রকৃত নাম কী ?
উঃ সৈয়দ মীর নিসার আলী
৯. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উঃ বৈকাল হ্রদ
১০. ONGS এর ফুল ফর্ম কী ?
উঃ Oil and Natural Gas Corporation
১১. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি
১২. কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৪৪ সালে
১৩. এবছর (২০২১) বিশ্ব জল দিবস এর থিম কী ছিল ?
উঃ Valuing Water
১৪. চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্রিশগড়
১৫. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
১৬. World Radio Day কবে পালন করা হয় ?
উঃ ১৩ই ফেব্রুয়ারি
১৭. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯১৩ সালে
১৮. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ জন ক্লার্ক মার্শম্যান
১৯. সাধারণ লবণ হিসেবেও পরিচিত -
উঃ সোডিয়াম ক্লোরাইড
২০. সোডা ক্রিষ্টাল নামে পরিচিত -
উঃ সোডিয়াম কার্বনেট
২১. কত খ্রিস্টাব্দে “অমৃতবাজার পত্রিকা” প্রকাশিত হয় ?
উঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে
২২. লোহার রাসায়নিক চিহ্ন হল ?
উঃ Fe
২৩. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
২৪. কোন নদীর অপর নাম শাল নদী ?
উঃ কোপাই নদী
২৫. “রামচরিতমানস”– এর রচয়িতা হলেন -
উঃ তুলসীদাস
২৬. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ জিন্দাগাদা
২৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮০০ সালে
২৮. Forest Research Institute কোথায় অবস্থিত ?
উঃ দেরাদুন
২৯. তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় ?
উঃ ২০০৫ সালে
৩০. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উঃ রাজস্থান
৩১. ‘বেঙ্গল গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ জেমস অগাস্টাস হিকি
৩২. রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ?
উঃ ১৮১৫ সালে
৩৩. NTPC এর ফুল ফর্ম কী ?
উঃ National Thermal Power Corporation Limited
৩৪. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ প্যারিস
৩৫. বিজ্ঞানী George Emil Palade কত সালে প্রথম রাইবোজোম আবিষ্কার করেন ?
উঃ ১৯৫০ সালে
৩৬. ভিটামিন B6 এর রাসায়নিক নাম কী ?
উঃ পাইরিডক্সিন
৩৭. নন্দ বংশের প্রথম রাজা কে ছিলেন ?
উঃ মহাপদ্ম নন্দ
৩৮. Anupama Gokhale কোন খেলার সাথে যুক্ত ?
উঃ দাবা
৩৯. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৫৫৬ সালে
৪০. মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী ?
উঃ ভাগীরথী নদী
৪১. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী ?
উঃ সুমেরু মহাসাগর বা উওর মহাসাগর
৪২. IFC এ ফুল ফর্ম কি ?
উঃ International Finance Corporation
৪৩. Steel Authority of India (SAIL) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ নিউ দিল্লি
৪৪. “অষ্টাধ্যায়ী”— গ্রন্থের রচয়িতা হলেন -
উঃ পাণিনি
৪৫. Vantawng Falls কোথায় অবস্থিত ?
উঃ মিজোরাম
৪৬. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ প্রমথ চৌধুরী
৪৭. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ স্ফিগমোম্যানোমিটার
৪৮. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে ?
উঃ মহানদী নদীর উপর
৪৯. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
উঃ ১৮৫৫ সালে
৫০. ফেনোল কি হিসেবেও পরিচিত ?
উঃ কার্বলিক অ্যাসিড
৫১. অক্সিজেনের যোজ্যতা কত ?
উঃ ২
৫২. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
উঃ ডেভিড ম্যালপাস
৫৩. কস্টিক সোডা নামে পরিচিত - ?
উঃ সোডিয়াম হাইড্রোক্সাইড
৫৪. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মনিপুর
৫৫. তারিণী খুড়ো চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সত্যজিৎ রায়
৫৬. ভারতীয় ১০০ টাকার নোটে কার স্বাক্ষর রয়েছে ?
উঃ RBI এর গভর্ণরের
৫৭. গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে ?
