Breaking




Thursday, June 8, 2023

Food SI GK Class Part-01

WBPSC Food SI GK Class Part-01 

Food SI GK Class Part-01
Food SI GK Class Part-01
bengaligk

নমস্কার বন্ধুরা, 
আজকে আমরা Food SI GK Class Part-01 শেয়ার করছি। গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নের সম্বনয়ে আমাদের এই ক্লাসটি তৈরি করা হয়েছে। আমরা আশা করছি আমাদের এই ক্লাসগুলি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। 

আজকের ক্লাসের জিকের প্রশ্ন ও উত্তরগুলি দেখে নাও। এই প্রশ্ন ও উত্তরগুলির পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া রয়েছে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডউনলোড করে নিতে পারো।
Food SI GK Class Part-01

1. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?

উঃ ৭ই এপ্রিল

2. ‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থের রচয়িতা হলেন -

উঃ পাণিনি

3. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ উত্তরাখণ্ড

4. ভারতের নায়াগ্রা জলপ্রপাত কাকে বলা হয় ?  

উঃ চিত্রকূট জলপ্রপাতকে

5. শান্ত মন্ডল বলা হয় -

উঃ স্ট্র্যাটোস্ফিয়ার

6. ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা হলেন -

উঃ কলহন

7. ILO- এর সদর দফতর কোথায় অবস্থিত ?

উঃ জেনেভা

8. সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

9. চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ?

উঃ ছত্তিশগড়

10. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?

উঃ হীরাকুদ বাঁধ

11. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ দোদাবেতা

12. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮৭৫ সালে

13. বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?

উঃ ২৪শে মার্চ

14. ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ?

উঃ ৫টি

15. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন -

উঃ শ্রীগুপ্ত

16. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?   

উঃ ২৩শে সেপ্টেম্বর

17. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

উঃ ৫ই জুন

18. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ক্রিকেট

19. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?

উঃ ইউরেনাসকে

20. হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ঝাড়খন্ড

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: Food SI GK Class Part-01
File Format: PDF
No. of Pages:02
File Size:0.23MB

No comments:

Post a Comment