জিকের প্রশ্ন ও উত্তর PDF
জিকের প্রশ্ন ও উত্তর PDF |
সুতরাং সময় নষ্ট না করে জিকের প্রশ্ন ও উত্তর PDF টি ডাউনলোড করে নাও।
জিকের প্রশ্ন ও উত্তর
1. ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শঙ্খ ঘোষ
2. হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ঝাড়খন্ড
3. বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি ?
উঃ নেফ্রন
4. মার্স গ্যাস বলা হয় কোন গ্যাস কে ?
উঃ মিথেন
5. পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ?
উঃ বীরভূম
6. খাদ্যে কয়টি উপাদান থাকে ?
উঃ ৬টি
7. শুকতারা বলা হয় কোন গ্রহকে ?
উঃ শুক্র গ্রহ
8. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি ?
উঃ রেডন
9. ‘হুতুম পেঁচা’ কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
10. সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
11. National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ই জনুয়ারি
12. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৮১৭ সালে
13. ‘পঞ্চতন্ত্র’ কে রচনা করেছেন ?
উঃ বিষ্ণু শর্মা
14. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
উঃ শ্রীগুপ্ত
15. ভারতের কোন শহরকে Pink City বলা হয় ?
উঃ জয়পুর
16. প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয় ?
উঃ কেঁচোকে
17. সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
18. ‘ছন্দের জাদুকর’ কাকে বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত
19. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
উঃ ইউরেনাসকে
20. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
উঃ মাইট্রোকন্ডিয়া
21. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উঃ আর্যভট্ট
22. রবিকীর্তি কার সভাকবি ছিলেন ?
উঃ দ্বিতীয় পুলকেশী
23. বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি ?
উঃ নেফ্রন
24. সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
25. কোন ফসলকে ‘তৃষ্ণার্ত ফসল’ বলা হয় ?
উঃ ধান
26. বংশগতির একক কি ?
উঃ জিন
27. মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
উঃ স্টেপিস
28. ডুয়ার্স শব্দের অর্থ কি ?
উঃ দরজা বা প্রবেশদ্বার
29. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উঃ মহানদী
30. লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ দাবা
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:03
File Size:0.23MB
No comments:
Post a Comment