উঃ ১৯৩১ খ্রিস্টাব্দে
৫৮. মৌলিক রং বলা হয় -
উঃ লাল, সবুজ ও নীল
৫৯. গোল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ আলু
৬০. নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
উঃ দ্বিতীয় শ্রেণী
৬১. "ভারত সভা" কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮৭৬ সালে
৬২. "ইন্ডিকা" গ্রন্থের রচয়িতা হলেন- ?
উঃ মেগাস্থিনিস
৬৩. এক আলোকবর্ষ কত কিলোমিটার ?
উঃ ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার
৬৪. খালসা প্রবর্তন করেন কে ?
উঃ গুরু গোবিন্দ সিংহ
৬৫. কে দ্রাবিড় আন্দোলনের পিতা হিসেবে পরিচিত ?
উঃ ই. ভি. রামাস্বামী
৬৬. দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উঃ ব্যারেন দ্বীপ
৬৭. পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ কলকাতা
৬৮. World NGO Day কবে পালন করা হয় ?
উঃ 27শে ফেব্রুয়ারি
৬৯. Thomas cup কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
৭০. খাদ্যে কয়টি উপাদান থাকে ?
উঃ 6 টি
৭১. "ভারতীয় বিপ্লবীদের জননী" কাকে বলা হয় ?
উঃ মাদাম কামাকে
৭২. "Das Capital" এর রচয়িতা হলেন ?
উঃ Karl Marx
৭৩. প্রমোদ ভগৎ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
৭৪. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস হল -
উঃ রেডন
৭৫. ভারতের প্রাচীনতম তৈলখনি হল-
উঃ ডিগবয়
৭৬. রন্টজেন কত সালে এক্স রশ্মি আবিষ্কার করেন ?
উঃ ১৮৯৫ সালে
৭৭. World Radio Day কবে পালন করা হয় ?
উঃ 13ই ফেব্রুয়ারি
৭৮. ভারতের কোথায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ?
উঃ নতুন দিল্লিতে
৭৯. WWW এর সম্পূর্ণ অর্থ কি ?
উঃ World Wide Web
৮০. বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর হল-
উঃ ক্যারিবিয়ান সাগর
৮১. "বাবরের প্রার্থনা" কাব্যগ্রন্থের রচয়িতা হলেন-
উঃ শঙ্খ ঘোষ
৮২. কোন হ্রদ "সাইবেরিয়ার নীল নয়ন" বা "সাইবেরিয়ার মুক্তা" নামে পরিচিত ?
উঃ বৈকাল হ্রদ
৮৩. Anupama Gokhale কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ দাবা
৮৪. সম্বাদ কৌমুদী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে ?
উঃ ১৮২১ সালে
৮৫. অ্যাসিটিক অ্যাসিড কি নামেও পরিচিত ?
উঃ ইথানয়িক অ্যাসিড
৮৬. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?
উঃ রাজ্যসভা
৮৭. জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায় ?
উঃ পাললিক শিলায়
৮৮. সন্ধ্যাতারা বা শুকতারা বলা হয় কোন গ্রহকে ?
উঃ শুক্র গ্রহকে
৮৯. সমাচার দর্পণ পত্রিকাটি প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?
উঃ ১৮১৮ খ্রিস্টাব্দে
৯০. Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
৯১. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ?
উঃ কোশি নদীকে
৯২. কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় ?
উঃ ১৯৫০ সালে
৯৩. শার্লক হোমস চরিত্রের স্রষ্টা হলেন -
উঃ Arthur Conan Doyle
৯৪. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ Vienna
৯৫. Somasila Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
৯৬. কাদম্বরী উপন্যাস এর রচয়িতা হলেন-
উঃ বানভট্ট
৯৭. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ?
উঃ ৮
৯৮. শব্দের তীব্রতার একক কী ?
উঃ বেল/ডিসিবেল
৯৯. "কাবুলিওয়ালা" ছোটগল্পের রচয়িতা হলেন-
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১০০. প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় ?
উঃ ১৯৩০ সালে
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: Reasoning Practice Set in Bengali Part-7
File Format: PDF
No. of Pages:02
File Size:0.37MB
File Format: PDF
No. of Pages:02
File Size:0.37MB
আগের পর্ব::
No comments:
Post a Comment